মোদীর সভার আগে পটনায় বিস্ফোরণে হত ৫ |
নরেন্দ্র মোদীর ‘হুঙ্কার র্যালি’র ঠিক আগেই পর পর আটটি বিস্ফোরণে কেঁপে উঠল পটনা। রবিবারের এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের, আহত ৮৩, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে।
পটনার গাঁধী ময়দানের কাছে একটি সিনেমা হলে নরেন্দ্র মোদীর সভাস্থল থেকে মাত্র একশো মিটার দূরে আজ ১২.১০ নাগাদ কম তীব্রতার দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এর পর পাঁচ মিনিট অন্তর আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। আজ দুপুর ১টা নাগাদ মোদীর সভা শুরুর আগে মঞ্চের আশেপাশে এই ধারাবাহিক বিস্ফোরণে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও বিস্ফোরণের ভয়াবহতার মধ্যেই গাঁধী ময়দানের সভামঞ্চে বিজেপি-র শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে পৌঁছে নির্বিঘ্নে বক্তৃতা করেন নরেন্দ্র মোদী। |
বিস্ফোরণস্থলে বম্ব স্কোয়াডের সদস্যদের অনুসন্ধান। ছবি: পিটিআই। |
এর আগে, আজ সকাল ৯.৩০ নাগাদ পটনায় একটি রেলস্টেশনের সুলভ শৌচাগারে সর্বপ্রথম একটি দেশি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে পটনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
পটনার এসএসপি জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল।
ঘটনাস্থলে যাচ্ছে সাত সদস্যের এনআইএ দল ও এনএসজি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে,
পটনার ১০ নম্বর প্ল্যাটফর্মের শৌচাগারে রাখা তিনটি বোমার মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটে। অন্য দু’টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়। শৌচাগারটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়।
বিহার সরকারের কাছে ইতিমধ্যেই পুরো বিষয়টির সবিস্তার রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা ঘটনার পিছনে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার কথা এখনই নাকচ করছে না মন্ত্রক।
বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত তদন্তের সাহায্যে অপরাধীদের কঠোর শাস্তি সুনিশ্চিত করতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। |
মুসলিমদের দিকে হাত বাড়িয়ে নীতীশকে আক্রমণ মোদীর |
নিজেদের মধ্যে দ্বন্দ্ব কাটিয়ে হিন্দু-মুসলিমকে একজোট হয়ে দারিদ্র দূরীকরণের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন নরেন্দ্র মোদী। দেশের আর্থিক দূর্দশা কাটাতে স্বকীয় ভঙ্গিতে তাঁর উত্তর, ‘অর্থনৈতিক উন্নয়ন’ই এর সমাধান।
|
—নিজস্ব চিত্র। |
নীতীশ কুমারের বিহারে এসে গাঁধী ময়দানের সভামঞ্চ থেকে সরাসরি তাঁকেই আক্রমণ করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এমনকি, এ বছরের শুরুতে বিজেপি-সঙ্গ ত্যাগের পুরো দায়ভার চাপালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপরেই। ‘হুঙ্কার র্যালি’র মঞ্চ থেকে তাঁর হুঙ্কার, এটি নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের ‘বিশ্বাসঘাতকতা’। বিহারের নিজস্ব মৈথিলী ও ভোজপুরী ভাষা মিশিয়ে বক্তৃতা শুরু করে সভাও মাতালেন মোদী। যদিও সভার আগে পটনায় ধারাবাহিক বিস্ফোরণের উল্লেখ সম্পূর্ণ এড়িয়ে গেলেন তিনি।
|
এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট জেরার মুখে কুণাল ঘোষ |
দিল্লিতে পর পর কেন্দ্রীয় সরকারের কোম্পানি বিষয়ক দফতরের পর এ বার এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট জেরার মুখে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ। আগামী ২৯ অক্টোবর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির
|
—নিজস্ব চিত্র। |
দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। কুণালবাবুও নিজে সে কথা স্বীকার করে জানান, ইডির তরফে লিখিতভাবে জানানো হয়েছে, তিনি অথবা তাঁর কোনও প্রতিনিধিকে হাজির হতে। যদিও কুণালবাবু নিজেই ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বলে জানান।
ইতিমধ্যেই সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেছেন ইডির আধিকারিকেরা। বর্তমানে তাঁদের হেফাজতেই রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সূত্রের খবর, সুদীপ্তকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন তদন্তকারীরা। এর পরেই কুণালবাবুকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হল। ইডির তলবকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
|
দু’মাসের ব্যবধানে তিন বার বাঁধ ভাঙল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। আজ, রবিবার সকাল সাড়ে ছ’টায় সময় পাঁশকুড়ার ১৪ নম্বর ওয়ার্ডের রানিহাটিতে তৃতীয় বার বাঁধ ভাঙে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী, সেনা। তবে, দুপুর গড়ালেও শুরু হয়নি বাঁধ সংস্কারের কাজ। সব মিলিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ এলাকাবাসী।
অপর দিকে, বেহালার ১০৯, ১২৯ ও ১২৮-এর অনেকাংশে ও যাদবপুর কয়েকটি ওয়ার্ড ছাড়া কলকাতার অধিকাংশ জায়গায় জমে থাকা জল আজ নেমে গেছে বলে জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও আজ বিকেলের পর থেকে অবস্থার উন্নতি হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ ছাড়া, অতিবৃষ্টির দাপটে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রাণ হারিয়েছেন যথাক্রমে ৩২ ও ১৯ জন। ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, ওড়িশার গঞ্জম জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ।
|
দার্জিলিঙে বিমল গুরুঙ্গের সভা |
দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে আজ, রবিবার গোর্খা জনমুক্তি মোর্চার সভা করলেন। সভায় বিমল গুরুঙ্গ মোর্চার ভবিষ্যত কর্মপন্থা ব্যাখ্যা করেন বলে মোর্চা সূত্রে খবর। মমতা পাহাড় ছাড়ার পরই ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানালেন বিমল গুরুঙ্গ। যদিও এই দাবিকে বেশি গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
আজ ব্যক্তিগত সফরে দাজির্লিং যাচ্ছেন রাজ্যপাল। আজ বিমানে শিলিগুড়িতে পৌঁছে দার্জিলিং যাবেন তিনি। |