টুকরো খবর
ঝুলন্ত দেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার, নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে। মৃতের নাম অলোক পাল (৩৫)। পুলিশ জানায়, অলোকবাবু প্যান্ডেল বাঁধার কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। এর আগেও কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পিজি-তে পাঠানো হয়েছে। এ দিকে, বুধবার রাতে লেক থানা এলাকার যোধপুর গার্ডেনে এক বহুতলের ফ্ল্যাট থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম সুদীপ্তা ভৌমিক (৪৮)। পুলিশ জানায়, সুদীপ্তাদেবী তাঁর ভাইয়ের সঙ্গে থাকতেন। বুধবার রাতে কাজ থেকে ফিরে তাঁর ভাই দেখেন, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ এবং সুদীপ্তাদেবীর কোনও সাড়া মিলছে না। এর পরই তিনি লেক থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সুদীপ্তাদেবী মানসিক অবসাদে ভুগছিলেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

লোপাট দুর্গাপ্রতিমার গয়না
...বিনা আভরণে
ঠনঠনিয়া সর্বজনীনের দুর্গাপ্রতিমা। —নিজস্ব চিত্র।
মণ্ডপ থেকে লোপাট হয়ে গেল দুর্গাপ্রতিমার গয়না। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে উত্তর কলকাতার নবীন কুণ্ডু লেন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঠনঠনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যেরা জানান, বুধবার রাত আড়াইটে পর্যন্ত তাঁরা মণ্ডপে ছিলেন। বৃহস্পতিবার সকালে এসে দেখেন, প্রতিমার গলার সোনার হার আর নাকের নথ নেই। প্রতিমার হাতের সোনার জল করা রুপোর গয়না দু’টি অবশ্য ছিল। পুজো কমিটির সম্পাদক সন্দীপ দাস বলেন, “চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আমাদের পুজোর বয়স ৭৭ বছর। প্রতি বারই প্রতিমাকে ওই গয়না পরাই। গলির মধ্যে পুজো হয়। বাসিন্দারাই সব সময়ে মণ্ডপে থাকেন। তাই আলাদা করে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।” পুজো কমিটির সদস্যেরা আমহাস্টর্র্ স্ট্রিট থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করছে পুলিশ।

নিখোঁজ যুবকের বস্তা বন্দি দেহ উদ্ধার
নিখোঁজ যুবক জেতু হেলার বস্তাবন্দি দেহ উদ্ধার হল ধাপা এলাকা থেকে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তাঁর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অর্জুন সিংহ। পুলিশ জানিয়েছে, জেরার মুখে খুনের কথা স্বীকারও করেছে অর্জুন। তার কথার সূত্র ঘরেই এ দিন রাতে ধাপা থেকে বস্তাবন্দি দেহটি উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের লোকেরা দেহটি শনাক্ত করে। পুলিশ সূত্রের খবর, সপ্তমীর রাত থেকেই নিখোঁজ ছিলেন বেলেঘাটার বাসিন্দা জিতু হেলা। পর দিন এন্টালি থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন জিতুর পরিবার। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সপ্তমীর দিন রাতে একটি ক্লাবঘরের মধ্যে অর্জুন সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় নিজেদের মধ্যে বচসা শুরু হয়। পুলিশের দাবি, জেরায় অর্জুন জানিয়েছে, সেই সময় জিতু তাকে মারধর করে। মদের বোতল দিয়ে মাথায় আঘাত করায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জিতুর। তার পর দেহটি বস্তাবন্দি করে ধাপা এলাকায় ফেলে দেয় অর্জুন।

পাইপ ফেটে ধোঁয়া
বাজি ফাটার মতো একটি প্রচণ্ড শব্দে বৃহস্পতিবার বিকেলে কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শেক্সপিয়র সরণির এক নার্সিংহোমের কর্মীরা। আওয়াজের উৎস খুঁজতে ছুটে যান সকলে। খবর যায় দমকলেও। দু’টি ইঞ্জিন যায়। দমকল জানায়, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা। তবে, কেউ হতাহত হননি। ওই নার্সিংহোমের বাইরের দিকে একটি ঘরে অক্সিজেন প্যানেল বোর্ড রয়েছে। এক কর্মী জানান, বোর্ডের একটি পাইপ ফেটেই ওই বিকট শব্দ হয় ও ধোঁয়া বেরোয়। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, কর্মীদের তৎপরতায় দমকল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিনিট পনেরোর চেষ্টায় ধোঁয়া বেরোনো বন্ধ হয়। একই কথা জানিয়েছেন এক দমকলকর্তা।

দোকানে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত হল একটি দোকান। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে চাঁদনি চক বাজার সংলগ্ন গ্রান্ট স্ট্রিটের ঘিঞ্জি গলির মধ্যে একটি দোকানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে আচমকা আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মিনিট পনেরোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দোকানটিতে পর্দা সেলাইয়ের কাজ হত বলে জানিয়েছেন স্থানীয়েরা। দমকলকর্মীদের অনুমান, বৈদ্যুতিক কোনও গোলযোগ থেকে দোকানটিতে আগুন লাগে।

প্রতিমার গয়না চুরি
ভবানীপুর থানা এলাকার পদ্মপুকুর রোডের একটি বাড়ি থেকে ঠাকুরের গয়না চুরির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পুলিশ জানায়, চার তলা ওই বাড়িতে একটি যৌথ পরিবার বসবাস করে। ওই পরিবারের এক সদস্য ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন, ওই দিন সকাল সাড়ে ৭টা নাগাদ বাড়ির চার তলার একটি ঘর থেকে ঠাকুরের সোনার গয়না চুরি গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ গ্রাম সোনার গয়না চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্লীলতাহানি, ধৃত কনস্টেবল
এক মহিলা পুলিশের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে সপ্তমীর রাতে ডিসি (এসইডি)-র অফিসে। ধৃত ওই কনস্টেবলের নাম নুর আলম। পুলিশ সূত্রের খবর, ওই দিন ডিসি (এসইডি)-র অফিসের একটি ঘরে নুর ওই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি করে। ওই মহিলা চিৎকার করলে, পুলিশ নুরকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানায় দেয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.