২৭শে শিবির কেপিপি-র
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
রাজ্য ও ভাষার স্বীকৃতির আন্দোলনে ছাত্র-যুবদের সামিল করতে একদিনের প্রশিক্ষণ শিবির করছে কামতাপুর পিপলস পার্টি। ২৭ অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় এক দিনের প্রশিক্ষণ শিবির হবে। সেখানে দুই সংগঠনের কেন্দ্রীয় কমিটিও গঠন হবে। কেপিপি সভাপতি অতুল রায় বলেন, “শিবিরে এক হাজার ছাত্র-যুবকে সমাজ সেবামূলক কাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ওই ছেলেমেয়েরা গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়াবে। একই সঙ্গে দলের দাবির কথা প্রচার করবে।” কেপিপির সাধারণ সম্পাদক নিখিল রায় বলেন, “এই মুহূর্তে শিক্ষিত নতুন প্রজন্মকে কাছে আনতে হবে। নয়া প্রজন্মের অনেকেই রাজনীতির কচকচানি পছন্দ করে না। অথচ কিছু করতে চায়। আমরা সেই সুযোগ করে দিতে চেষ্টা করছি। সামাজিক সমস্যা নিয়ে আন্দোলনে জড়িয়ে পড়বে। তা হলেই উপলব্ধি করবে কেন পৃথক রাজ্য ও ভাষা স্বীকৃতির দাবিতে আন্দোলন দরকার।” ওই শিবিরে উত্তরবঙ্গের ছয় জেলা থেকে বাছাই করা ছেলেমেয়েদের হাজির করার পরিকল্পনা হয়েছে। গ্রামে-গ্রামে প্রতিনিধি বাছাইয়ের কাজ চলছে। কলেজ পড়ুয়াদের আন্দোলনে সামিল করার চেষ্টা চালাচ্ছে কেপিপি। কেপিপির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক নুবাস বর্মন বলেন, “পৃথক মঞ্চ তৈরি হবে না। দলের ছাত্রযুব সংগঠনের ব্যানারে সভা হবে। সেখানে আন্দোলনের বাইরে থাকা শিক্ষিত নতুন প্রজন্মকে হাজির করাতে গুরুত্ব দেওয়া হবে। ছেলেরা সমাজসেবার ফাঁকে দলীয় কথাও প্রচার করবেন।”
|
নিয়ন্ত্রণ হারিয়ে কামাখ্যাগুড়িগামী এক ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত পাঁচ জনকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |