টাটকা খবর
আমলাতন্ত্রে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
আর মৌখিক নয়, এ বার থেকে শুধুমাত্র লিখিত নির্দেশই দিতে হবে আমলাদের। আজ কেন্দ্র ও রাজ্যগুলিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমলাদের বিভিন্ন রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে হয়— এই অভিযোগে ৮৩ জন প্রাক্তন আমলা একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শীর্ষ আদালতে। আজ তার শুনানি ছিল। রায়ে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে আইন প্রণয়ন করতে হবে কেন্দ্র ও রাজ্যগুলিকে। নির্দিষ্ট করতে হবে আমলাদের ন্যূনতম কার্যকালের মেয়াদও। খেয়াল খুশি মতো আমলাদের বদলি বন্ধ করতে হবে। আর এর মাধ্যমেই প্রশাসনিক ক্ষেত্রে অনেকটা স্বচ্ছতা আসবে বলে মনে করছে শীর্ষ আদালত।
সম্প্রতি দুর্গাশক্তি নাগপাল ও অশোক খেমকাকে নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে তৈরি বিতর্কের প্রসঙ্গও উঠে আসে আজকের এই রায়ে। এই খবর সংবাদ সংস্থার।

সচিনের বিদায়ী সিরিজে দলে আসলেন সামি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই টেস্ট ম্যাচের সিরিজে দলে ফিরলেন পেসার উমেশ যাদব এবং বাংলার মহম্মদ সামি। যদিও শেষ রঞ্জি ম্যাচে পঞ্জাবের হয়ে ওড়িশার বিরুদ্ধে ৯ উইকেট নিয়েও দলে জায়গা হয়নি হরভজন সিংহের। ইশান্ত শর্মাকেও ১৫ জনের দলে রাখা হয়েছে।
নির্বাচিত ভারতীয় দল: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), শিখর ধবন, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ভূবনেশ্বর কুমার, প্রজ্ঞান ওঝা, অমিত মিশ্র, অজিঙ্কে রাহানে, উমেশ যাদব, মহম্মদ সামি, রোহিত শর্মা, ইশান্ত শর্মা।

পটনা বিস্ফোরণ কাণ্ডে ধৃত আরও ২
পটনায় ধারবাহিক বিস্ফোরণ কাণ্ডে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের নাম মহম্মদ আফতাব আনসারি। তার কাছে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, পাকিস্তানের সিম কার্ড ও ল্যাপটপ উদ্ধার হয়েছে। গোয়েন্দারা মনে করছেন এই নাশকতার ঘটনায় পাকিস্তানের যোগ রয়েছে। ঘটনায় ধৃত আরও এক জঙ্গি ইমতিয়াজকে চিনত আফতাব। মূলত ইমতিয়াজকে জেরা করেই আফতাবের হদিস পাওয়া যায় বলে জানা গিয়েছে।
অন্য দিকে, নাশকতায় জড়িত সন্দেহে আরও একজনকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশের বিশেষ দল। তার নাম মহম্মদ আফজল। এনআইএ সূত্রে খবর, সে তার স্ত্রীকে বিমানবন্দরে ছাড়তে এসেছিল। আফজল ও আফতাবের গ্রেফতারির ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে এনআইএ।

অনশনে বিনয় তামাং
পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত অবস্থায় যে সমস্ত গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য সমর্থকরা জেলবন্দি রয়েছেন, অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে জলপাইগুড়ি জেলে অনশনে বসলেন মোর্চা নেতা বিনয় তামাং। যদিও এ ব্যাপারে তাঁর দল গোর্খা জনমুক্তি মোর্চার বক্তব্য, এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের তরফ থেকে তাঁকে কোনও নির্দেশ দেওয়া হয়নি।

আরএসপি কর্মীকে মারধরে ধৃত তৃণমূল সমর্থক
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এক আরএসপি কর্মীকে মারধরের ঘটনায় সাদ্দাম লস্কর নামে এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আরএসপি কর্মী আবু সিদ্দিক লস্কর খেড়িয়া পোল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেখানে সাদ্দাম-সহ আরও ২-৩ জন তৃণমূল সমর্থকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। এর পরই আচমকা তাঁকে মারধর শুরু করে অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে বাসন্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে ক্যানিং হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কাশীপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ২
বুধবার রাতে কাশীপুর গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত-সহ দুই জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মোবাইল টাওয়ার লোকেশন দেখেই তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। হাওড়ার মালিপাঁচঘড়া অঞ্চল থেকে মূল অভিযুক্ত রবিকুমার সাউকে গ্রেফতার করা হয়। অন্য আর এক অভিযুক্ত পিন্টুপ্রসাদ সাউকে বর্ধমানে চলন্ত ট্রেন থেকে গ্রেফতার করা হয়। এখনও সঞ্জীব অগ্রাহারি নামে এক অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হয়।

ডু প্লেসির শাস্তি নিয়ে পিসিবি-র ক্ষোভ প্রকাশ
দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বল বিকৃতির অভিযোগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডু প্লেসিকে ম্যাচ রেফারি ডেভিড বুন যে শাস্তি দিয়েছেন, তাতে ক্ষোভ প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মর্মে আইসিসি-র কাছে তাদের তরফ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে। পিসিবি-র মতে, বল বিকৃতির অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাঁর যথেষ্ট শাস্তি হয়নি। ২০১০ সালে অস্ট্রেলিয়ার পার্থ-এ একটি একদিনের ম্যাচে এই একই অভিযোগে শাহিদ আফ্রিদিকে আর্থিক জরিমানার সঙ্গে সঙ্গে ২টি টি-টোয়েন্টি ম্যাচে নির্বাসিত করা হয়েছিল। সেখানে ডু প্লেসিকে ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পিসিবি-র আরও অভিযোগ, ম্যাচের ভিডিও রেকর্ডিংয়ে আরও কয়েকজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে বল বিকৃত করতে দেখা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। প্রাক্তন পাক ক্রিকেটার রসিদ লতিফ বলেছেন, “অন্যান্য দেশের ক্রিকেটারদের সঙ্গে উপমহাদেশের ক্রিকেটারদের প্রতি আইসিসি-র মনোভাব আলাদা। এমন উদাহরণ আরও রয়েছে। পাক বোর্ডের পক্ষে একা কিছু করা সম্ভব নয়। এই আইনের পরিবর্তনের জন্য অন্যান্য বোর্ডেরও সহযোগিতা দরকার।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.