টুকরো খবর
কারখানা বন্ধের নালিশে সভা ডিওয়াইএফের
পরপর নানা কারখানা বন্ধ হয়ে যাওয়া ও সিটু সমর্থক শ্রমিকদের কাজ থেকে সরানোর অভিযোগে দুর্গাপুরে সভা করল ডিওয়াইএফ। মঙ্গলবার স্টেশনের পাশে সেই সভায় ছিলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন, আসানসোলের সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী, ডিওয়াইএফের রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী। সভায় নিরুপমবাবু রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারের শিল্পনীতি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, দেশের বর্তমান নিয়মে পুরনো কারখানার জমি ব্যবহার সম্ভব নয়। তাই বাম আমলে জমি অধিগ্রহণ করে নতুন শিল্প গড়ায় উদ্যোগী হয়েছিলেন তাঁরা। কিন্তু তার কঠোর সমালোচনা করেছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল। নিরুপমবাবুর দাবি, “রাজ্যের বর্তমান সরকার আড়াই বছরে বন্ধ পুরনো কারখানার এক ছটাক জমিও কাজে লাগাতে পারেনি।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এ রাজ্যে বিনিয়োগ আসছে জানালেও তা ঠিক নয় বলে দাবি প্রাক্তন শিল্পমন্ত্রীর। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের প্রথম এক লক্ষ জনকে উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে নিরুপমবাবুর বক্তব্য, “প্রায় ১৭ লক্ষ জন নাম লিখিয়েছেন। বাকিরা কী দোষ করলেন? ভাতা দিতে গেলে সবাইকে দিতে হবে।” এ সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। তাঁর পাল্টা দাবি, “বামফ্রন্ট সরকারের শিল্পনীতিতে শিল্পপতিদের সুযোগ-সুবিধা দেওয়া হত। কিন্তু সাধারণ মানুষ ও শ্রমিকেরা কোনও সুবিধা পেতেন না। আমরা তার বিরোধী। তবে শিল্পপতিদের নিশ্চয়ই সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন সে ভাবেই বিনিয়োগ আসবে।”

বাস চালুর দাবিতে পথ অবরোধ
বন্ধ হয়ে যাওয়া ৬টি বাস ফের চালু করার দাবিতে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়া-রানিগঞ্জ রাস্তার মিঠাপুর মোড়ে। অবশেষে মহকুমাশাসক অমিতাভ দাস টেলিফোনে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, জামুড়িয়া থেকে রানিগঞ্জ ভায়া ইকরা বালানপুর রুটে ৬টি বাস চলত। তিন বছর হল কোনও বাসই আর চলে না। তাঁদের দাবি, বহু বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও লাভ হয়নি। রাস্তা অবরোধের ফলে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। তৃণমূল প্রভাবিত আসানসোল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজু অহলুওয়ালিয়া দাবি করেছেন, বাম জমানায় জেলা পরিবহণ দফতর আসানসোল মহকুমার বিভিন্ন গ্রামীণ রুট থেকে ৪০টি বাস তুলে জি টি রোডে স্থানান্তর করেছেন। ফলে অসুবিধায় পড়েছেন গ্রামবাসীরা। তাঁর আরও দাবি, এর ফলে সব থেকে বেশি ভুগতে হয় বরাকর চুরুলিয়া, আসানসোল থেকে গৌরান্ডি, রুনাকুরা ঘাট, আমুলিয়া রুটের বাসিন্দারা। এ দিন রাজুবাবু মহকুমা পরিবহণ দফতরে লিখিত আবেদনে জানিয়েছেন, অবিলম্বে সমস্যা না মিটলে এলাকাবাসীদের আন্দোলনে তাঁরা নেতৃত্ব দিতে বাধ্য হবেন। মহকুমাশাসক অমিতাভবাবু জানান, বিক্ষোভকারীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। তিনি এলাকাবাসীকে ঘটনাটি বিশদে জানিয়ে লিখিত ভাবে তাঁর কাছে জমা দেওয়ার জন্য বলেছেন। তিনি বলেন, “এর পরে জেলাশাসককে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করব।”

