|
|
|
|
টুকরো খবর |
অস্ত্র-সহ গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বেআইনি অস্ত্র রাখার অভিযোগে হাতেনাতে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাহেবরাম মুর্মু। বাড়ি পশ্চিম মেদিনীপুরের লালগড়ের বড়বৃন্দাবনপুর গ্রামে। জঙ্গলমহলে অশান্তি পর্বে মাওবাদী ও জনসাধারণের কমিটির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সাহেবরাম। পরে জামিনে ছাড়া পান তিনি। শুক্রবার একটি ইতালিয়ান পিস্তল-সহ সাহেবরামকে ফের গ্রেফতার করে লালগড় থানার পুলিশ। শনিবার তাঁকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে সুপর্ণা রায়ের এজলাসে তোলা হলে চোদ্দো দিন জেল হেফাজতের নির্দেশ হয়। আগামী ৩১ অক্টোবর তাঁকে আদালতে হাজির করা হবে। পুলিশের দাবি, জেরায় সাহেবরাম স্বীকার করেছে, মাওবাদীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মাওবাদী নেতা বিকাশকেও তিনি চিনতেন। সাহেবরামের আইনজীবী কৌশিক সিংহের অবশ্য দাবি, “তাঁর মক্কেলকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে লালগড় থানায় আটকে রাখা হয়েছে। লালগড় থানায় মজুত অস্ত্র মক্কেলের বলে দেখানো হচ্ছে।”
|
দেওয়ালির পুতুল |
|
ছবি: কিংশুক আইচ। |
দীপাবলির আগে পশ্চিম মেদিনীপুরের মির্জাবাজারে শুরু হয়ে গিয়েছে দেওয়ালি পুতুল তৈরির কাজ। আতসবাজির মতোই এই পুতুল কচিকাচাদের অন্যতম আকর্ষণ। মাটি দিয়ে তৈরি করে পুড়িয়ে রং করা হয় এই পুতুল। দাম ১০ থেকে ১৫ টাকা। |
|
|
|
|
|