টুকরো খবর
প্রতারণা, গ্রেফতার ২
তার নাম লাকি। যার বাংলা অর্থ: শুভ। কিন্তু পুলিশের কাছে অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে তিন জনের কাছ থেকে মোট ২৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। ওই তিন জনের জীবনে অশুভ সময় এসেছিল বছর তিরিশের যুবক লাকিরই সৌজন্যে। শেষমেশ অবশ্য লাকির নিজেরও অশুভ সময় ঘনিয়ে এল শুক্রবার। ওই প্রতারণার অভিযোগে পার্ক স্ট্রিট থানার পুলিশ শুক্রবার লাকি শর্মাকে গ্রেফতার করেছে। লাকির বাড়ি নদিয়া জেলার চাকদহে। মাস দু’য়েক আগে পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বারিন্দর পাল সিংহের সঙ্গে লাকির যোগাযোগ হয়। বারিন্দর ও তাঁর দুই বন্ধুকে অস্ট্রেলিয়ায় চাকরি পাইয়ে দেওয়ার জন্য লাকি ২৭ লক্ষ টাকা নেয়। বারিন্দর পুলিশকে জানান, লাকি তাঁদের পাঠিয়ে দেয় ব্যাঙ্ককে। কাজ পছন্দ হচ্ছে না বলায় লাকি তাঁদের জানায়, অস্ট্রেলিয়ায় ভাল কাজ পেতে হলে আরও টাকা লাগবে। ওই টাকা দিতে লাকি তাঁদের কলকাতায় আসতে বলে। শুক্রবার তাঁরা কলকাতায় পৌঁছেই পার্ক স্ট্রিট থানায় লাকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এ দিকে, ভুয়ো নথি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালানো এবং একই সঙ্গে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে পুলিশ রাজারহাট এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ওয়াহেদ দুবে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

দুর্ঘটনায় মৃত্যু তিন যুবতীর
বৃষ্টির রাতে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন তিন যুবতী। আহত গাড়ির চালক-সহ আরও তিন জন। শুক্রবার রাতে ভিআইপি রোডের কৈখালি মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতদের নাম সন্ধ্যা রানী, আয়া থি, মেঘা তামাঙ্গ। সন্ধ্যা ও আয়া মণিপুরের বাসিন্দা। মেঘার বাড়ি দার্জিলিঙে। ঘটনায় আহতেরা ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি। এই পাঁচ যুবতীই ভবানীপুর এলাকায় একটি ব্যাঙ্কের প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ছিলেন। তাঁদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী রাস্তার ধারের কয়েক জন দোকানি। তাঁরা জানান, গভীর রাতে একটি বিকট আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল তাঁদের। বেরিয়ে এসে তাঁরা দেখলেন, একটি ভলভো বাসের পিছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে গিয়েছে একটি মারুতি সুইফট। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন পাঁচ যুবতী এবং এক পুরুষ। পুলিশ সূত্রের খবর, গাড়িটি কলকাতা বিমানবন্দরের দিক থেকে লেকটাউনের দিকে যাওয়ার সময় একটি ভলভো বাসের পিছনে ধাক্কা মারে।

বাগুইআটির সুনীল চাকির মৃত্যুর তদন্তে এখনও অন্ধকারে পুলিশ। ঘটনার তিন দিন পরেও গ্রেফতার হয়নি কেউ। বৃহস্পতিবার স্কুলপাড়ার বাড়ি থেকে সুনীলবাবুর (৬৩) দেহ উদ্ধার করে পুলিশ। আলমারি ও জিনিস লণ্ডভণ্ড দেখে পুলিশ জানায় ডাকাতির উদ্দেশ্যেই খুন। পরে কিছু তথ্য তদন্তে নতুন মোড় দিয়েছে বলে দাবি পুলিশের। তার অন্যতম বাড়ির দরজার চাবি। পুলিশ জেনেছে, ওই বাড়ির তিনটি চাবি ছিল। সুনীলবাবু ছাড়া একটি চাবি তাঁর স্ত্রী নূপুরদেবীর কাছে ও আর একটি থাকত আলমারিতে। ঘটনার পরে বাকি দু’টি চাবি পাওয়া গেলেও সুনীলবাবুর কাছে থাকা চাবিটি মিলছে না। পুলিশের ধারণা, আততায়ীরা সুনীলবাবুর পরিচিত। সদর দরজা দিয়েই ভিতরে ঢুকে খুন করে ভিতর থেকে তালা দিয়ে তারা পালায়। পুলিশ জানায়, গ্যারাজের ভিতর দিয়েও ওই বাড়িতে ঢোকা যায়। মনে করা হচ্ছে ওই পথেই দুষ্কৃতীরা পালায়।

থ্যাঙ্ক ইউ স্যার
বৃষ্টিতে গাড়ি বের করে মহাবিপদ। জল ঢুকে গাড়ির দফারফা। ইঞ্জিন বন্ধ। শেষে গ্যাঁটের কড়ি গচ্ছা দিয়ে জলের হাত থেকে গাড়ি উদ্ধার করতে হল। তাতে উপরি রোজগার হয়েছে কিছু বেকার ছেলের। এমনই ছবি দেখা গিয়েছে উল্টোডাঙা আন্ডারপাস থেকে বেহালার সখেরবাজারে। স্থানীয় কিছু যুবক গাড়ি ঠেলে বহু গাড়ি মালিককে ঝঞ্ঝাটের বৈতরণী পার করেছেন। তবে শুকনো জায়গায় উত্তরণের জন্য কিছু দিতে হয়েছে। কেউ ২০০, কেউ বা ১৫০ টাকা দিয়ে হাঁপ ছেড়ে বেছেছেন। স্বস্তি দু’তরফেই। টাকার নোট পকেটে ভরে উল্টোডাঙার এক যুবক আকাশের দিকে চাইলেন। বোধহয় বরুণদেবকে উদ্দেশ করেই তাঁর ধন্যবাদ, ‘থ্যাঙ্ক ইউ স্যার!’

