টাটকা খবর
শান্তির পথে পাহাড়, মমতার সামনে প্রতিশ্রুতি মোর্চার
অবশেষে সন্ধি প্রস্তাব। স্বস্তি ফিরছে পাহাড়ে। পাহাড়ে শান্তি ফেরাতে আর বনধ-আন্দোলনের রাস্তায় হাঁটবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই প্রতিশ্রুতি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা।
শুক্রবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলস-এ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেন জিটিএ-র প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন রোশন গিরি, কার্শিয়াংয়ের বিধায়ক রোহিত শর্মা, দার্জিলিংয়ের বিধায়ক ত্রিলোক কুমার দেওয়ান এবং কালিম্পংয়ের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী-সহ মোর্চার ছয় নেতা। অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বৈঠকে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নভেম্বরে বিধানসভা খুললে প্রথমে রাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জিটিএ প্রতিনিধিরা। এর পর রাজ্য সরকারের মধ্যস্থতায় কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন তাঁরা। তবে কেন্দ্রের থেকে রাজ্যের সঙ্গে বৈঠককেই বেশি গুরুত্ব দিয়েছেন মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রী। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন ‘‘বনধ করলে উন্নয়ন ব্যাহত হয়, ক্ষতি হয় রাজস্বের।’’ হালকা সুরে মমতা বলেন ‘‘যত খুশি ঝগড়া করুন, কিন্তু উন্নয়ন যেন ব্যাহত না হয়। আমরা চাই পাহাড়ে আরও বেশি পর্যটক আসুক।’’ যদিও আগামী ২৭ অক্টোবর মোর্চার পূর্ব নির্ধারিত জনসভা হচ্ছে।
জঙ্গি আন্দোলন শুরু করে দেড় মাস পাহাড় অচল করলেও অবশেষে রাজ্যের চাপের মুখে নতিস্বীকার করতে বাধ্য হল মোর্চা। নরমে-গরমে আন্দোলন সামাল দিয়ে পাহাড়ে রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বই ফের কায়েম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসবের সময় শিশুর ধড়-মুণ্ড আলাদা, বিক্ষোভ হাসপাতালে
প্রসব করানোর সময় ধড় থেকে আলাদা হয়ে গিয়েছে শিশুর মুণ্ড।
শুক্রবার উলুবেড়িয়া হাসপাতালের লেবার-রুমে এই দৃশ্য দেখে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন প্রসূতির পরিবারের লোকজন। থানাতেও অভিযোগ করেন তাঁরা। যদিও চিকিৎসকদের একাংশ জানিয়েছেন, প্রসবের সময় কোনও ভাবে মায়ের দেহের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে শিশুর মৃত্যু হলে যন্ত্র দিয়ে শিশুর মাথা কেটে বার করা হয়। এটি স্বীকৃত পদ্ধতি।
উলুবেড়িয়ার বীরশিবপুরের দত্তপাড়ার বাসিন্দা সোমা মাজি নামের ওই প্রসূতিকে সকাল সাড়ে ৫টা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমাদেবীর মা বন্দনাদেবীর কথায়, “মেয়েকে লেবার-রুমে নিয়ে যাওয়ার পরে নার্সরা এসে জানান ও মৃত সন্তান প্রসব করেছে। লেবার-রুমে গিয়ে দেখি, বাচ্চার মাথা টেবিলে রাখা।”
হাসপাতালের সুপার সুদীপ্ত কাঁড়ারের কথায়, “ঠিক কী হয়েছিল তা জানতে তদন্ত কমিটি গড়ার সুপারিশ করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি লেখা হয়েছে। শিশুটির দেহের ময়না-তদন্ত করানো হবে।” জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন, ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়া হয়েছে। পুরো বিষয়টি ঠিকঠাক তত্ত্বাবধান করতে না পারার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক এবং কতর্ব্যরত নার্সকে শো-কজ করা হয়েছে।

