প্রাকৃতিক গ্যাস সরবরাহে টার্মিনাল |
তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য নতুন টার্মিনাল তৈরি করতে চলেছে গেইল ও পারাদীপ পোর্ট ট্রাস্ট। এ জন্য শনিবারই চুক্তি সই করেছে তারা। এই টার্মিনাল তৈরিতে খরচ প্রায় ৩,১০৮ কোটি টাকা। এর মধ্যে গেইল লগ্নি করবে ২,৪৫৮ কোটি। বাকি ৬৫০ কোটি পোর্টের। প্রথম পর্যায়ে ২০১৭-র মধ্যেই টার্মিনাল কাজ করা শুরু করবে বলে আশাবাদী দুই পক্ষই। গেইলের জগদীশপুর-হলদিয়া ও সুরাত-পারাদীপ পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানো হবে।
|
সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা টাকা না ফেরানোর অভিযোগে এমপিএস গ্রিনারি ডেভেলপার্সের ৫০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে সেবি। এ জন্য সংস্থার অ্যাকাউন্ট থাকা আটটি ব্যাঙ্ককে নোটিসও পাঠিয়েছে বাজার নিয়ন্ত্রক। সেখানে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে না। তবে টাকা জমা করা যাবে। নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
|
ওড়িশার পারাদীপের কাছে বিশেষ আর্থিক অঞ্চল (সেজ) গড়তে পস্কোকে দেওয়া অনুমোদনের মেয়াদ বাড়াতে অনুরোধ করল দক্ষিণ কোরীয় সংস্থাটি। বৃহস্পতিবারই ওই মেয়াদ ফুরিয়েছে। যা ২০১৪-এর অক্টোবর পর্যন্ত বাড়াতে অনুরোধ করেছে তারা।
|
ধনতেরাস উপলক্ষে বিশেষ প্রকল্প চালু করল অদ্রিজা গোল্ড কর্পোরেশন। সংস্থা জানিয়েছে, ভিআইপি রোড ও হাওড়ার অবনী মলের বিপণিতে গয়নার মজুরিতে ২৫% ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, হিরের গয়না এবং দামি পাথরের উপর মিলবে ১০% ছাড়। রয়েছে নিশ্চিত উপহারও। ১ নভেম্বর পর্যন্ত এই সুবিধা মিলবে।
|
দুর্গাদাস গোস্বামী পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের নয়া চেয়ারম্যান হলেন। শুক্রবার তিনি দায়িত্ব নিয়েছেন। |