বিনোদন কাকাবাবুদের রংবাজিতে
টলিউডের লক্ষ্মীলাভ
ক দিকে মিশরের মরুভূমি আর পিরামিড, অন্য দিকে ব্যাঙ্ককের অলিগলি থেকে রোমের কলোসিয়াম।
এক দিকে হানি আলকাদি আর কাকাবাবুর সংলাপ, অন্য দিকে দেবের মারামারি আর কোয়েলের রোমান্স।
‘মিশর রহস্য’ এবং ‘রংবাজ’।
দু’টি ছবিই মুক্তি পেয়েছিল সপ্তমীতে। এবং গত এক সপ্তাহে যা ট্রেন্ড, টলিউডের প্রায় সব বক্স অফিস রেকর্ডই ভাঙতে চলেছেন প্রসেনজিৎ ও দেব। সূত্রের খবর, ‘মিশর রহস্য’ এবং ‘রংবাজ’ প্রায় ৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে প্রথম সপ্তাহে। পরের উইকএন্ডের আগাম বুকিংও প্রায় ১০০ শতাংশ। এবং এতেই উত্তেজিত নয় টলিউড। তারা দুটো ছবিকেই দেখছে আরও লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে।
শহরের একটি মাল্টিপ্লেক্সের কর্তা পঙ্কজ লাডিয়া বলছেন, “তিন কোটি টাকার ব্যবসার চেয়েও বড় খবর, দু’টি ছবির রিপোর্টই ভাল। এখনও ছুটির রেশ চলছে। সামনে কোনও বড় হিন্দি ছবি নেই। এই দু’টো ছবি আরও বেশি ব্যবসা করবে।”
এই পুজোতেই মুক্তি পেয়েছিল অশোক ধানুকা প্রযোজিত ‘খিলাড়ি’ও। অন্য দু’টো ছবির মতো হাই-প্রোফাইল না হলেও ভাল চলছে অঙ্কুশ-নুসরত অভিনীত ছবিটি। “কলকাতার মাল্টিপ্লেক্সে আমার ছবিটা সে রকম চলেনি। কিন্তু সিঙ্গল স্ক্রিনে শহরতলিতে যে ব্যবসা করেছে, তাতে আমি খুব খুশি। এতটা আশা করিনি,” স্পষ্ট বক্তব্য অশোক ধানুকার।
সব মিলিয়ে লক্ষ্মীপুজোর আগে টলিউড বেজায় খুশি। তবে অনেকের মতে, তুলকালাম ব্যবসাটাই কিন্তু আসল ‘স্টোরি’ নয়। নেপথ্যে রয়েছে আর একটা বড় খবর। সেটা কী? গত ছ’মাসে টলিউডে জোর জল্পনা ছিল বক্স অফিসের দৌড়ে কে এগিয়ে থাকবেন দেব না জিৎ। কিন্তু অনেকের মতে সবাইকে চমকে দিয়ে সব চেয়ে গুরুত্বপূর্ণ গোলটা করে দিয়ে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শহরের ৮০টি হলে মুক্তি পেয়েছিল ‘মিশর রহস্য’। প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত জানাচ্ছেন, “প্রিয়াতে এখনই রেকর্ড করে ফেলেছে ‘মিশর রহস্য’। যবে থেকে ছবিটা রিলিজ করেছে, দিনে তিনটে করে শো। আর তিনটেতেই ১০০ শতাংশ কালেকশন। এ রকম আগে কবে হয়েছে, মনে করতে পারছি না।” প্রসেনজিৎ-সৃজিত জুটির পরের ছবি ‘জাতিস্মরে’র প্রযোজক রানা সরকার ভেবেছিলেন, একাদশীর দিন কাকাবাবু দেখবেন। “ভেবেছিলাম, একাদশীতে হল ফাঁকা থাকবে। কিন্তু সে দিনও দেখি হাউসফুল।”
এই অভূতপূর্ব সাফল্য দেখে আশ্চর্য প্রযোজক শ্রীকান্ত মোহতাও। “আমার যা প্রত্যাশা ছিল, তার ৫০ শতাংশ বেশি ব্যবসা করেছে ‘মিশর রহস্য’। পরের কাকাবাবুর আগে আমরা ‘কৃশ’ কি ‘স্পাইডার ম্যান’-এর মতো কাকাবাবু মার্চেন্ডাইজও বাজারে আনব ভাবছি। সকাল ন’টায় যে বাংলা ছবি হাউসফুল হতে পারে, সেটাও দেখিয়ে দিল বুম্বাদা,” ভেনিসে ছুটি কাটানোর ফাঁকে বললেন শ্রীকান্ত।
