বধূহত্যায় ধৃত স্বামী ও ভাসুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বধূহত্যার অভিযোগে স্বামী ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এনটিপিএস থানার ভ্যামবে কলোনিতে। মৃতার নাম রূপা শর্মা (২২)। পুলিশ জানিয়েছে ধৃতেরা হল রূপাদেবীর স্বামী রাজীব শর্মা ও ভাসুর সঞ্জিত শর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ মার্চ দুর্গাপুরের ভ্যামবে কলোনির বাসিন্দা এক চিকিত্সকের গাড়িচালক রাজীববাবুর সঙ্গে বিয়ে হয় বীরভূমের দুবরাজপুর থানার নওয়াডাঙাল গ্রামের বাসিন্দা রূপাদেবীর। তাঁর বাবা লালু হাজরা পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে অতিরিক্ত পণের দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন স্বামী ও শ্বশুরবাড়ির অন্যারা। বৃহস্পতিবার তাঁকে জানানো হয়, রূপা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। তাঁর অভিযোগ, স্বামী, ভাসুর, বৌদি এবং শাশুড়ি মিলে তাঁর মেয়েকে খুন করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।
|
স্কুলের অনুমোদন নিয়ে চাপানউতোর
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রানিগঞ্জে তৈরি হোক হিন্দি বালিকা বিদ্যালয়। তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে দাবি করেন, হিন্দি বালিকা বিদ্যালয়ের জন্য মার্চ মাসে রাজ্য শিক্ষা দফতরের থেকে অনুমোদন মিলেছে। কিন্তু এ ব্যাপারে উদ্যোগী হয়নি রানিগঞ্জ পুরসভা। তাঁর দাবি, আসানসোল মহকুমা হিন্দি সোসাইটি উদ্যোগী হয়ে রাজ্য সরকারের থেকে অনুমোদন করিয়ে নিয়ে এসেছে। শুক্রবার রানিগঞ্জের সিপিএম পুরপ্রধান অনুপ মিত্র পাল্টা দাবি করেন, এখনও কোনও অনুমোদনপত্র হাতে পাননি তাঁরা। সম্মেলনে ছিলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী।
|
বৃষ্টি ধোয়া পথে। অন্ডাল-উখড়া রাস্তায় দক্ষিণখণ্ড স্কুলের
কাছে
শুক্রবার বিকেলে ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।
|
গুলি করে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গুলি করে টাকা ছিনিয়ে পালানোর অভিযোগ উঠল কুলটিতে। আসানসোলের ব্যবসায়ী দীনেশ তোদি পুলিশের কাছে অভিযোগ করেন, শুক্রবার রাত ৯টা নাগাদ তাঁর কর্মী কুণাল শর্মা পুরুলিয়ার রঘুনাথপুর থেকে টাকা তুলে মোটরবাইকে চড়ে ফিরছিলেন। কুলটির শীতলপুরের কাছে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে ও কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই ব্যক্তির পেটে গুলি লেগেছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
দু’টি ডাম্পারের মুখোমুখি ধাক্কায় জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার ভোর ৪টে নাগাদ জামুড়িয়া-হরিপুর রাস্তায় শিমুলতলা মোড়ে ঘটনাটি ঘটেছে। জখম হয়েছেন দু’টি ডাম্পারের মধ্যে একটি ডাম্পারের চালক। তাঁকে জামুড়িয়ার বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। |