টুকরো খবর
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু
পায়ে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়ে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। তাঁর জখম স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডেবরা বাজারের কাছে ৬নম্বর জাতীয় সড়কে। মৃতা শেফালি সিংহের (২৫) বাড়ি ডেবরা থানা এলাকার বরাগড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী ও ছেলের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন শেফালি। রাস্তার এক পাশ দিয়েই হাঁটছিলেন তিনজনে। ডেবরা বাজারের কাছে খড়্গপুরগামী একটি লরি তাঁদের পিছন থেকে ধাক্কা মারে। বাঁ-দিকে থাকা শেফালি লরির চাকায় পিষে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শেফালির স্বামী ঝন্টু সিংহকে গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। তাঁদের ছেলে অবশ্য সুস্থ রয়েছে। ডেবরা থানার পুলিশ লরিটিকে আটক করেছে। তবে চালক পলাতক।

শহরে ‘সৃজনী’র বিজয়া সম্মিলনী
সৃজনী সোসিও কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হল। প্রতি বছরই অবশ্য বিজয়া দশমীর পর এই অনুষ্ঠান হয়। পুজোতে পুরুষরা যোগ দিলেও বিজয়া দশমী পুরোটাই থাকে মেয়েদের হাতে।
ডাকবাংলো রোডে অনুষ্ঠান।
শিক্ষক, চিকিৎসক থেকে সধারণ গৃহবধু সকলেই এই অনুষ্ঠানকে সফল করতে এগিয়ে আসেন। বাদ পড়ে না কচিকাঁচারাও। কেউ নাচ করেন তো কেউ গান, কেউ হাস্যকৌতুক তো কেউ আবৃত্তি। উদ্যোক্তা সুপ্রিয়া চক্রবর্তী, মৌসুমী গঙ্গোপাধ্যায়দের কথায়, “পুজোর আনন্দকে আর একটু বাড়িয়ে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করি। তার জন্য অনেক আগে থেকেই মহড়া শুরু হয়ে যায়। পাড়ার সকলে মিলে এই আনন্দ উপভোগ করি।” পুজোর মতোই বিজয়া সম্মিলনীও যাতে জমজমাট হয় সে জন্য চেষ্টার অন্ত থাকে না উদ্যোক্তাদের।

গড়বেতায় শারদ সম্মান
মেদিনীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের গড়বেতা শাখার উদ্যোগে অন্য বছরের মতো এ বারও শারদ সম্মান আয়োজিত হল গড়বেতায়। এই সংগঠনের বিচারে গড়বেতা ব্লকের মধ্যে প্যান্ডেলে প্রথম হয়েছে ধাদিকা যুব সঙ্ঘ। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হল রাউলিয়া ও প্রয়াসের পুজো। আর প্রতিমাতে প্রথম হয়েছে সাথী সঙ্ঘ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ধাদিকা যুব গোষ্ঠী ও শ্যামনগর ঠেক। এর বাইরে বিশেষ পুরস্কার পাচ্ছে এসএসটির পুজো। এ বার তাদের পুজোয় থিম ছিল ফেসবুক। সংগঠনের সভাপতি সুব্রত মহাপাত্র বলেন, “পুজো উদ্যোক্তাদের উৎসাহ দিতেই এই ধরনের সম্মানের আয়োজন।”

আজ বৈঠকে বিজেপি
আগামী সপ্তাহ থেকে মনোনয়ন-পর্ব শুরু হওয়ার কথা। ইতিমধ্যে বামফ্রন্ট অধিকাংশ প্রার্থীর নাম ঘোষণাও করেছে। বিজেপির সিদ্ধান্ত, শহরের সবক’টি ওয়ার্ডে দলীয় প্রার্থী থাকবে। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করতে আজ, বৃহস্পতিবার মেদিনীপুরে বৈঠকে বসছে বিজেপি। উপস্থিত থাকার কথা দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, শহর সভাপতি অরূপ দাস প্রমুখের। দলের জেলা কার্যালয়ে এই বৈঠক হবে। বুধবার তুষারবাবু বলেন, “পুরভোট নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হবে। শীঘ্রই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”

শরৎ সংখ্যা
লিটল ম্যাগাজিন ‘নয়ন’-এর শরৎ সংখ্যা প্রকাশিত হল বুধবার। এই উপলক্ষে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাম্পাসে এক অনুষ্ঠান হয়। ছিলেন প্রধান শিক্ষক ফাদার জয় ডি সুজা, অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মধুপ দে। সঙ্গে বিজয়া সম্মিলনীও হয়। এ বার ২৯তম বর্ষ। পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল জানান, এই সংখ্যায় ১৫২ জনের লেখা রয়েছে। এঁদের মধ্যে কয়েকজন তরুণ লেখক। গল্প-কবিতা ছাড়াও রয়েছে শব্দছক, আঁকা ছবি। বিদ্যুৎবাবু বলেন, “সকলের সহযোগিতা রয়েছে বলেই নিয়মিত পত্রিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে।”

পালিত ঈদুজ্জোহা
রীতি মেনে পালিত হল ঈদুজ্জোহা। বুধবার সকালে কেশপুর, মেদিনীপুর সদর-সহ বিভিন্ন এলাকার ঈদগা। নমাজ পাঠ হয়। ধনী-দরিদ্র ভেদ ভুলে উৎসবে সামিল হন। ঈদুজ্জোহা ত্যাগের উৎসব। নমাজ পাঠের পর অনেকে পশু কুরবান করে তা উৎসর্গ করেন আল্লাহর উদ্দেশে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.