পাহাড়ে ‘শান্তি’ ফেরানোর নাম করে মুখ্যমন্ত্রী ‘বিভাজনের’ রাজনীতি করছেন বলে শনিবার অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। শনিবার কালিয়াগঞ্জের সাহেবঘাটায় দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাহুলবাবু বলেন, “মুখ্যমন্ত্রী আসলে পাহাড়ে সুকৌশলে বিভাজন তৈরি করতে চলেছে। এর কারণে পাহাড়ে ফের গোলমালের আশঙ্কা রয়েছে। আর পাহাড়ে শান্তিও ফেরেনি।” সিপিএম এবং তৃণমূলকে একই মুদ্রার দু’পিঠ বলে কটাক্ষ করেন রাহুলবাবু! তিনি বলেন, “ক্ষমতা ধরে রাখতে সিপিএমের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে তৃণমূল সরকার চালাচ্ছে। তৃণমূল সরকারের সৌজন্যে মাত্র আড়াই বছরেই এ রাজ্য নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষস্থান করে নিয়েছে।” এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “প্রতি নির্বাচনের আগে রাহুলবাবু অপপ্রচার ও মিথ্যাকথা বলে প্রচার করেন।”
|
কৌশলটা নতুন নয়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের বেড়া টপকে জাল টাকা ভর্তি থলে এ পারে ছুঁড়ে দেওয়া। সে ভাবেই শুক্রবার গভীর রাতে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার শোভাপুর সীমান্ত চৌকির কাছে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জাল নোট ছুঁড়ে দিয়েছিল জাল নোটের কারবারিরা। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আগাম খবর থাকায় শনিবার ভোর পৌনে ছ’টা নাগাদ জাল নোট ভর্তি প্লাস্টিকের থলেটি জওয়ানেরা উদ্ধার করেছেন। এর মধ্যে হাজার টাকার জাল নোট ছিল পাঁচশোটি আর পাঁচশো টাকার জাল নোট ছিল বারোশোটি। কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।
|
এক বাসকর্মীর উপর হামলার ঘটনায় তিন দিন ধরে আলিপুরদুয়ার-জয়গাঁ রুটের বাস বন্ধ করে রেখেছেন কর্মীরা। গত ২৩ অক্টোবর কালচিনি থানা এলাকা এক বাসকর্মীর উপর ছোট গাড়ির কর্মীরা হামলা করে বলে অভিযোগ। তার পর থেকেই ওই বাস বন্ধ করে রাখেন ওই রুটের বাস কর্মীরা। বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রশাসনের কাছে বাস চলাচল স্বাভাবিক করার আর্জিও জানানো হয়েছে। আলিপুরদুয়ারের মহকুমাশাসক নিখিল নির্মল বলেন, “সমস্যার কথা শুনেছি। সংগঠনগুলির সঙ্গে কথা বলব।” ওই রুটের ৪০টি গাড়ি চলছে না বলে বাস মালিকদের সংগঠন সূত্রে খবর।
|
রানিরহাট গ্রাম পঞ্চায়েতে উপ-সমিতি গঠনের জন্য ফের নির্বাচনের দাবিতে পথ অবরোধ করলেন বাম সমর্থকরা। শনিবার সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাখানেক চ্যাংরাবান্ধার চৌরঙ্গী, জামালদহ-সহ ছয় জায়গায় অবরোধ করে ফরওয়ার্ড ব্লক ও সিপিএম। শুক্রবার ওই পঞ্চায়েতের উপ-সমিতি নির্বাচনে তৃণমূলের সঙ্গে বামেদের সংঘর্ষে অন্তত ২৭ জন জখম হন বলে জানা যায়। বামেদের অভিযোগ, পরিকল্পনা করে তৃণমূল হামলা চালায়। তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।
|
গঙ্গাপুজো করে শনিবার গদাধর নদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণ কাজ শুরু হল কোচবিহারের নাটাবাড়িতে। নাটাবাড়ির দাসপাড়া এলাকায় এদিন আনুষ্ঠানিকভাবে ওই বাঁধের কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। ওই বরাদ্দে ৬০০ মিটার বাঁধ তৈরির পরিকল্পনা হয়েছে। কাজ হলে ফি বছর নাটাবাড়ির বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কাও কমবে বলে সেচ দফতর দাবি করেছে।
|
গাড়ি চুরি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইসলামপুরের মাটিকুন্ডা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ সফিকুল।
|
বকেয়া মজুরির দাবিতে প্রায় এক ঘণ্টা পথ অবোরধ করল মধু চা বাগানের শ্রমিকরা। এদিন, শনিবার সকালে গত মাসের মজুরি দেওয়ার কথা থাকলেও, কর্তৃপক্ষ মজুরি দেননি বলে শ্রমিকদের অভিযোগ। |