টুকরো খবর
বাস বন্ধ
অনিয়মিত বাস চলাচল ও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ তুলে ধুবুলিয়ার শোনডাঙা এলাকার কিছু বাসিন্দা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ১৫ অক্টোবর থেকে কৃষ্ণনগর-মায়াপুর রুটের বাস চলাচল রয়েছে। ওই রুটে ২৯টি বাস চলে। কৃষ্ণনগর থেকে পর্যটকরা ওই রুটের বাস ধরেই মায়াপুরে যান। ফলে বাস বন্ধ থাকায় নিত্যযাত্রী ও পর্যটকরা আতান্তরে পড়েছেন। নদিয়া জেলার বাস মালিক সমিতির ওই রুটের সম্পাদক সুভাষচন্দ্র ঘোষ বলেন, “গত বছরই সরকার বাসের ভাড়া বাড়িয়েছে। যাত্রীদের স্বার্থে আমরা তা কার্যকর করিনি। এখন তেলের দাম মাত্রাতিরিক্ত বাড়ায় আমরা বর্ধিত ভাড়া নিচ্ছি। এতেই যাত্রীদের একাংশ ক্ষিপ্ত। মাঝেমধ্যে বাসকর্মীদের মারধরও করা হচ্ছে। নিরাপত্তার অভাবে বাস চালানোর সাহস পাচ্ছেন না কর্মীরা।” কৃষ্ণনগর সদর মহকুমা শাসক মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায় বলেন, “আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বার করে শীঘ্রই বাস চালানোর ব্যবস্থা করা হচ্ছে।”

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
মুশির্দাবাদের সুতি থানার কোন্দালিয়া গ্রামের একটি বাগান থেকে এক কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। তার শ্বাসনালী কাটা ছিল। দারিয়াপুর গ্রামের বছর ষোলোর ওই মেয়েটি সোমবার থেকে নিখোঁজ ছিল। পুলিশের কাছে লিখিত অভিযোগে মৃতার মা জানান, খলিল শেখ নামে এক আত্মীয় তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। খলিল বিবাহিত হয়েও তাঁর মেয়েকে বিয়ে করতে চাইছিল। মেয়ে তাতে রাজি না হওয়ায় গত সোমবার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করে। বৃহস্পতিবার বীরভূমের মাড়গ্রামে সাত বছরের এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বছর বারোর বালককে পুলিশ ধরেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই নাবালিকাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কংগ্রেসের বহরমপুর কর্মসূচি বহালই
রেল প্রতিমন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ‘মিথ্যা’ মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার ‘চক্রান্ত’-এর প্রতিবাদে ২৭ অক্টোবর বহরমপুর অভিযানের কর্মসূচি বহাল রাখছে প্রদেশ কংগ্রেস। তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত অধীর অন্তর্বর্তী জামিন পাওয়ায় ওই কর্মসূচি নিয়ে দোলাচল দেখা দিয়েছিল। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বৃহস্পতিবার জানান, ওই কর্মসূচি বহালই থাকছে। অধীরের সঙ্গে কথা বলেই ওই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। দলের অন্দরের খবর, দলকে আন্দোলমুখী করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাল নোট সহ ধৃত ১
জাল নোট সহ দিল্লির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃত খুরসিদ আহমেদের বাড়ি উত্তরপ্রদেশের দিলারির কাজিপুরা গ্রামে। বুধবার সন্ধ্যায় ফরাক্কা স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ৩৯৮ টি পাঁচশো টাকার ও ৩৯ টি এক হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছে। জড়িত খুরসিদের উপর দীর্ঘ দিন থেকেই নজর রাখছিল পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.