|
|
|
|
টুকরো খবর |
বিদায়ী পুরপ্রধানের বিরুদ্ধে কে, জল্পনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দোরগোড়ায় পুরভোট। শাসক-বিরোধীর প্রার্থী তালিকা ঘোষণাও হয়ে গিয়েছে। সেই মতো মেদিনীপুরে নজরকাড়া লড়াই হতে চলেছে ৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ড থেকে বিদায়ী পুরপ্রধান জেতেন প্রণব বসু। প্রণববাবু এ বারও তৃণমূলের প্রার্থী। রবিবারই তাঁর নাম ঘোষণা করেছে দল। এখন সকলের নজর রয়েছে এই ওয়ার্ডে বামপ্রার্থী কে হবেন, সেই দিকে। গতবার এখানে সিপিএম প্রার্থী দিয়েছিল। প্রার্থী হয়েছিলেন দলের শহর জোনাল সম্পাদক কীর্তি দে বক্সী। প্রণববাবুর কাছে তিনি হেরে যান। এ বার এখানে সিপিআই প্রার্থী দেবে। দলীয় সূত্রে খবর, প্রার্থী হতে পারেন সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণার স্ত্রী ভারতীদেবী। তিনি দলের মহিলা সংগঠন ‘পশ্চিমবঙ্গ মহিলা সমিতি’র জেলা সম্পাদিকা। আজ, মঙ্গলবার তাঁর নাম ঘোষণা হতে পারে। আগে মেদিনীপুরে ২৪টি ওয়ার্ড ছিল। এলাকা পুনর্বিন্যাসের ফলে এ বার ওয়ার্ড সংখ্যা হয়েছে ২৫। পুজোর আগেই বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হয়। তবে, তা পূর্ণাঙ্গ ছিল না। ১৮টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বাকি, ৭টি ওয়ার্ডে প্রার্থীর নাম আজ, মঙ্গলবার ঘোষণা করা হবে। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে দ্বন্দ্বের আবহেই ফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছিল। তালিকা প্রকাশের সময় সিপিআই-আরএসপির নেতৃত্ব থাকলেও ফব-র নেতারা ছিলেন না। ফ্রন্ট সূত্রে খবর, এ বার ফব’র জন্য ২টি ওয়ার্ড ছাড়তে সম্মত হয়েছে সিপিএম। যদিও ফব’র দাবি ৪টি ওয়ার্ড। এই পরিস্থিতিতে ফ্রন্টের সার্বিক ঐক্য হয় কি না, সেটাই দেখার।
|
বেকারি হকারদের ধর্মঘট রেলশহরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বেকারি হকারদের ধর্মঘটে রেলশহরে এখন পাউরুটি-বিস্কুট-কেকের আকাল। খড়্গপুরের প্রায় তিনশো হকার টানা এক সপ্তাহ কাজ করছেন না। তাঁদের অভিযোগ, ময়দার দাম না বাড়লেও পাউরুটির দাম বাড়ানো হয়েছে। বিস্কুট ও কেকের দামও বেড়েছে। ফলে, হকারদের আর আগের মতো লাভ হচ্ছে না। জানা গিয়েছে, আগে একটি ১ পাউন্ড স্লাইস পাউরুটি একজন হকার কিনতেন ১১ টাকা ৮১পয়সায়। দোকানি সেটা কিনতেন ১৬ টাকায়। আর ক্রেতা কিনতেন ১৮ টাকায়। যদিও বাজারে বিক্রির দাম ছিল ১৪ টাকা। হকাররা কিছুটা বাড়িয়েই তা বিক্রি করতেন। এখন ঠিক হয়েছে, বর্ধিত দামে ক্রেতাকে ওই পাউরুটি কিনতে হবে ১৮ টাকায়। আর হকাররা তা পাবেন ১৪ টাকা ৬৪ পয়সায়। লাভ কম থাকায় দোকানিরাও বর্ধিত দাম দিতে নারাজ। ইন্দার দোকানি শেখ রফিক বলেন, “এই দাম খরিদ্দার দিতে চাইছে না। কারণ কলকাতার পাউরুটির কম দাম। তবে কলকাতার পাউরুটির জোগান কম। এ দিকে হকাররা কাজ বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি।” খড়্গপুর বেকারি হকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ভুট্টু খানের অভিযোগ, “আমাদের সঙ্গে আলোচনা না করেই দাম বাড়ানো হয়েছে। আমরা যে হারে লাভ করতাম তা রাখলে পাউরুটির দাম দেড় টাকা বেড়ে যাবে। আবার বিস্কুট, কেকের দাম কোথাও না বাড়লেও আমাদের এখানে বেড়েছে। ফলে আমাদের ব্যবসা করা মুশকিল।” প্রতিবাদে প্রায় তিনশো হকার ধর্মঘটে সামিল হয়েছেন। যদিও খড়্গপুর বেকারি মালিক সংগঠনের সহ-সম্পাদক ফারুক হোসেন বলেন, “মূল্যবৃদ্ধির জন্য সারা রাজ্যের সঙ্গেই নিয়ম অনুযায়ী দাম বেড়েছে। আগে হকাররা অতিরিক্ত লাভ রাখত। তা এখন সম্ভব হচ্ছে না। সমস্যা হচ্ছে ঠিকই। তবে আমরা আপাতত দাম কমাব না।”
|
প্রতীকী বাস ধর্মঘটের ডাক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চৌরঙ্গি-চিচিড়া রুটে প্রতীকী বাস ধর্মঘটের ডাক দিলেন বাস ব্যবসায়ীরা। কাল, বুধবার এই ধর্মঘট হবে। ধর্মঘটের সমর্থনে পোস্টার সাঁটানো শুরু হয়েছে। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি সোমবার বলেন, “খড়্গপুর থেকে চিচিড়া পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। দ্রুত সংস্কার করা জরুরি। আমাদের এই আন্দোলন প্রতীকি। এরপরও রাস্তা সংস্কারে পদক্ষেপ করা না হলে ফের আন্দোলন হবে।” সোমবারই এই রাস্তা সংস্কার নিয়ে জাতীয় সড়ক বিভাগের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুশান্ত চক্রবর্তী, জাতীয় সড়ক বিভাগের প্রোজেক্ট ডিরেক্টর তপন বৈদ্য। সেখানে রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে জাতীয় সড়ক বিভাগ।
|
মারামারিতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তিন আদিবাসী যুবকের মারামারিতে মারা গেলেন একজন। বাকি দু’জনকে গ্রেফতার করা হল। রবিবার রাতে ঘটনাটি ঘটে পিংলায়। পাইকচক গ্রাম থেকে পুলিশ ধরে দেবেন সিংহ ও জগমোহন বিরুয়াকে। তাঁদের বিরুদ্ধে সাধু চাটারকে (৩৫) খুনের অভিযোগ রয়েছে। শনিবার রাতে ওই তিন যুবকের বচসা বাধে। গোলমাল গড়ায় মারামারিতে। সাধুকে বাকি দু’জন বেধড়ক পেটালে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে পিংলা থানায় খুনের অভিযোগ দায়ের করেন নিহতের দিদি রেবতী বাল্মীক। রাতে পুলিশ দু’জনকে ধরে। |
|
|
|
|
|