প্রসেনজিৎ নিজেও মানছেন এ রকম মাতামাতি অনেক কাল দেখেননি। মুম্বই-বেঙ্গালুরুতেও পুজোয় ভাল চলেছে ছবিটা। বৃহস্পতিবার সকালে মুম্বই থেকেই ফোনে কাকাবাবু বললেন, “গত ৮-৯ বছর আমার অন্য কোনও ছবি নিয়ে এই মাতামাতি দেখিনি। আমি ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘মনের মানুষ’কে মাথায় রেখেই বলছি।” কী এর রহস্য? “আমি এত দিন এমন কোনও ছবি করিনি যা বাচ্চাদের কাছে অ্যাপিল করে। সেই অর্থে ‘মিশর রহস্য’ই প্রথম। আমার ছেলে তো ইন্দ্রদীপ দাশগুপ্তর ব্যাকগ্রাউন্ড মিউজিকও গুনগুন করে গাইছে। এটা আমাদের ‘ম্যাকেনাস গোল্ড’ কী ‘সোনার কেল্লা’ দেখে হয়েছিল!”
ইন্ডাস্ট্রিতে অনেকেই তাঁর এবং সৃজিতের জুটিকে উত্তম-সুচিত্রা জুটির সঙ্গে তুলনা করেন। ‘মিশর রহস্য’র সাফল্যের সময় তাঁর পরিচালক অবশ্য ব্যাঙ্ককে ‘জাতিস্মর’ ছবির শু্যটিংয়ে ব্যস্ত। তার ফাঁকেই বললেন, “মিশর রহস্য’ খুব চ্যালেঞ্জিং একটা ছবি ছিল আমার কাছে। দর্শকের যে ছবিটা এত ভাল লেগেছে, এটা ভেবেই আমি খুশি।”
শহরের রাশ যদি কাকাবাবুর হাতে থাকে, শহরতলিতে কিন্তু দেবের রংবাজি। ২২৩টা হলে মুক্তি পাওয়া ছবির প্রযোজক নিসপাল সিংহ রানের হিসেব অনুযায়ী, ‘পাগলু’ কি ‘চ্যালেঞ্জ’-এর বক্স অফিস রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে এই ছবি। ‘খোকা ৪২০’-এর পর ‘রংবাজ’ এই বছর দু’টো সুপারহিট পেলেন দেব। বললেন, “ছবিগুলো যখন এত বড় হিট হয়, অভিনেতা হিসেবে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসে। নিজের উপর নিজের বিশ্বাস থাকার কনফিডেন্স। আশা করি দর্শক ‘চাঁদের পাহাড়’-এর সময়ও আমার পাশে থাকবেন।”
আগামী ছ’মাস সুসময়ের এই ‘মোমেন্টাম’টা বজায় থাকবে বলেই টলিউডের ধারণা। তার কারণ নভেম্বরে আসছে অনীক দত্তর ‘আশ্চর্য প্রদীপ’। তার পর ডিসেম্বরে রয়েছে গৌরব পাণ্ডের ‘হনুমান.কম’, দেব-কমলেশ্বরের ‘চাঁদের পাহাড়’ এবং সৃজিত-প্রসেনজিতের ‘জাতিস্মর’।
লক্ষ্মীপুজোর আগেই যেন লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন।

পুরনো খবর:
রানিগঞ্জে নাট্যোৎসব
সিহারশোল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত পাঁচ দিনের নাট্য উৎসবের সূচনা হল বুধবার। সূচনা করেন নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়। ২৪ জন প্রবীণ অভিনেতাকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতি সন্ধ্যায় চারটি করে নাটক মঞ্চস্থ হবে। আয়োজক সংস্থার পক্ষে জ্যোতির্ময় কাঞ্জিলাল জানান, এ বার তাঁদের গ্রামে নাট্যচর্চার একশো বছর পূর্ণ হচ্ছে।

 

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জুহি চাওলা। বৃহস্পতিবার। ছবি: পিটিআই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.