ইডি-র হেফাজতে সারদা-কর্তা |
এত দিন কখনও রাজ্য পুলিশের হেফাজতে, কখনও বা জেল হেফাজতে দিন কাটছিল সারদা-কর্তা সুদীপ্ত সেনের। এই প্রথম তাঁকে ন’দিনের জন্য হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। বুধবার ব্যাঙ্কশাল আদালত এই নির্দেশ দিয়েছে। এর আগে সারদা-কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সারদা-কাণ্ডে সুদীপ্ত সেনদের বিরুদ্ধে আর্থিক তছরুপ আইনে অভিযোগ এনেছে ইডি। |
নবান্ন-য় পানীয় জল নিয়ে ক্ষোভ |
নবান্ন-য় জলের পাউচ সংগ্রহ করছেন কর্মীরা। ছবি: সুমন বল্লভ। |
রাজ্য প্রশাসন মহাকরণ থেকে নবান্ন-য় স্থানান্তরিত হওয়ার পরে বেশ কিছু দিন পেরিয়ে গেলেও নবান্ন-র নড়বড়ে পরিকাঠামোর জন্য প্রতি দিন নানা সমস্যায় জেরবার হচ্ছেন কর্মচারীরা। লিফট থেকে শুরু করে জল সরবরাহ— সব বিষয় নিয়েই উঠছে নানা অভিযোগ। যেমন, পানীয় জলের সমস্যা মেটাতে বুধবার পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দফতর মারফত কর্মীদের যে জল সরবরাহ করা হয় তাতে প্যাকেজিংয়ের তারিখের কোনও উল্লেখ ছিল না। অথচ প্যাকেটের গায়ে লেখা ছিল, সেটি প্যাক করার ১০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে। উপায় না থাকায় সেই জলই কর্মচারীরা পান করতে বাধ্য হন বলে অভিযোগ। এ নিয়ে এ দিন সকাল থেকে বিভিন্ন মহলে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
|
শিষ্যের মেয়েকে ধর্ষণের নালিশ, ধৃত ধর্মগুরু |
তিনি জেলে। ইনিও শ্রীঘরে! তিনি যোধপুরের। ইনি বর্ধমানের। তিনি আসারাম। ইনি করুণাময়। প্রথম জনের ঘাড়ে ঝুলছে যৌন নির্যাতনের অভিযোগ। দ্বিতীয় জন সরাসরি অভিযুক্ত ধর্ষণে।
বর্ধমানের মাধবডিহি থানার কেওটা গ্রামের ‘বাবা’ করুণাময় মুখোপাধ্যায় অবশ্য ধারে-ভারে আসারামের সঙ্গে কোনও ভাবেই তুলনীয় নন। কিন্তু, অভিযোগে ভারে ছাপিয়ে গিয়েছেন আসারামকে। নিজেরই শিষ্যের নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনি আপাতত ফাটকে। বুধবার তাঁকে ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন চন্দননগর আদালতের বিচারক। এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষ বলেন, “নিগৃহীতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ধর্মগুরুকে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।” চন্দননগর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
গোটা ঘটনায় স্তম্ভিত মেয়েটির পরিবার। বাবা বলেন, “প্রায় তেরো বছর আগে ওঁর কাছে দীক্ষা নিয়েছিলাম। একরত্তি মেয়েটাকে তো উনি জন্মাতে দেখেছেন! তার পরেও এই কাণ্ড! বাড়িতে দেখছি লোকটার ছবি আর টাঙিয়ে রাখা যাবে না।”
|
পাক-সেনার গুলিতে হত ১ জওয়ান, আহত ৭ |
আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানি সেনার হানাদারি অব্যাহত। গত কাল রাত থেকে জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রায় ৫০টি জায়গা লক্ষ্য করে ক্রমাগত গুলিবর্ষণ করেছে পাক সেনা। বিশেষত, আরএস পুরা এবং পারগাওয়াল অঞ্চল এই হামলার প্রধান লক্ষ্য ছিল বলে সেনা সূত্রে খবর। তার সঙ্গে মর্টার ও রকেট লঞ্চারের সাহায্যে ভারতীয় সেনা ছাউনি ও নিকটবর্তী গ্রামগুলিতে হামলা চালায় তারা। হামলায় মুকেশলাল মিনা নামে এক ভারতীয় জওয়ানের মৃত্য হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ওয়াকিবহাল মহল মনে করছে, কোনও প্ররোচনা ছাড়া ক্রমাগত পাকিস্তানি সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার জন্য দু’দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) স্তরের আলোচনার সম্ভাবনা জোর ধাক্কা খাবে।
|
চ্যাম্পিয়ন্স লিগ: চেলসির জয়, ড্র বার্সার |
দ্বিতীয় গোলের পর তোরেসকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা। ছবি: রয়টার্স। |
গত কাল চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের খেলায় চেলসি ৩-০ ব্যবধানে শালকে-র বিরুদ্ধে জয় পেল। জয়ের মূল কারিগর ছিলেন স্পেনীয় তারকা ফুটবলার ফার্নান্দো তোরেস। নিজের ১০০তম ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন তিনি। তৃতীয় গোলটি করেন ইডেন হ্যাজার্ড। এই জয়ের সঙ্গে চেলসি গ্রুপ লিগে গোল পার্থক্যে শীর্ষ স্থানে রয়েছে। অন্য দিকে, মেসির করা একমাত্র গোলে এ সি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করল বার্সা। খেলা শুরুর নয় মিনিটের মাথায় ব্রাজিলীয় খেলোয়াড় রবিনহোর করা গোলে এগিয়ে যায় মিলান। ২৩ মিনিটে একক দক্ষতায় মিলানের জালে বল জড়ান ‘এলএম টেন’। দ্বিতীয়ার্ধের খেলায় আর কোনও গোল হয়নি। ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা। একই গ্রুপের অন্য ম্যাচে আয়াখস্-কে ২-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সেলটিক। পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিলান। |