টুকরো খবর |
শিবিরে হামলা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সিপিএমের শিক্ষণ শিবিরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দুপুরে সবংয়ের দশগ্রামে ওই শিবিরে মধ্যাহ্নভোজ সারছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তখনই তৃণমূল পার্টি অফিসে হামলা চালায়। ভাঙচুর, বোমাবাজি চলে। সিপিএম কর্মীদের মারধর করা হয়। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হরেকৃষ্ণ সামন্তকেও নিগ্রহের অভিযোগ ওঠে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অমূল্য মাইতি অবশ্য বলেন, “মারধর করা হয়নি। গল্প বানাচ্ছে সিপিএম।”
|
শহরে পর্যবেক্ষক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুরভোটের সব দিক খতিয়ে দেখতে মেদিনীপুরে এলেন নির্বাচনী পর্যবেক্ষক বিদ্যুত্ ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় সার্কিট হাউসে তিনি বৈঠক করেন। ছিলেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। কতগুলো বুথ রয়েছে, কতজন মনোনয় দিয়েছেন, সবই জানানো হয়েছে পর্যবেক্ষককে। আজ, মঙ্গলবার কয়েকটি এলাকা পরিদর্শন করতে পারেন বিদ্যুত্বাবু।
|
ত্রাণ মেলেনি, বিডিওকে নালিশ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ত্রাণ না পেয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে বিডিওর কাছে নালিশ করলেন গ্রামবাসী। সোমবার ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি পঞ্চায়েত এলাকায়। প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দলও। দলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী শিটের অভিযোগ, এটি দলের একাংশের চক্রান্ত। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও অসীমকুমার নিয়োগী। |
|