ঝাঁকে ঝাঁক
একেবারে বিনি পয়সায় মাছ। রাজপথে দিব্যি সাঁতরে বেড়াচ্ছে তেলাপিয়া, বড় নাইলনটিকা, রুইয়ের ছোট পোনা, কাতলার বাচ্চা-সহ কত রকমের চুনোপুঁটি। ব্যস, পাড়ার ছেলেদের আর পায় কে! বাড়ির ছেঁড়া মশারি, পড়ে থাকা জাল, কেউ বা আবার দল বেঁধে রীতিমতো মাছ ধরার সরঞ্জাম নিয়েও বেরিয়ে পড়েছিল এ দিন কলকাতার বহু রাস্তায়। বৃষ্টির জলের তোড়ে যে ভেসে গিয়েছে শহরের বহু পুকুর, ছোট খাল, বিল। আর মাছেরাও মহানন্দে কলকাতা ঘুরতে বেরিয়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতার বহু জায়গায় এ দিন সকাল থেকে দাপিয়ে বেড়ালেন মৎস্য শিকারিরা। যা পাওয়া গিয়েছে, সবাই মিলে ভাগ-বাঁটোয়ারা করে দিল খুশ।

কম্যান্ডো-অবতার
সাবধান! বন্দুক রেডি তো? মধ্য কলকাতায় জলে থমকে যাওয়া গাড়ির ভিতর থেকে ভেসে এল আর্তস্বর। কী ব্যাপার! খোঁজ নিয়ে দেখা গেল, একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে ভরার জন্য ওই গাড়িতে করে যাচ্ছে কয়েক লক্ষ টাকা! কে জানত, এমন বিপদ ঘটবে। টাকার দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের তখন দিশেহারা দশা। এই বেগতিকে কোনও লুঠেরা যাতে গাড়িতে হামলা চালাতে না-পারে তাই বন্দুক হাতে এমন কড়া পাহারার নির্দেশ। রক্ষীরাও তটস্থ হয়ে একেবারে কম্যান্ডোর ভঙ্গিতে কোমরজলে নেমে পড়লেন।

কে বলে তুমি নেই
সাত-সকালে রেডিওয় কাকুতি-মিনতি ‘বর্ষা তুমি ঝ’রো না কো অঝোরধারে’! বৃষ্টি মাথায় অফিস বেরিয়ে দেখা গেল নদীর নাম ‘রেড রোড’ বা ‘সেন্ট্রাল অ্যাভিনিউ’। কাজের সময়ে গাড়ি বিকল হওয়ার আশঙ্কা সত্ত্বেও স্মার্টফোনে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিলেন এক মহিলা। সঙ্গে জুতসই ক্যাপশন, ‘এ নদী এমন নদী/ জল চাও একটু যদি...!’ কলকাতার বর্ষার অকালবোধনের মেজাজটা সদ্যপ্রয়াত মান্না দে-ই বেঁধে দিলেন।

গুদামে আগুন
জলমগ্ন শহরে আগুন লাগল একটি কাপড়ের গুদামে। শনিবার, বড়বাজার থানা সংলগ্ন মল্লিক স্ট্রিটে। পুলিশ জানায়, আগুন লাগার ঘণ্টা খানেক পরে দমকলের দু’টি ইঞ্জিন আসে। তার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশি তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।

খিচুড়িরূপেণ
কোথাও হাঁটুসমান, কোথাও বা কোমরজল। বাড়ি থেকে বেরোতে পারেননি অনেকেই। আমহার্স্ট স্ট্রিট পাড়ার জলবন্দি বাসিন্দাদের তাই শনিবার দুপুরে গরম গরম খিচুড়ি খাওয়ালেন একটি রাজনৈতিক দলের ছাত্র-যুবরা। স্থানীয় থানার ব্যবস্থাপনায় সিটি কলেজেই প্রকাণ্ড হাঁড়ি চাপল। খিচুড়ি নামলেই কোমর বেঁধে তা পাড়া-পড়শির মধ্যে বিতরণ করবেন ছাত্ররা। অসময়ের বৃষ্টিতে যাদের মুখ ভার হয়েছিল, এমন খিচুড়ির ফিস্টিতে তাঁরা গলে জল।

গাড়ি পাচারকারী ধৃত
গাড়ি পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে গাড়ি-সহ গ্রেফতার করা হল তিন জনকে। শুক্রবার, ঝাড়খণ্ডের জামুয়া থেকে। ধৃতেরা দীনেশ দাস, অশোক দাস ও রাজকুমার পাসোয়ান। পুলিশ জানায়, সম্প্রতি সদানন্দ রোডের এক হোটেলের সামনে থেকে একটি গাড়ি চুরি যায়। সন্দেহ, সেটি বেচতে তারা ঝাড়খণ্ডে যায়।

মাদক-সহ ধৃত
নিষিদ্ধ মাদক-সহ এক বিদেশি নাগরিককে কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতের ঘটনা। শুল্ক দফতর জানায়, ধৃতের নাম ওয়েস্ট ভারনেউলেন। তিনি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। বাজেয়াপ্ত মাদকের বাজারদর প্রায় ২ কোটি ৬৪ লক্ষ টাকা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.