রাজ্য স্তরের ক্যুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্কুলের মুখ উজ্জ্বল করল অনিন্দ্য পাল ও সৌমেন রায়। তারা নানুর চণ্ডীদাস স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। ‘ইয়ুথ পার্লামেন্ট ক্যুইজ কনটেস্ট’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজক ছিল রাজ্য সরকারের পরিষদীয় দফতর। প্রথমে ব্লক ও জেলা স্তরের পরে গত ৭ অক্টোবর চুঁচুড়ায় রাজ্য স্তরের এই প্রতিযোগিতা হয়।
জেলাস্তরে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী জুটি প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পায়। সেই হিসেবে রাজ্যের তিনটি বিভাগের মধ্যে ‘বর্ধমান’ বিভাগে সাতটি জেলার ২৮ জন প্রতিনিধির মধ্যে বীরভূমের মহম্মদবাজারের কাঁইজুলি হাইস্কুলের দু’জন এবং নানুরের দু’জন যোগ দিয়েছিল। কাঁইজুলি হাইস্কুলের দুই ছাত্র অবশ্য তৃতীয় হয়েছে। সকলকে টেক্কা দিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়, অনিন্দ্য-সৌমেন জুটি। বিষয় ছিল ভারতীয় সংবিধান, স্বাধীনতা সংগ্রাম, পার্লামেন্ট এবং রাজ্য বিধানসভা। |
এই দুই ছাত্রের সাফল্যে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকাবাসী। পড়াশোনাতেও পিছিয়ে নেই এই জুটি। এ বার মাধ্যমিকে প্রথম স্কুলের সেরা হয়েছে অনিন্দ্য। সৌমেনও প্রথম বিভাগে পাশ করেছে। সব জায়গায় তাদের এই সাফল্যের জন্য স্কুল এই কৃতিত্বের অধিকারী বলে জানালেন, অনিন্দ্য’র বাবা দুর্গাদাসবাবু ও সৌমেনের বাবা রঘুনাথবাবু। প্রধান শিক্ষক উমেশচন্দ্র মণ্ডল বলেন, “ওদের সাফল্য আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে।” ওই দুই ছাত্রের কথায়, “শিক্ষকদের উৎসাহ ও সহযোগিতাই আমাদের এই সাফল্যের চাবিকাঠি।” শিক্ষক সুকমল শীল ও প্রভাস সামন্ত বলেন, “আমাদের বিশ্বাস উপযুক্ত পরিবেশ ও উন্নত পরিকাঠামো পেলে প্রত্যন্ত স্কুলের পড়ুয়ারাও ভাল ফল করতে পারবে।” |