টুকরো খবর
আলিপুরদুয়ারে চেয়ারম্যান পদে লড়াই করবে বামেরা
আগামী ২২ অক্টোবর আলিপুরদুয়ার পুরসভায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় চেয়ারম্যান পদের জন্য লড়াই করবে বামেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বামফ্রন্ট বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। শহরের ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর অনিন্দ্য ভৌমিক চেয়ারম্যান পদের জন্য লড়াই করবেন বলে জানিয়ে দেন সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। পুরসভা নির্বাচনে ২০টি আসনের মধ্যে বামেরা ৮টি ও তৃণমূল এবং কংগ্রেস ৬টি করে আসন পেয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল বোর্ড গঠনের জন্য কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণবাবু জানান, পুরসভায় বামেদের ৮জন কাউন্সিলর রয়েছে। এরমধ্যে সিপিএম ৪ আরএসপি ৩ ও সিপিআইয়ের একটি আসন রয়েছে। বেশি আসন থাকায় আমাদের দলের কাউন্সিলর অনিন্দ্য ভৌমিক চেয়ারম্যান পদের জন্য লড়াই করবেন। সাধারণ মানুষ তৃণমূলকে নয় আমাদের সবচেয়ে বেশি আসনে জিতিয়েছেন। আমার বোর্ড গঠন করলে ভাইস চেয়ারম্যানের জন্য আরএসপির একজন কাউন্সিলরকে মনোনীত করব। স্থানীয় তৃণমূল নেতা জহর মজুমদার অবশ্য বলেন, “তথ্য অনুসারে পুরসভা ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তৃণমূল। তার পরে রয়েছে কংগ্রেস। বামেরা তৃতীয় স্থানে রয়েছে। বোর্ড গঠনের কথা ওঁদের মুখে শোভা পায় না। আমরা কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছি।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেন, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। বোর্ড গঠনের আগে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মারধরের অভিযোগ
তৃণমূল নেতাকে মারধরে অভিযোগ উঠল সিপিএমের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরের সংলগ্ন বীরপাড়া এলাকায়। এই নিয়ে বৃহস্পতিবার সকালে থানায় একটি অভিযোগ জমা পড়ে। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী এই দিন জানান, মারধরের অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আলিপুরদুয়ার ১ ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সম্পাদক বাবলু মিঁয়া জানিয়েছেন, গত মঙ্গলবার বিকালে ব্লক থেকে এক কর্মী আধার কার্ডের স্লিপ বিলি করতে এসেছিলেন। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ির কাছ থেকে ওই স্লিপ বিলি শুরু করছিলেন। সেখানে স্লিপ সংগ্রহ করতে গেলে প্রথমে গালিগালাজ করে পরে মারধর করা হয়। অভিযোগ মিথ্যা বলে দাবি করেন স্থানীয় সিপিএম গ্রাম পঞ্চায়েত সদস্য রহিম মিঁয়া। তিনি এই প্রসঙ্গে বলেছেন, “বাবলু মিঁয়ার বাবা ওই কর্মীকে নিয়ে আধার কার্ড বিলি করছিলেন। আমাদের সমর্থকরা তা আমাকে জানিয়ে বিলি করার কথা বলেন। এই নিয়ে দু’পক্ষে বচসা হয়। মারধরের অভিযোগ ভিত্তিহীন।”

দুর্ঘটনায় মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মারা গেলেন এক পুলিশকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে বেলাকোবা স্টেশন চত্বরে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম আভাসুদ্দিন বুলবুল (৩০)। তাঁর বাড়ি বেলাকোবারই শিকারপুর এলাকায়। কোচবিহারে কর্মরত ছিলেন তিনি। এদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার জন্য ট্রেন ধরতে গিয়েছিলেন তিনি। অসাবধানতাবশত পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

থানার ১০০ বছর
আজ, শুক্রবার কালচিনি থানার ১০০ বছর পূর্তি। এ দিন আলিপুরদুয়ার মহকুমা পুলিশের তরফে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির-সহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ১৯১৩-র ১৮ অক্টোবর কালচিনি থানা তৈরি হয়। সে সময়ে কাঠের ঘরে থানার কাজ হত। ২০০৪-এ পাকা ভবন নির্মাণ হয়। এই উপলক্ষে ২১ অক্টোবর থেকে ফুটবল ম্যাচ ও ২৫-২৬ তিরন্দাজি প্রতিযোগিতা।

রাস্তা নিয়ে ক্ষোভ
শামুকতলা থেকে চেপানি চৌপথী ৩১-সি জাতীয় সড়কের প্রায় ৬ কিমি রাস্তা বেহাল হয়ে পড়ায় বাসিন্দাদের ক্ষোভ দেখা দিয়েছে। এই রাস্তার উপর নির্ভর করেন কোহিনূর, রায়ডাক, তুরতুরিখন্ড, মহাকাল গুড়ি শামুকতলা-সহ সাতটি গ্রাম পঞ্চায়েতের ২ লক্ষেরও বেশি মানুষ। শীঘ্রই মেরামত শুরু না হলে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাসিন্দারা।

পুলিশে পথভোলা
পথ ভুলে চলে আসা কিশোরকে পরিবারের হাতে তুলে দিল পুলিশ। গত মঙ্গলবার শহরে ঘুরতে দেখে বছর ১২-র ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। নাম মনসুর আলি। বাড়ি অসমের তামারহাটে। বৃহস্পতিবার তার দাদু হাসেম মোল্লা এসে তাঁকে নিয়ে যায়। পুজো দেখতে বেরিয়ে ভুল করে সে আলিপুরদুয়ার চলে আসে।

অনুর্ধ্ব ১৪ ফুটবল
ওদলাবাড়িতে আয়োজিত অনুর্ধ্ব ১৪ একদিনের নকআউট ফুটবলে প্রতিযোগিতায় বিজয়ী হল আয়োজক দল ওদলাবাড়ির রাইজিং ফুটবল আকাদেমি। ফাইনালে ৪-০ গোলে তাঁরা শিলিগুড়ির সূর্য স্মৃতি আকাদেমিকে পরাজিত করে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.