টুকরো খবর
‘শো-কজের’ মুখে আরও তিন অফিসার
নিরাপত্তার ফাঁক গলে বন্দির অপমৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের অন্দরে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। জেলের এক সূত্রে খবর, ইতিমধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগে দু’জন ওয়ার্ডারকে ‘শো-কজ’ করা হয়েছে। এঁদের নাম দেবেন্দ্র মাহাতো এবং সমীর রায়। এই দুই ওয়ার্ডারের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন এমন ঘটনা ঘটল। সেই সময়ে তাঁরা কী করছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ‘শো-কজের’ জবাব দিতে বলা হয়েছে। জবাব দেখেই ওই দুই কর্মীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে। অন্যদিকে, একই অভিযোগে আরও তিন জন অফিসার এ বার ‘শো-কজের’ মুখে পড়তে চলেছে বলে জেলের এক সূত্র জানাচ্ছে। ওই সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সংশোধনাগারে আসেন কারা দফতরের এআইজি কল্যাণ প্রামাণিক, ডিআইজি শোভন দীন। জেল সুপার খগেন্দ্রনাথ বীরের সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন। বুধবারের ঘটনা নিয়েই এঁদের মধ্যে কথা হয়। ওই সূত্রের মতে, এআইজির কাছে তিন অফিসারের কাজ নিয়ে কিছু অভিযোগ এসেছে। এই তিন অফিসার হলেন ডেপুটি জেলার সন্তোষ সরকার, সিকিউরিটি অফিসার দেবাশিস রায় এবং ডিসিপ্লিন অফিসার সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এআইজির নির্দেশে এঁদের ‘শো-কজ’ করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এঁদেরই একজন বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, “আমাদের ‘শো-কজ’ করা হবে বলে শুনেছি। এখনও চিঠি আসেনি।” পুরো বিষয়টি নিয়ে নীরব আধিকারিকরাও। এ দিন চেষ্টা করেও প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি দফতরের এআইজি, ডিআইজির। সকলেরই মোবাইল ফোন বেজে গিয়েছে। এ বার কী তিন অফিসারকেও ‘শো-কজ’ করা হবে? প্রশ্নের সদুত্তর মেলেনি জেল সুপারের কাছ থেকেও। বুধবার সাতসকালে এক বিচারাধীন বন্দির দেহ ঝুলতে দেখা যায় মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ৭ (বি) নম্বর ওয়ার্ডের মূল গেটে। মৃতের নাম রমজান গায়েন (২৫)।

বন্ধ সিপিআই কার্যালয়ে হামলা
বন্ধ সিপিআই পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। বুধবার গভীর রাতে কাঁথি-৩ ব্লকের কালীনগরে ঘটনাটি ঘটে। একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর করে ও দলীয় কার্যালয়ের জিনিসপত্র লুঠ করে বলে অভিযোগ সিপিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হংসপদ জানার। তিনি জানান, প্রায় ৪৫ জন দলীয় কর্মী-সহ তিনি নিজেও দীর্ঘ ১৮ মাস ধরে গ্রামছাড়া। তাই কালীনগরে দলের অফিস বন্ধ। এমন পরিস্থিতিতে বুধবার রাতে পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। আলমারী ভেঙে ভিতরের কাগজপত্র তছনছ করে। নগদ টাকা-সহ বেশ কিছু জিনিসপত্র লুঠ করে নিয়ে গিয়েছে তারা। অভিযোগ পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। তবে, এখনও কেউ গ্রেফতার হয়নি।

পুকুরে ডুবে মৃত্যু বালিকার
বাড়ির পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক বালিকার। বুধবার কাঁথি-৩ ব্লকের লাউদাতে ঘটনাটি ঘটে। মৃতের নাম বর্ষা প্রামাণিক (১০)। এ দিন দুপুরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। অন্য দিকে বুধবার সন্ধ্যায় খেজুরির জরারনগরে হাওড়াগামী কাণ্ডারী এক্সপ্রেসে কাটা পরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ দু’টি মৃতদেহই ময়না-তদন্তে পাঠিয়েছে।

ত্রাণের দাবিতে অবরোধ পাঁশকুড়ায়
ত্রাণের দাবিতে পাঁশকুড়ায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। বৃহস্পতিবার বিকেলে রানিহাটির কাছেই অবরোধ শুরু করেন তাঁরা। সেই সময় বাঁধ সারাইয়ের কাজ দেখতে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অজয় নন্দার আসার কথা ছিল। তাই পুলিশ লাঠি চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। অজয় নন্দা বাঁধ পরিদর্শন করে ফিরে যাওয়ার সময় ফের বিক্ষোভ দেখান গ্রামবাসী। অজয়বাবু বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন। এ দিকে, ক্রমশই জল নামছে কাঁসাইয়ের। তবে বৃহস্পতিবারও বাঁধ মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসী।

দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিষাদল থানা এলাকার বাবুরহাট গ্রামের এক নয়ানজুলিতে বছর ছাব্বিশের ওই যুবকের দেহ ভাসতে দেখে থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, মৃতদেহের গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। পুলিশের সন্দেহ, ওই যুবককে খুন করা হতে
পারে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বিজেপির প্রার্থী তালিকা রবিবার
আগামী রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। বৃহস্পতিবার মেদিনীপুরে দলের জেলা অফিসে এক বৈঠক হয়। মেদিনীপুর পুরসভা নির্বাচনে দলের রণকৌশল কী হবে, কী ভাবে প্রচার চলবে, মূলত তা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেই আগামী রবিবার প্রার্থী তালিকা প্রকাশের ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “সামনে পুরসভা নির্বাচন রয়েছে। নির্বাচনের কয়েকটি দিক নিয়ে আলোচনা হয়েছে। এটা দলীয় ব্যাপার। আরও আলোচনা হবে। আগামী রবিবার দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।” ২২ নভেম্বর মেদিনীপুরে পুরভোট হওয়ার কথা। আর আগামী সপ্তাহ থেকে মনোনয়ন-পর্ব শুরু হওয়ার কথা। ইতিমধ্যে বামফ্রন্ট অধিকাংশ প্রার্থীর নাম ঘোষণাও করেছে। অন্য দলগুলো প্রার্থীর নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। আগে শহরে ২৪টি ওয়ার্ড ছিল। পুনর্বিন্যাসের ফলে এ বার ২৫টি ওয়ার্ড হয়েছে। বিজেপির সিদ্ধান্ত ছিল, এ বার সবক’টি ওয়ার্ডেই দলের প্রার্থী থাকবে। তবে, বৃহস্পতিবারের বৈঠকের পর দলেরই এক সূত্র জানাচ্ছে, সব মিলিয়ে ২০টি ওয়ার্ডে প্রার্থী দিতে পারে বিজেপি। সব ওয়ার্ডে দলের প্রার্থী থাকছে না কেন? সদুত্তর এড়িয়ে বিজেপির জেলা সভাপতি বলেন, “কিছুই চূড়ান্ত হয়নি। আলোচনা এখনও চলছে। রবিবার প্রার্থী তালিকা প্রকাশ হবে। ওই দিনই যা জানানোর জানাব।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.