ঢাক বাজিয়ে মণ্ডপে যৌন নির্যাতন করে খুন তরুণীকে
নবমীর সকালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি পুজো মণ্ডপের ভিতরে মিলেছিল বছর ছাব্বিশের মানসিক ভারসাম্যহীন এক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রথম থেকেই সন্দেহ ছিল পুলিশের। নিহতের জেঠু গঙ্গারামপুর থানায় গণধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেন। আততায়ীরা ধুনুচি আর সরা দিয়ে তরুণীর মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছিল। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রথমে মণ্ডপের ঢাকি এবং নৈশপ্রহরীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুরের কালদিঘি এলাকা থেকে পুজো কমিটির দুই সদস্যকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম টিঙ্কু ওরফে দেবাশিস সিংহ এবং পলাশ চক্রবর্তী। তারা এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত।
দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃত নৈশপ্রহরী ভবতোষ গায়েনও অন্যতম অভিযুক্ত। শেষ পর্যন্ত তিনি এবং ঢাকি অনুকূল নট্ট জেরায় ভেঙে পড়ে ঘটনায় জড়িত ওই দুই মূল অভিযুক্তের নাম জানায়। কী ভাবে মহিলার উপর অত্যাচার করে তাঁকে খুন করা হয়, অভিযুক্তদের সেই জবানবন্দি ভিডিও রেকর্ড করা হয়েছে। সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে।” তবে অভিযুক্তরা তৃণমূলের সদস্য হওয়ায় খানিকটা অস্বস্তিতে দল। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, “ধৃত দুই যুবকের পরিবার আমাদের দলের সমর্থক। কিন্তু ওদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। এলাকায় সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে ওই দু’জন জড়িত। পুলিশ ভাল কাজ করেছে।” কালদিঘির ওই পুজো কমিটির সম্পাদক তথা এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সন্তোষ দাস বলেন, “ধৃতদের পিছনে দাঁড়ানোর কোনও প্রশ্ন নেই। আমরা প্রথম থেকেই দোষীদের শাস্তি চেয়েছি।”
ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট উমা বন্দ্যোপাধ্যায় সিংহরায়চৌধুরী অভিযুক্ত টিঙ্কু ও পলাশকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃত ঢাকি ও নৈশপ্রহরীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কুণালকে ফের জেরা
সারদা সংস্থার ব্যাপারে তাঁর চেয়েও বেশি জানেন যাঁরা, তাঁদের জেরা করা হচ্ছে না। অথচ বার বার তাঁকে ডেকেই জেরা করছে রাজ্য পুলিশ। শুক্রবার বিধাননগর কমিশনারেটের সামনে এ ভাবেই ফের ক্ষোভ উগরে দিলেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ।
এ দিন দুপুর ২টো থেকে প্রায় তিন ঘণ্টা ধরে কুণালবাবুকে জিজ্ঞাসাবাদ করেন সারদা কাণ্ডের তদন্তকারীরা। এ দিন নিয়ে মোট ন’বার তাঁকে জেরা করলেন রাজ্য পুলিশের তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, এ দিন সুদীপ্ত সেন এবং দেবাশিস কর্মকার-সহ আরও কয়েক জন সারদা কর্তার বিরুদ্ধে সাড়ে সাত লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ দায়ের করেছেন মুচিপাড়ার বাসিন্দা মিঠু দেব।

কয়লা কেলেঙ্কারি: প্রধানমন্ত্রীকে চিঠি অ্যাসোচেমের
কয়লা কেলেঙ্কারিতে দেশের বড় শিল্পপতিদের নাম জড়ানোয় প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি দিল অ্যাসোচেম। চিঠিতে অ্যসোচেম জানিয়েছে, শুধুমাত্র কিছু তথ্য ও অনুমানের ভিত্তিতে শিল্পপতিদের বিরুদ্ধে মামলা দায়ের করছে সিবিআই। উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া কোনও শিল্পপতির নাম জড়ানো উচিত্ নয়। এর ফলে একটা মিথ্যা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হচ্ছে। আর এটা চলতে থাকলে দেশের আর্থিক অগ্রগতি বাধার মুখে পড়বে। কুপ্রভাব পড়বে লগ্নির ক্ষেত্রেও। দেশের এই আর্থিক মন্দার মধ্যে সিবিআই-এর ‘অর্ধসত্য’ তথ্য শিল্পপতিদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে, যা মোটেই কাম্য নয়। অ্যাসোচেমের সেক্রেটারি জেনারেল ডি এস রাওয়াত জানিয়েছেন, শিল্পের একটা সুন্দর পরিবেশ গড়ে তোলাই সরকারের প্রধান কাজ। গোটা বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছে অ্যাসোচেম।
কয়লা ব্লক বন্টনে অস্বচ্ছতার অভিযোগে এ মাসের মাঝামাঝি শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। ‘অনুমান নির্ভর’ এই তদন্তের কড়া ভাষায় বিরোধিতা করেছেন রাওয়াত।

গেঁওখালিতে দুর্ঘটনায় নৌসেনার যুদ্ধজাহাজ
পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে পরীক্ষামূলক ভাবে চালানোর প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস কামোরতা। গার্ডেনরিচ শিপবিল্ডার্সে নির্মিত ওই জাহাজটি ইঞ্জিন ও হুইলের গোলযোগে নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার গেঁওখালির কাছে পলিতে আটকে পড়ায় এই বিপত্তি ঘটে। হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে উপকূলরক্ষী বাহিনী।

গলসিতে বাইক দুর্ঘটনা, মৃত ৩
বর্ধমানের গলসিতে বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গলসি থানার গলিগ্রামের কাছে জাতীয় সড়কের উপর। পুলিশ সূত্রে খবর, উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জন আরোহীর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাকি দু’জন আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। পুলিশ সূত্রে খবর, মৃতদের সকলেরই বাড়ি বর্ধমানের পুরসা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম শীলু বাউড়ি (৪১), পার্থ পণ্ডিত (২৩) ও সামশের আলি(২১)। ঘাতক গাড়িটি ধরতে পারেনি পুলিশ।

দুর্গাপুরে প্রসাদ খেয়ে অসুস্থ ৩৫
দুর্গাপুরের একটি মন্দিরে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩৫ জন। পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের ধান্দাবাগের কাছে একটি মন্দিরে বৃহস্পতিবার রাতে হরিনাম সংকীর্তনের আসর বসেছিল। প্রসাদের ভাত, ডাল, তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৩৫ জন। অসুস্থদের মধ্যে একটি ন’বছরের শিশুও আছে বলে জানিয়েছে পুলিশ। অসুস্থদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। খাবারে বিষক্রিয়া হয়েছিল কি না খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.