সিআইএসএফ ক্যাম্পে খুন ইন্সপেক্টর, গ্রেফতার অভিযুক্ত |
গার্ডেনরিচের সিআইএসএফ ক্যাম্পে খুন হলেন গুরুপদ সীট নামে এক ইন্সপেক্টর। পশ্চিম বন্দর থানা এলাকায় ওই ক্যাম্পে গত রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে। গত কাল সন্ধেয় নিয়মমাফিক ‘রোল কলে’র সময় মোবাইলে কথা বলার জন্য ক্যাম্পের জওয়ান নীলকান্ত বেহরাকে তীব্র ভাষায় তিরস্কার করেন ইন্সপেক্টর গুরুপদবাবু। এর পর রাতে ওই ইন্সপেক্টরকে ঘুমন্ত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি করেন বলে স্বীকার করেছেন নীলকান্ত বেহরা। তাঁর আরও দাবি, প্রতিহিংসাবশতই খুন করেছেন তিনি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় গুরুপদবাবুর। নিহত গুরুপদবাবুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। এর পর সহকর্মীদের কাছে আত্মসমর্পণ করেন ওই জওয়ান। ভোর রাতে তাঁকে গ্রেফতার করেছে পশ্চিম বন্দর থানার পুলিশ। অভিযুক্তকে আজ আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। |
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার প্রতিষেধক |
২০১৪-র মধ্যে বাজারে মিলবে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার প্রতিষেধক, এমনটাই দাবি করলেন এ শহরে আসা ব্রিটিশ চিকিত্সাবিজ্ঞানী ডেভিড ওয়ারেন। শনি ও রবিবার কলকাতায় চিকিত্সাবিজ্ঞানের এক আলোচনা সভায় এসে এই আশার কথা শুনিয়াছেন তিনি। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি এই প্রতিষেধক বাজারে এলে তা হবে বিশ্বের প্রথম লাইসেন্সধারী ম্যালেরিয়া প্রতিষেধক। যদিও ডেভিড জানিয়েছেন, প্রাথমিক ভাবে সারারণ মানুষের নাগালের বাইরে থাকবে এই প্রতিষেধকের দাম। তা সত্ত্বেও বলা বাহুল্য, এর ফলে উপকৃত হবেন এই রোগে আক্রান্ত অধিকাংশ মানুষ।
|
বনগাঁয় উদ্ধার মহিলার মৃতদেহ |
আজ সকাল সাড়ে আটটা নাগাদ বনগাঁ কোর্ট চত্বরে একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার করা হয় এক মহিলার বিবস্ত্র দেহ। তিন তলা বাড়িটির দ্বিতীয় তল থেকে উদ্ধার করা দেহটির গলায় তার পেঁচানো ছিল। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়। মৃতদেহটি বনগাঁ মহকুমা হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। |