কী প্রয়োজন? আমতা পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের ৮ বিঘা খেলার মাঠটি সংস্কার করা হোক।
কেন? জেলার প্রাচীন এই বিদ্যালয়ের খেলার মাঠটি স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, ফুটবল প্রতিযোগিতা এবং প্রশাসনিক কাজকর্মেও ব্যবহৃত হয়। বহুদিন ধরে সংস্কার না হওয়ার ফলে হাঁটু সমান গর্ত এবং খানাখন্দে মাঠটি খেলাধূলার অনুপযোগী হয়ে পড়েছে।
প্রস্তাব: মাঠটি সংস্কার করার মত বিদ্যালয়ের আর্থিক সংস্থান বিদ্যালয়ের নেই। এ বিষয়ে হাওড়া জেলা পরিষদ এবং আমতা-১ পঞ্চায়েত সমিতির দৃষ্টি আকর্ষণ করতে চাই।
অমল চট্টোপাধ্যায়, আমতা।
|
ভদ্রেশ্বর স্টেশনে সাবওয়ে |
কী প্রয়োজন: ভদ্রেশ্বর স্টেশনের পশ্চিম প্রান্তে যাত্রী সাধারণের সুবিধার্থে আরেকটি সাবওয়ে নির্মাণ করা হোক।
কেন? বাজার, স্কুল ও দিল্লি রোড যাওয়ার একটি মাত্র অপরিসর সাবওয়ে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই আন্ডারপাসে নিত্য যানজটে মানুষ নাকাল। ডাউন প্ল্যাটফর্মে ওঠার সিঁড়িও এই সাবওয়ের মধ্যে দিয়েই পড়ে।
প্রস্তাব: অবিলম্বে আরেকটি সাবওয়ে নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সিদ্ধার্থ দত্তচৌধুরী, পূর্বাচলপল্লি, ভদ্রেশ্বর।
|
কী প্রয়োজন: ডানকুনি জংশন স্টেশনের কাছে সরকারি আবাসনের সামনে সরকারি জায়গায় বাস গুমটি নির্মাণ করা হোক।
কেন? ডানকুনি থেকে দমদম নেতাজি সুভাষ বিমানবন্দর, গড়িয়া ও সল্টলেকগামী বাস-সহ কলকাতার বিভিন্ন রুটের বেশ কিছু বাস ছাড়ে। এই সমস্ত বাস দাঁড়াবার স্থায়ী জায়গা নেই।
প্রস্তাব: হুগলি জেলা পরিষদ ও ডানকুনি পুরসভার যৌথ উদ্যোগে এবং রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় ডানকুনি হাউজিং-এর উল্টো দিকে বাস গুমটি নির্মাণ করা হোক।
এ এফ কামরুদ্দিন আহমেদ, বাঁদপুর, হুগলি।
|
ব্যান্ডেলে উড়ালপুল জরুরি |
কী প্রয়োজন: ব্যান্ডেল স্টেশন রোডে সাবওয়ে দু’টির উপরে একটি উড়ালপুল প্রয়োজন।
কেন? অল্প বৃষ্টিতেই সাবওয়ে দু’টিতে জল দাঁড়িয়ে যায়। পাম্প ব্যবহার করেও সম্পূর্ণ জল বের করা যায় না।
প্রস্তাব: রেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পুরসভার কাছে আবেদন, এলাকার মানুষের স্বার্থে এখানে উড়ালপুল তৈরির ব্যবস্থা নিন।
কালীশঙ্কর মিত্র, ভদ্রেশ্বর। |