তৃণমূলের অঞ্চল কমিটির এক সদস্যের বাড়ি থেকে নয় বালতি বোমা উদ্ধার করল পুলিশ। শুক্রবার রাতে ভরতপুরের তালগ্রাম গ্রামপঞ্চায়েতের দেচাপরার ওই ঘটনার পর আব্দুল কালাম আজাদ নামে ওই নেতা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার ওই গ্রামে একটি জলাশয়কে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে স্থানীয় এক যুবকের সঙ্গে মারপিট করেন ওই নেতা। অভিযোগ, আব্দুল কালাম আজাদ ওই এলাকায় বোমাও ছোঁড়েন। সেই ঘটনায় এক মহিলা জখম হন। মালেখা বিবি নামে ওই মহিলা কান্দি মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। আব্দুল ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেলেও তাঁর ভাই সদাই সেখকে মারধর করে গ্রামবাসীদের একাংশ। সদাইকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালো ভর্তি করানো হয়েছে। এরপরে রাতে পুলিশ ঘটনাস্থলে গেলে আব্দুলের বাড়ি থেকে নয়টি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা পাওয়া যায়। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “কী উদ্দেশে ওই ব্যক্তি বাড়িতে বোমা রেখেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াডের লোকজনকে খবর দেওয়া হয়েছে।” তৃণমূলের ভরতপুর ব্লক সভাপতি সৈয়দ রফিকুল হাসান বলেন, “আব্দুল কালাম আজাদ আমাদের দলের সদস্য। কংগ্রেসের লোকজন বাড়িতে বোমা রেখে দিয়ে আব্দুলকে ফাঁসাতে চাইছে।” কংগ্রেসের কান্দি মহকুমার সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। বোমা, গুলি নিয়ে নোংরা রাজনীতি তৃণমূলই করে থাকে।”
|
লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক পুলিশকর্মীর। মৃতের নাম আনন্দ বিশ্বাস (৫৬)। বাড়ি হাঁসখালির শিবচদ্রপুরে। তিনি হাঁসখালি থানায় হোমগার্ড পদে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে বগুলা কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি লরি এসে ধাক্কা মারে তাঁকে। চালক সহ লরিটিকে আটক করেছে পুলিশ।কৃষ্ণনগর: লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক পুলিশকর্মীর। মৃতের নাম আনন্দ বিশ্বাস (৫৬)। বাড়ি হাঁসখালির শিবচদ্রপুরে। তিনি হাঁসখালি থানায় হোমগার্ড পদে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে বগুলা কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি লরি এসে ধাক্কা মারে তাঁকে। চালক সহ লরিটিকে আটক করেছে পুলিশ।
|
শুক্রবার কৃষ্ণনগরের চ্যালেঞ্জমোড়ে পুলিশকর্মীকে সাইকেল চোর সন্দেহে মারধরের ঘটনায় রাতেই পুলিশ এক জনকে ধরেছে। ধৃত প্রদীপ কর্মকার কৃষ্ণনগরের বাসিন্দা। |