বিজেপির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তিদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ায় পনিহাটি ওয়ার্কশপ এলাকায়। হাসপাতালে শুয়ে জামুড়িয়া ব্লক বিজেপির কনভেনার সন্তোষ সিংহ জানান, পটনায় নরেন্দ্র মোদির সভার আগে বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করার প্রস্তুতি হিসেবে বিকেল ৪টে থেকে কর্মিসভা করছিলেন তাঁরা। তাঁর অভিযোগ, তৃণমূল নেতা প্রভাত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূল সমর্থক তাঁদের উপর হামলা চালায়। মারধর করা হয় সন্তোষবাবু এবং বিজেপি কর্মী অরুণ বাউড়িকে। দলীয় সমর্থকেরা এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের দু’জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। জামুড়িয়া থানায় সন্তোষবাবুরা লিখিত অভিযাগ দায়ের করেছেন। প্রভাতবাবুরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। প্রভাতবাবুর পাল্টা দাবি, ইসিএল কর্মী কৃষ্ণ বাউড়ির নামে অনুমোদিত হওয়া একটি কোয়ার্টারের দরজায় ঝাণ্ডা লাগিয়ে দখলের চেষ্টা করছিলেন সন্তোষবাবুর নেতৃত্ব বিজেপির কর্মীরা। কৃষ্ণবাবুর প্রতিবেশীরা তাঁদের সরিয়ে দিয়ে কৃষ্ণবাবুকে কোয়ার্টারে ঢুকতে সাহায্য করেন। মারধরের ঘটনা ঘটেনি।
|
বোমা ফেটে জখম ব্যক্তির মৃত্যু হল রবিবার গভীর রাতে। শেখ মনিবুল (৩৪) নামে ওই ব্যক্তি রবিবার বিকেলে ফরিদপুর (লাউদোহা) থানার আরতি গ্রামের একটি বাড়িতে বোমা ফেটে জখম হয়েছিলেন। ওই ঘটনায় জখম হন আরও তিন জন। তাঁদের প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আরতি গ্রামের ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় হঠাৎ বোমা ফেটে যায়। জখম হন চার জন। শেখ আজিমুদ্দিন, শেখ আজু, অরিন্দম ঘোষ ও শেখ মনিবুল নামে ওই চার ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বারুদ, সুতলি, পেরেকের টুকরো-সহ বোমা তৈরির নানা সামগ্রী পাওয়া গিয়েছে। ওই বাড়িতে বোমা যে বাঁধা হচ্ছিল সে ব্যাপারে পুলিশ নিশ্চিত। তবে সেই বোমা কী কাজে ব্যবহার করার কথা ছিল বা ঘটনার সঙ্গে আর কে জড়িত তা জখম তিনজন সুস্থ হয়ে উঠলে জিজ্ঞাসাবাদ করে জানবে পুলিশ।
|
ছট পুজোর জন্য নদীর ঘাট পরিষ্কার করার সময় পা পিছলে দামোদরে তলিয়ে গেল বছর আঠারোর এক যুবক। ঘটনাটি ঘটেছে দামোদরের পুরষা ঘাটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সুকান্তপল্লির বাসিন্দা গোপাল যাদব ছট পুজোর জন্য নদীর ঘাট পরিস্কার করতে যায়। হঠাৎই সে পা হড়কে নদীতে তলিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা যায়নি তাঁকে।
|
লরির ধাক্কায় মৃত্যু হল চন্দনা দেওয়াসি (৩৫) নামে এক মহিলার। তাঁর বাড়ি আউশগ্রামের রামচন্দ্রপুরে। জখম হয়েছেন তাঁর স্বামী। তাঁকে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর মোড়ের কাছে ঘটনাটি ঘটে।
|