টুকরো খবর
মেলেনি তরল নাইট্রোজেন, ক্ষুব্ধ প্রাণিবন্ধুরা
পুজোর ছুটিতে তরল নাইট্রোজেন মেলেনি, এই অভিযোগ তুলে মন্তেশ্বর প্রাণীসম্পদ উন্নয়ন দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন প্রাণিবন্ধুরা। সোমবার কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। মন্তেশ্বর ব্লকে ১৩টি পঞ্চায়েত এলাকার হাঁস, মুরগি, ছাগল ও গৃহপালিত পশুদের টীকাকরণ-সহ তাদের স্বাস্থ্যের দেখভাল করেন প্রাণিবন্ধুরা। তাঁদের দাবি, সরকারি ভাবে যে প্রজনন কিট দেওয়া হয় তা ঠিক রাখার জন্য তরল নাইট্রোজেনের প্রয়োজন। সপ্তাহে এক দিন প্রাণীসম্পদ উন্নয়ন আধিকারিকের দফতর থেকে এই নাইট্রোজেন দেওয়া হয়। এ দিন দফতর খোলার আগেই প্রাণিবন্ধুরা এসে জড়ো হন। তাঁদের অভিযোগ, পুজোর ছুটি চলাকালীন এক দিন কার্যালয় থেকে তরল নাইট্রোজেন দেওয়ার সরকারি নির্দেশ ছিল। কিন্তু তা বিলি করা হয়নি। ফলে অনেক প্রজনন কিট নষ্ট হয়ে গিয়েছে। দফতরে তালাও ঝোলান তাঁরা। পরে বিডিও ও পঞ্চায়েতের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাণিবন্ধুদের অভিযোগ অস্বীকার করেছেন মন্তেশ্বরের প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক অসীম বসু। তিনি বলেন, “কার্যালয়ে লোক কম। তার মধ্যেও পুজোর ছুটিতে একটা দিন তরল নাইট্রোজেন বিলি করার জন্য ধার্য করা হয়েছিল। কিন্তু ওরা নেয়নি।”

কুমীরের কামড়ে জখম মৎস্যজীবী
নদীতে মাছ ধরার সময়ে কুমিরের কামড়ে জখম হলেন এক মহিলা মৎস্যজীবী। সোমবার সকালে পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের ক্ষেত্রমোহনপুর গ্রামের ওয়াল ক্লিক নদীতে এই ঘটনা ঘটে। জখম সুনীতি গিরি নামে ওই মৎস্যজীবী মহিলাকে পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

হাতির হানায় ক্ষতি
হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল ডুয়ার্সের একটি প্রাথমিক স্কুল। গত রবিবার রাত ১০টা নাগাদ মেটেলি ব্লকের আইভিল চা বাগানের প্রাথমিক স্কুলে একটি বুনো দাঁতাল হামলা চালায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন। বুনো দাঁতালের হামলায় রান্নাঘরের কংক্রিটের তিনটি দেওয়াল ভেঙে গিয়েছে। তবে স্কুলের মূল বাড়ির কোনও ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।

উদ্ধার অজগর
বাড়ির বাগানে মিলল ১৫ ফুটের অজগর সাপ। কামরূপ জেলার রঙিয়ায়। তিতকুড়ি গ্রামে একটি বাড়ির গাছে ওই সাপটি দেখা যায়।

অসুস্থ হস্তিশাবক
ছবি: দেবরাজ ঘোষ।
সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রাম যাওয়ার পথে ছ’মাসের অসুস্থ শাবকটিকে ফেলে রেখে গিয়েছিল হাতির দল। সোমবার ভোরে অসুস্থ সেই হস্তিশাবককে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলে কলাইকুণ্ডা রেঞ্জের জঙ্গল লাগোয়া কাশিডাঙা গ্রামের ধানখেত থেকে উদ্ধার করলেন বনকর্মীরা। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় তার চিকিৎসা চলছে। ঝাড়গ্রামের ডিএফও আশিসকুমার সামন্ত বলেন, “অসুস্থ থাকায় হাতির দল ওই মেয়ে শাবকটিকে ছেড়ে চলে যায়। হাতিটি ডি-হাইড্রেশনের সমস্যায় ভুগছে। অবস্থা আশঙ্কাজনক।” হাতিটির চিকিৎসায় তিন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। বোর্ডের সদস্য অরুণাংশু প্রতিহার বলেন, “প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া চলছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.