ধৃত দুই দাঁত-চোর
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গুলি করে হাতি মেরে দাঁত-সহ মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগে দুই যুবককে ধরল পুলিশ। বুধবার বিকালে গরুবাথানের বুড়িখোলা বিট লাগোয়া এলাকার ঘটনা। ধৃতদের নাম সুভাষ তামাঙ্গ ও রোহিত থাপা। বনকর্মীদের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেফতার করে। গত ৯ অক্টোবর কালিম্পং বন নিগমের বুড়িখোলার জঙ্গলে একটি মুন্ডহীন পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার হয়। গরুবাথান থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বন দফতর। এরপরই চোরাশিকারীদের সন্ধানে বন ও পুলিশ তদন্ত শুরু করে। ভুট্টাবাড়ি রেঞ্জের আধিকারিক নির্মাল্য হুদাতি জানান, গ্রেফতার হওয়া দুই যুবক আগে থেকে কাঠ ব্যবসার সঙ্গে যুক্ত। হাতির দাঁতটির খোঁজ চলছে।
|
চিতাবাঘের দেহ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
চা বাগান থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করলেন বন কর্মীরা। বুধবার সন্ধ্যায় ডুয়ার্সের মালনদী চা বাগানের ৬ নম্বর সেকশনের চা গাছের ঝোপ থেকে চিতাবাঘটির দেহ উদ্ধার করা হয়। শ্রমিকরা বাড়ি ফেরার পথে তা দেখেন। জলপাইগুড়ির বন্যপ্রাণ ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক জানান, এটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। গরুমারায় চিতাবাঘটির ময়নাতদন্ত হলে। মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
|
ঝোরায় মরা মাছ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
কীটনাশক প্রয়োগ করে মাছ মারার ঘটনা ঘটল ডুয়ার্সের ওদলাবাড়িতে। ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া আন্দাঝোরায় বুধবার তেল ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পরে পুঁটি, খলসের মত কিছু নদীয়ালি মরা মাছ ঝোরায় ভেসে আসে। মহকুমা শাসক জ্যোতির্ময় তাঁতি বলেন, “নদী বা ঝোরায় কীটনাশক, ব্যাটারির দিয়ে তড়িদাহত মত উপায়ে মাছ ধরা বন্ধ করতে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে।
|
কাঠচোর ধৃত
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জঙ্গলে কাঠ চোরকে ধরলেন বন কর্মীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি জঙ্গলে। এডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুপরে বনকর্মীরা টহল দেওয়ার সময় একটি বড় শালগাছ কাটতে দেখেন তিন জনকে। সুশীল ওরাঁও নামে এক ধরা গেলেও বাকি দুই জন পালিয়ে গিয়েছে।
|
সাপের ছোবলে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায় মৃতার নাম, গৌরী লেট (৪৬)। বাড়ি রামপুরহাট থানার কুটিগ্রামে। মঙ্গলবার দুপুরে বাড়িতে কাজ করার সময় বধূটিকে সাপ ছোবল মারে। রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বুধবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। |