লাইনচ্যুত মালগাড়ি
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
একই জায়গায় পরপর দু’দিন মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল। বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনের নলহাটি স্টেশনের ঘটনা। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের আজিমগঞ্জের দিকে যাওয়া মালগাড়ির একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এর ফলে দীর্ঘক্ষণ নলহাটি-আজিমগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। আজিমগঞ্জ থেকে রামপুরহাট কাটোয়া লোকাল ট্রেনকে ঘুরপথে রামপুরহাট স্টেশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সোমবার বিকেলেও নলহাটি স্টেশনের আজিমগঞ্জ লাইনে কয়লা ভর্তি মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়েছিল। এর ফলে রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেন বাতিল করা হয়। কেন একই লাইনে পরপর দু’দিন মালগাড়ির বগি লাইনচ্যুত হল? রেল লাইন দেখভালের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়র নরেন্দ্র কুমার। তিনি বলেন, “লাইনে কোনও গন্ডগোল নেই। তবুও ঠিক কী কারণে এমন হল, আমরা খতিয়ে দেখছি।”
|
৩ দিনের ফুটবল প্রতিযোগিতায় জিতল নওপাড়া ফুটবল একাদশ। আয়োজক খয়রাশোলের বারাবন মিলন সঙ্ঘ। বীরভূম, বর্ধমান, ঝাড়খণ্ডের মোট ১৬টি দল যোগ দিয়েছিল। মঙ্গলবার ফাইনাল হয় খয়রাশোলের হরিণাজোল মুবারক সঙ্ঘ এবং নওপাড়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ও টাইব্রেকারে গোল শূন্য ছিল। টসে জয়ী হয় নওপাড়া। উদ্যোক্তা ক্লাবের সম্পাদক শেখ শাহজাহান জানান, ট্রফি ছাড়াও দুই দলকে মোটরবাইক দেওয়া হয়। |