|
|
|
|
মৌচাকে কাকাবাবুর ঢিল |
২৬ বছর পর আবার পরিচালকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিয়ালের নাম ‘মৌচাক’। খোঁজ নিল আনন্দplus। |
সেই ১৯৮৭ সালে পরিচালক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।
ছবির নাম ছিল ‘পুরুষোত্তম’।
দীর্ঘ ছাব্বিশ বছর পর ‘লালন’, ‘কাকাবাবু’, ‘অরুণ চট্টোপাধ্যায়’-কে পরদায় ফুটিয়ে তুলে তিনি আবার ফিরে এসেছেন পরিচালকের ভূমিকায়।
হ্যাঁ, গত সপ্তাহে টালিগঞ্জের সব চেয়ে বড় খবর এটাই। ‘মৌচাক’ সিরিয়ালের একটা গোটা পর্ব পরিচালনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
১৯ মিনিটের এপিসোড পরিচালনা ছাড়াও ৫ মিনিটের একটি গানের দৃশ্যের পরিচালনাও করেছেন ‘কাকাবাবু’। গানের দৃশ্যটির কোরিওগ্রাফ করেছেন সুকল্যাণ ভট্টাচার্য। প্রসেনজিতের সঙ্গে এই গানের দৃশ্যে দেখা যাবে বুলবুলি, জয়ী ছাড়াও আরও কিছু অভিনেতা-অভিনেত্রীকে। |
|
“বাংলায় স্যাটেলাইট টেলিভিশনের প্রবেশ হয়েছিল আমার হাত ধরে। আমি বরাবরই এই মিডিয়ামটার ভক্ত। আর টিভি আজ সিনেমাকেও অনেক ক্ষেত্রে সাহায্য করেছে, যার সব চেয়ে বড় উদাহরণ শাহরুখ খান। তাই আমাকে যখন ‘মৌচাক’য়ের এপিসোডটা পরিচালনা করার প্রস্তাব দেওয়া হল, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। একটা গানের দৃশ্যেরও শ্যুটিং করলাম। আমার বাবার একটা ছবি ছিল ‘প্রতিবাদ’, মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি সেই গানটায় লিপও দিয়েছি। বাবার লিপে গানটি গেয়েছিলেন শ্যামল মিত্র। এই সিকোয়েন্সটার জন্য সেই গানটাই গেয়েছেন শ্যামলবাবুর ছেলে সৈকত। ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স। দর্শকরা মজা পাবেন পর্বগুলো দেখে,” ‘হনুমান.কম’ সিনেমার প্রচারের প্ল্যানিং করতে করতে বলছিলেন প্রসেনজিৎ।
প্রসেনজিৎ যে রাজি হয়েছেন ‘মৌচাক’য়ের এপিসোড পরিচালনা করতে, সেই জন্য তাঁর কাছে অসম্ভব কৃতজ্ঞ প্রযোজক শিবাজি পাঁজা। “আমি অসম্ভব কৃতজ্ঞ বুম্বাদার কাছে। বুম্বাদা নিজে এসে সব খুঁটিনাটি বিষয় জেনে তবেই পরিচালনা শুরু করলেন। এটা বুঝতে পারলাম মানুষটা অসম্ভব পারফেকশনিস্ট, ” বললেন তিনি। ‘মৌচাক’য়ের টিম বুম্বাদার কাছে সাঙ্ঘাতিক ঋণী,” বলছিলেন শিবাজি, যাঁর ‘বন্দনা ফিল্মস’-এর ব্যানারে প্রযোজিত হচ্ছে ‘মৌচাক’ সিরিয়াল। স্টার জলসায় প্রসেনজিৎ পরিচালিত এই এপিসোডগুলো দেখা যাবে ৯ আর ১১ নভেম্বর, বিকেল ৫.৩০টায়। |
|
|
|
|
|