ত্রিপল বিলিতে পক্ষপাতের নালিশ
বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিলিতে স্বজনপোষণের অভিযোগ এনে মঙ্গলবার মানকর পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। তাঁদের আরও দাবি, চালু করতে হবে একশো দিনের কাজ। পরে গলসি ১ যুগ্ম বিডিও গিয়ে আলোচনা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানকরের তৃণমূল নেতা সীতারাম গোস্বামী অভিযোগ করেন, ব্লক কার্যালয় থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য ১৫০টি ত্রিপল এসেছিল। কিন্তু সিপিএম পরিচালিত পঞ্চায়েত নিজেদের সমর্থকদেরই ত্রিপল বিলি করেন। প্রধান কোনও মন্তব্য করেননি।

খুনিদের ধরার দাবি

নিজের ঘরে গভীর রাতে খুন হওয়া শিক্ষক সমীর দাসের খুনিদের গ্রেফতারের দাবিতে বর্ধমানের কাঁকসা থানার গোপালপুর গ্রামে মিছিল বের হয় মঙ্গলবার। বাসিন্দাদের দাবি, অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ২১ অক্টোবর সকালে গোপালপুরের উত্তরপাড়ায় নিজের বাড়িতে গলার নলি কাটা অবস্থায় সমীর দাসের দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এই নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। এ দিনের মিছিল তারই ফল। পুলিশ অবশ্য দ্রুত কিনারা করার আশ্বাস দিয়েছে।

দীপালির জয়

অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আয়োজিত হল কালনা মহকুমা লিগের খেলা।
নবশক্তি সঙ্ঘকে - গোলে হারিয়ে কালনা মহকুমা ক্রীড়া লিগে জয়ী হল দীপালি সঙ্ঘ। মঙ্গলবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের এই খেলায় প্রথমার্ধে দু’গোলে এগিয়ে যায় দীপালি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি করে গোল করে তারা।

স্বজনপোষণের নালিশ
বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিলিতে স্বজনপোষণের অভিযোগ এনে মঙ্গলবার মানকর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। তাঁদের আরও দাবি, চালু করতে হবে একশো দিনের কাজ। পরে গলসি ১ ব্লকের যুগ্ম বিডিও ঘটনাস্থলে গিয়ে আলোচনা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানকরের তৃণমূল নেতা সীতারাম গোস্বামী অভিযোগ করেন, বিডিও কার্যালয় থেকে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য ১৫০টি ত্রিপল এসেছিল। কিন্তু সিপিএম পরিচালিত পঞ্চায়েত বেছে বেছে নিজেদের দলীয় সমর্থকদেরই ত্রিপল বিলি করেন। মানকর পঞ্চায়েতের প্রধান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

জুয়ার ঠেকে ধৃত ৬
জুয়ার ঠেকে হানা দিয়ে সোমবার ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে টাকাও। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর আদালত হাজির করানো হলে তাঁদের জামিন মঞ্জুর হয়। ধৃতদের অন্যতম শঙ্কর ধীবর অন্ডাল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রঞ্জিত ধীবরের বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার উখড়া বাঁকোলা রোডে একটি ক্লাবে জুয়ার আসর বসেছিল। তবে রঞ্জিতবাবু এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

খুনিদের ধরার দাবি
নিজের ঘরে গভীর রাতে খুন হওয়া শিক্ষক সমীর দাসের খুনিদের গ্রেফতারের দাবিতে গোপালপুর গ্রামে মিছিল বের হয় মঙ্গলবার। বাসিন্দাদের দাবি, অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ২১ অক্টোবর সকালে কাঁকসা থানার গোপালপুরের উত্তরপাড়ায় নিজের বাড়িতে গলার নলি কাটা অবস্থায় সমীর দাসের দেহ উদ্ধার হয়। দ্রুত ঘটনার কিনারা করার আশ্বাস দিয়েছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.