|
|
|
|
গাড়ি থামিয়ে টাকা লুঠ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জাতীয় সড়কে গাড়ি থামিয়ে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে ৬ নম্বর জাতীয় সড়কে খড়্গপুরের গুপ্তমনিতে ঘটনাটি ঘটে। এ দিন দুপুরে খড়্গপুর গ্রামীণের কলাইকুণ্ডা ফাঁড়িতে ওই ঘটনার অভিযোগ দায়ের হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে উত্তর চব্বিশ পরগণার বসিরহাট থেকে চার গরু ব্যবসায়ী নিজেদের গাড়িতে ঝাড়গ্রামের ফেঁকো হাটে যাচ্ছিলেন। অভিযোগ, সকাল সাড়ে ছ’টা নাগাদ জাতীয় সড়ক ধরে ঝাড়গ্রাম যাওয়ার পথে গুপ্তমনির কাছে হঠাত্ অন্য একটি গাড়ি তাঁদের পথ আটকায়। ওই গাড়ির পিছনেই দু’টি মোটর বাইকও ছিল। প্রায় ১১ জন যুবক ওই ব্যবসায়ীদের গাড়ি ঘিরে ধরে। চালক-সহ ওই চার ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকিয়ে ওই দুষ্কৃতীরা গাড়ি সমেত তাঁদের জাতীয় সড়ক থেকে নেমে মোরাম রাস্তা ধরে জঙ্গলের রাস্তায় নিয়ে যায় বলে অভিযোগ। তাঁদের কাছ থেকে মোট প্রায় ৭ লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে ওই ব্যবসায়ীদের দাবি।
তারপর জঙ্গলের মধ্যেই ওই ব্যবসায়ীদের ফেলে রেখে দুষ্কৃতীরা সাঁকরাইলের দিকে চম্পট দেয় বলে অভিযোগ। তবে ব্যবসায়ীদের গাড়িটি নিয়ে যায়নি দুষ্কৃতীরা। এ দিন দুপুরে ওই চার ব্যবসায়ীদের পক্ষ থেকে ইলিয়াস গাজি কলাইকুণ্ডা ফাঁড়িতে ঘটনার অভিযোগ দায়ের করেন। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখর জানান, ফেকা হাটে মানুষ টাকা নিয়ে যায় বলে স্থানীয় দুষ্কৃতীরা জানে। আমার ধারণা দুষ্কৃতীরা সেটা বুঝতে পেরেই গাড়ি আটকেছে। তবে বাইরের দুষ্কৃতী থাকার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। ওই এলাকায় টহলদারি আরও জোরদার করার কথাও জানান তিনি।
|
|
|
|
|
|