ডেঙ্গিতে চিকিৎসকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ডেঙ্গিতে মৃত্যু হল জলপাইগুড়ির এক চিকিৎসকের। শনিবার সকালে শহরের শান্তিপাড়ার বাসিন্দা দন্ত চিকিৎসক শান্তনু সরকারের (৩৬) মৃত্যু হয়। তিনি শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে, ওই চিকিৎসকের রক্তের এনএসওয়ান পরীক্ষায় ডেঙ্গির জীবাণু মিলেছে। পুজোর পরে শান্তনুবাবু পরিবারের সঙ্গে পুরীতে ঘুরতে যান। সেখানেই তিনি জ্বরে আক্রান্ত হন। পুরীর একটি নার্সিংহোমে তিনি ভর্তি হলেও সেখানে ডেঙ্গির পরীক্ষা হয়নি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। জ্বর না কমায় তাঁকে গত শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ার নার্সিংহোমে ভর্তি করানো হয়। নার্সিংহোম সূত্রে অবশ্য চিকিৎসকের মৃত্যু কারণ ‘মাল্টিপল অর্গান ফেলিওর’ বলে উল্লেখ করা হয়েছে।
|
খাবারে অসুস্থ
সংবাদ সংস্থা • বেজিং |
স্কুলের ক্যান্টিনে দুপুরের টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২৫০ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মঙ্গোলিয়ার একটি স্কুলে। |