তথ্যচিত্র আর হালকা ব্যাট
নিজস্ব প্রতিবেদন |
সচিনময় |
|
|
আবেগে ভাসছে দেশ। তাঁর ১৯৯তম টেস্টে ইডেন
ঢেকে যাবে এই সচিন-মুখোশে। ছবি: উৎপল সরকার। |
রঞ্জি খেলতে লাহলির মাঠে পা ক্রিকেট
দেবতার। সঙ্গী জাহির। ছবি: পিটিআই। |
|
তাঁর বিদায়ী সিরিজ নিয়ে চলছে তথ্যচিত্র বানানোর কাজ। ক্রিকেট দুনিয়া প্রস্তুত তাঁকে বিদায় জানাতে। আর তার মাঝেই সচিন তেন্ডুলকর মগ্ন প্রস্তুতিতে। রবিবার থেকে লাহলিতে নামছেন রঞ্জি খেলতে। এও শোনা যাচ্ছে, ওয়াংখেড়েতে নিজের শেষ টেস্ট সচিন খেলতে নামবেন তুলনামূলক ভাবে কিছুটা হালকা ব্যাট নিয়ে। সচিনের ব্যাট সরবরাহকারী সংস্থার অন্যতম মালিক সোমি কোহলি এক টিভি চ্যানেলে বলেছেন, সচিনের জন্য দুটো বিশেষ ব্যাট তৈরি করা হয়েছে। এই দুটো ব্যাটের ওজন আগেরগুলোর থেকে অন্তত ৩৫-৪০ গ্রাম কম এবং লম্বায় সামান্য ছোট।
|
গেইলরা খেলবেন সল্ট লেকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতাতেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম গা ঘামানোর ম্যাচ খেলবেন ক্যারিবিয়ানরা। আবহাওয়া বিরূপ হওয়ায় কটকের বদলে তিনদিনের এই ম্যাচ সরে এল সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ দিন চেন্নাইয়ে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্তের ফলে প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে সিএবি-র এই মাঠে। সোমবারই শহরে পা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার থেকে যাদবপুরে খেলা।
|
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম কিংসের হয়ে খেলা রবি বোপারা ম্যাচ গড়াপেটার সন্দেহের তালিকায়। আইসিসির দুর্নীতি বিরোধী বিভাগ ইংল্যান্ডের ক্রিকেটারের উপর তদন্ত করছে এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার। ফেব্রুয়ারিতে বোপারার কাছে কিছু প্রয়োজনীয় নথি চায় আইসিসি। সঙ্গে সঙ্গে সেই নথি জমা দিতে পারেননি তিনি। অবস্থা এমন দাঁড়ায় যে তাঁকে সাসপেন্ড করার কথাও ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত সব নথি জমা দিয়ে কোনও রকমে সাসপেন্ড হওয়ার হাত থেকে বাঁচেন তিনি। এমনও শোনা যাচ্ছে, আইসিসির দুর্নীতিদমন শাখা আর ইসিবি কর্তারা বোপারাকে দু’ঘণ্টা জেরাও করেছে।
|
সার্বিয়ার নতুন সরকারি বিমান সংস্থা এয়ার সার্বিয়ার প্রথম যাত্রিবাহী বিমানের নামকরণ হল নোভাক জকোভিচের নামে। দেশের সবচেয়ে সফল টেনিস তারকাকে এ ভাবেই সম্মান জানাল সার্বিয়া সরকার। সামনের অংশে বড় বড় অক্ষরে জোকারের নাম লেখা বিমানটির এ দিন দুবাইয়ে প্রথম উড়ানে সরকারি ভাবে বিমান সংস্থার যাত্রা শুরু হল। ভবিষ্যতে আরও ১৪জন সার্বিয়ার জীবন্ত কিংবদন্তির নামে বিমানের নামকরণ করার কথা জানিয়েছে সংস্থাটি। সার্বিয়ান মিডিয়ায় জকোভিচ বলেছেন নতুন সংস্থাকে সাহায্য করতে পেরে তিনিও খুব খুশি।
|
বল বিকৃতির অভিযোগে জরিমানা হল ফাফ দু’প্লেসির। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে ম্যাচ রেফারি ডেভিড বুন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করেন। তবে শাস্তি দিলেও দু’প্লেসি ইচ্ছাকৃত ভাবে বল বিকৃতি করেছেন সেটা মনে হয়নি বুনের। দু’প্লেসির জরিমানায় অবশ্য তাঁর টিমের জয় আটকাল না। পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে এক ইনিংস আর ৯২ রানে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। দু’টেস্টের সিরিজ ড্র হল ১-১।
|
তাঁর নেতৃত্ব ও ভারতীয় ক্রিকেটে প্রভাব প্রবাদপ্রতিম। তাঁর অর্থাৎ প্রয়াত মনসুর আলি খান পটৌডির স্মৃতি স্মারক বক্তৃতার জন্য এ বার বেছে নেওয়া হল আর এক কিংবদন্তি প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলেকে। বোর্ডের তরফে এ দিন জানানো হয়, “ক্রিকেটার, নেতা আর প্রশাসক হিসেবে দক্ষতার জন্য পটৌডি বক্তৃতার জন্য কুম্বলেই আদর্শ।” ভারতীয় বোর্ড আয়োজিত এই স্মৃতি বক্তৃতায় তাঁর নাম বিবেচ্য হওয়ায় আপ্লুত কুম্বলেও। |