|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
পরীক্ষার সময় বন্ধুরা আমার থেকে প্রায় উত্তর জিজ্ঞেস করে। আমি সব উত্তর না বললে আমার সঙ্গে আড়ি করে দেয় এবং খেলা নেয় না। আমি পরীক্ষায় ভাল ফল করতে চাই এবং তাদের সঙ্গে বন্ধুত্বও বজায় রাখতে চাই। সম্ভব কি?
রোহণ পাল। সপ্তম শ্রেণি, সংস্কৃত কলেজিয়েট স্কুল
রোহণ, তোমার সমস্যার খুব সন্তোষজনক সমাধান আছে বলে আমার মনে হয় না। একটা সমাধান হল, তোমার যে কোনও একটা দিক বেছে নেওয়া, অর্থাৎ উত্তর বলবে না এবং তার ফলে বন্ধুরা আড়ি করে দেবে, অথবা উত্তর বলবে, আর তার যা ফল হয় ভোগ করবে। তবে পরীক্ষার হলে তোমার কাউকে উত্তর বলার কথা নয়। আর একটা কাজ করে দেখতে পারো পরীক্ষার আগে পড়া তৈরির সময়ই তোমার বন্ধুদের সঙ্গে চুক্তি করো যে, তুমি পড়া তৈরি করতে ওদের সাহায্য করবে, কিন্তু পরীক্ষার হলে উত্তর বলবে না। দেখো, তারা রাজি হয় কি না।
|
|
আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কথা বললে ওর অন্যান্য বান্ধবীরা রেগে যায়। আর ওই বান্ধবী ছাড়া আমার অন্য কোনও বান্ধবীও নেই। সুতরাং, আমার কথা বলার মতো কোনও বন্ধু নেই। কী করব?
জয়শ্রী সেনগুপ্ত। নবম শ্রেণি, নবদ্বীপ বালিকা বিদ্যালয়
|
|
জয়শ্রী, তোমার বেস্ট ফ্রেন্ডের বান্ধবীরা তুমি ওর সঙ্গে কথা বললে রেগে যায়। তোমার বেস্ট ফ্রেন্ড রেগে যায় কি? ও কি তোমার সঙ্গে কথা বলতে চায়, না কি চায় না। যদি ও কথা বলতে চায়, তা হলে ওর অন্যান্য বান্ধবীরা রাগলেই বা কী? আর ও যদি তোমার সঙ্গে কথা বলতে না চায়, তা হলে কি ও তোমার বেস্ট ফ্রেন্ড হল? তা ছাড়া এমন হবে কেন যে তোমার এক জন মাত্র বন্ধু আছে? আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব করো। দেখবে অনেক ভাল লাগবে।
|
আমার স্কুলের বন্ধুদের আর্থিক অবস্থা আমার তুলনায় অনেক উন্নত এবং তারা অনেক দামি দামি জিনিস এনে আমায় দেখায়। আমার খুব খারাপ লাগে। তা হলে কি আমি ওদের সঙ্গে গল্প করব না?
সৌমি সাহা। নবম শ্রেণি, বি জি এইচ এস স্কুল |
|
|
সৌমি, মানুষের মূল্য তার কাছে কত দামি বস্তু আছে, তার উপরে নির্ভর করে না। সুতরাং তার জন্য তোমার নিজেকে হীন মনে করে, মন খারাপ করার কোনও কারণ নেই। হ্যাঁ, তোমার মনেও ওই সব জিনিস পাওয়ার ইচ্ছে হতে পারে। সেটার জন্য তোমায় নিজেকে বোঝাতে হবে যে তোমার বাবা তাঁর সাধ্য মতো তোমার চাহিদা মেটাচ্ছেন। তুমি ভাল করে পড়াশোনা করে ভবিষ্যতে উপার্জন করে, নিজের অন্যান্য চাহিদা মেটাবে। মনে রেখো, দামি বস্তুর সম্ভার দিয়ে মানুষের মূল্য বিচার করা যায় না। সুতরাং নিজেকে ছোট মনে কোরো না। বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে, কিন্তু মন খারাপ না করে। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|