আজিমগঞ্জ থেকে প্রকাশিত হয়েছে ‘কাকলি’র দ্বাদশ বর্ষ শারদ সংখ্যা। বিশাল কলেবরের ওই সংখ্যাটির সম্পাদক সুজিতকুমার পাত্র। প্রচ্ছদ সৈয়দ সুশোভন রফি। ছড়ার সঙ্গে মিলিয়ে অলংকরণ করছেন সৈয়দ সুশোভন রফি ও ব্রতীন হালদার। ছড়া ছাড়াও রয়েছে বেশ কিছু গল্প, নিবন্ধ ও গ্রন্থ আলোচনা। বহরমপুর থেকে প্রকাশিত হয়েছে সুদীপ আচার্য সম্পাদিত ‘ছড়াবৃষ্টি’র ৪র্থ বছরের উত্সব সংখ্যা। তালিকায় রয়েছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, ভবানীপ্রসাদ মজুমদার, পবিত্র সরকার থেকে মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো ছড়াকার।
|
গত রবিবার প্রবীণ সভার মধুপুর-বিষ্ণুপুর শাখার উদ্যোগে বহরমপুর শহরের রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী। ওই অনুষ্ঠানে প্রবীন নাগরিক ছবিরঞ্জন মজুমদারের লেখা ও নির্দেশিত নাটক ‘ইচ্ছে পূরণ’ মঞ্চস্থ করেন প্রবীনসভার সদস্যরা। সংগীত ও আবৃত্তি পরিবেশন করা হয়। ওই অনুষ্ঠানে অশীতিপর দুই বৃদ্ধ প্রদ্যুত্কুমার পাল ও ভোলানাথ চৌধুরিকে সংবর্ধনা দেওয়া হয়।
|
গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিন ধরে জিয়াগঞ্জ শহরে গাম্ভীলা অনুষ্ঠিত হল খেতুরির মেলায়। সেখানে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মোট ১০টি কীর্তনের দল কীর্তন পরিবেশন করে। ওই মেলায় প্রায় ৬০টি দোকান বসেছিল। ওই নরোত্তম ঠাকুরের শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী জিয়াগঞ্জের শ্রীপাট বড় গোবিন্দ বাড়িতে সাধন ভজন করতেন।
|
গত শনিবার বহরমপুরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ১৬৯তম মাসিক সাহিত্যপাঠের আসর। এ দিন প্রথম পর্বে ‘বাংলা সাহিত্যের পাঠক কি কমছে?’ শীর্ষক বিষয়ের উপর ৭ জন আলোচনা করেন। দ্বিতীয় পর্বে ছিল স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর। ওই আসরে সমবেত হয়েছিলেন ৩২ জন লেখক।
|
মানসিক প্রতিবন্ধীদের সংস্থা ‘মনন’-এর বিজয়া সম্মিলনী মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত নবদ্বীপ বকুলতলা প্রাক্তনী ভবনে। এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী সদস্যদের মায়েদের মধ্যে প্রতিবন্ধী প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিশেষ ভাবে স্মরণ করা হয় প্রয়াত শিল্পী মান্না দে-কে। সংস্থার সদস্যরা ছাড়াও আবৃত্তি পরিবেশন করে পাপিয়া দেবনাথ ও সঙ্গীত পরিবেশন করে প্রত্যুষা বসু। কৃতী প্রবন্ধ লেখিকাদের পুরস্কৃত করা হয়।
|
গত সোমবার করিমপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া ও ঈদ উপলক্ষে প্রীতি সম্মিলনী। করিমপুর বাসস্ট্যান্ডের এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়াও ছিল বহিরাগত শিল্পীদের বিচিত্রানুষ্ঠান। প্রয়াত শিল্পী মান্না দের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়।
|
অনুষ্ঠানের একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র। |
নবদ্বীপ সাহিত্য সমাজের আয়োজনে রবিবার বিকালে একটি সাংস্কৃতিক আড্ডার আয়োজন কর হয়েছিল। বিজয়া সম্মিলনী উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় সুশীলরঞ্জন দাস রচিত সঙ্গীত গ্রন্থ ‘আমার গানের স্বরলিপি’। ওই আড্ডায় গান, কবিতা পাঠ ও স্মৃতিচারণায় যোগ দেন সংস্থার সদস্যরা। |