টাটকা খবর
ফের জেলা হাসপাতালেই অনশনরত বিনয় তামাঙ্গ
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য রওনা হয়েও অনশনরত গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাঙ্গকে বৃহস্পতিবার রাতে ফের জলপাইগুড়িতে ফেরানো হল। হাসপাতাল সূত্রের খবর, বিনয়বাবুকে ‘রেফার’ করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালের পথে প্রায় ৫ কিলোমিটার যাওয়ার পরে ফের বিনয়বাবুকে আচমকা জলপাইগুড়ি হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনার পরে অসুস্থ জেলবন্দি নেতাকে চিকিৎসা করানোর নামে হেনস্থার অভিযোগ তুলেছে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন। তিনি বলেছেন, “এই হেনস্থার বিরুদ্ধে আলোচনা করে পদক্ষেপ করা হবে।” মোর্চার কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, গোটা ঘটনার কথা রাজ্য মানবাধিকার কমিশনে জানানো হবে।
প্রশাসন সূত্রে অবশ্য জানানো হয়েছে, মেডিক্যাল কলেজের যাবতীয় পরিকাঠামো জলপাইগুড়ি জেলা হাসপাতালে থাকায়, রাতের বেলায় অসুস্থ বিনয় তামাঙ্গকে খানাখন্দে ভরা জাতীয় সড়ক দিয়ে প্রায় ৪৫ কিলোমিটার নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া হয়নি। জেলা স্বাস্থ্য দফতরও জানিয়েছে, জলপাইগুড়ি হাসপাতালেই অনশনরত বন্দি নেতার চিকিৎসা সম্ভব। প্রয়োজন হলে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

লিলুয়ায় লাইনচ্যুত বর্ধমান লোকাল
আজ সকালে লিলুয়ায় ডাউন বর্ধমান লোকালের কামরা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। রেল সূত্রে খবর, সকাল ৮টা ৮ মিনিট নাগাদ লিলুয়া স্টেশন থেকে বেরনোর পর পনেরো মিনিটের মাথায় ডাউন বর্ধমান লোকালের পিছনের কামরার চাকা হঠাত্ই লাইনচ্যুত হয়ে ডাউন এক নম্বর লাইন থেকে সরে গিয়ে চাকাটি দু’নম্বর লাইনে ঢুকে যায়। প্রায় দু’শো মিটার কামরাটি এই অবস্থায় এগিয়ে যাওয়ায় লাইনে ফাটল দেখা দেয়। ফলে কামরাটি একদিকে হেলে পড়ে। তবে কাপলিং অক্ষত থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। চলন্ত ট্রেন থেকে লাইনে ঝাঁপও দেন কয়েকজন যাত্রী। তবে কোনও যাত্রী আহত হননি বলেই খবর। ঘটনায় হাওড়া মেন শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রেল সূত্রে খবর, সকাল পৌনে দশটা নাগাদ হাওড়া-বর্ধমান মেন লাইন শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ধর্মতলায় মেট্রোপলিটন বিল্ডিংয়ে আগুন
আজ সকালে কলকাতার ধর্মতলার মোড়ে মেট্রোপলিটন বিল্ডিংয়ে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ বহুতলটির একতলায় একটি কাপড়ের দোকান থেকে আগুন ছড়ায়। বন্ধ দোকানটি থেকে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
চলছে আগুন নেভানোর কাজ।— নিজস্ব চিত্র।
দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সাময়িক বন্ধ মেট্রো চলাচল
মেট্রো পরিষেবায় ফের বিভ্রাট! সেন্ট্রাল ও মহাত্মা গাঁধী রোড স্টেশনের মাঝের লাইনে ফাটল দেখা দেওয়ায় রাত ৮.১০ থেকে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। দমদমমুখী মেট্রো প্রাথমিক ভাবে চালানো হলেও ফাটল মেরামতির জন্য বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করায় পার্ক স্ট্রিট থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। অপর দিকে, ময়দান ও কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.