ব্যারাজের ছাড়া জল ঢুকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিলি করল প্রশাসন। বৃহস্পতিবার দুর্গাপুর ব্যারাজ লাগোয়া সীতারামপুর মানার বাসিন্দাদের হাতে চিঁড়ে ও গুড় দেওয়া হয় পৌঁছে দেওয়া হয়। মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত জানান, সেখানকার ৪৮টি পরিবার ক্ষতিগ্রস্ত। মোট বাসিন্দার সংখ্যা ৩০২। আগেই পরিবারগুলিকে ত্রিপল দেওয়া হয়েছিল। এ দিনই দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে জামা-কাপড় তুলে দেন। বৃহস্পতিবার দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, এ দিন ৪৩ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে।
|
কুনস্তরিয়া এরিয়ার নর্থ সিহারশোল খোলামুখ খনি প্রকল্পে জমি দেওয়ার জন্য ১৭ জন জমিদাতাকে নিয়োগ করল ইসিএল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এরিয়া কার্যালয়ে ওই ১৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন এরিয়ার জিএম অখিলেশ পাণ্ডে। ছিলেন কেকেএসসি-র ইউনিট সম্পাদক সুজিত তরফদার, সভাপতি লাল্টু মাজি। অখিলেশবাবু জানান, ২০১২ সালের নভেম্বরে প্রথমে খোলামুখ খনি চালু হয় ইসিএলের নিজস্ব জমিতে। পরে ৩৮ জনের ৭৬ একর জমি অধিগ্রহণ করা হয়। তাঁদের মধ্যে ২০ জনকে ক্ষতিপূরণ বাবদ একর প্রতি প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ১৮ জনের মধ্যে ১৭ জনকে এ দিন তিনটি এরিয়ায় নিয়োগ করা হল। এক জনের ক্ষেত্রে প্রক্রিয়াগত ত্রুটি থাকায় নিয়োগপত্র দেওয়া যায়নি।
|
একটি সংস্থার নাম ব্যবহার করে নকল সিমেন্ট বিক্রি করার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উখড়া স্টেশন দুর্গামন্দিরের কাছে। পুলিশ জানিয়েছে, একটি সিমেন্ট কোম্পানির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তারা নকল সিমেন্ট বিক্রি করার অভিযোগে এ দিন ওই দু’জনকে ধরে।
|
দুর্গাপুরের মুচিপাড়ায় আসানসোলমুখী জাতীয় সড়কে মাল বোঝাই একটি ডাম্পার উল্টে যায়। অল্পের জন্য বেঁচে যায় দু’টি শিশু। ডাম্পারের সামনের অংশটি যেখানে পড়েছে, সেখানেই তারা খেলা করছিল। তাদের দাদু ধনঞ্জয় হাজরা জানান, হঠাৎ তিনি দেখেন ডাম্পারটি উল্টে গিয়ে ধেয়ে আসছে। তিনি চিৎকার করতে শিশু দু’টি তফাতে সরে যায়। বেঁচে যায় পাঁচ বছরের অনিতা হাজরা ও তিন বছরের কবিতা হাজরা। গাড়ির চালক তখন গা-ঢাকা দেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। |