ধৃতের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
প্রতিবেশী পাড়ার যুবককে খুনের অভিযোগে ধৃত অজয় দাসকে বুধবার সিউড়ি আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সাঁইথিয়া শহরের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের লেট পাড়ার সঙ্গে ১০ নম্বর ওয়ার্ডের তুর্কি পাড়ার বিবাদ চলছিল। বিজয়া দশমীর রাতে যা চরম রূপ নেয়। লেট পাড়ার বাসিন্দাদের অভিযোগ, তুর্কি পাড়ার কয়েক জন যুবক মদ্যপ অবস্থায় তাঁদের পাড়ায় ঢুকে বেশ কিছু দিন ধরে গণ্ডগোল বাধাচ্ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হয়। লেট পাড়ার বাসিন্দা, নিহত শিশু বাগদি (২৬)। বিবাদের মীমাংসা করার নাম করে ওই দিন রাতে শিশু বাগদি-সহ কয়েক জনকে তুর্কি পাড়ার কিছু যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ।এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর গণেশ দাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী। অজয়কে গ্রেফতার করতে পারলেও পুলিশ বাকিদের ধরতে পারেনি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।
|
ধর্ষণের চেষ্টার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
এগারো বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পাড়ার এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের ঘটনা। বুধবার সন্ধ্যায় কিশোরীটির পরিবার নলহাটি থানায় মৌখিকভাবে পুলিশের কাছে জানিয়েছে। তার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ওই কিশোরীর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে যুবকটির খোঁজে গ্রামে গিয়ে তল্লাশি চালানো হয়েছে। যুবকটি পলাতক। লিখিত অভিযোগ পেলে মামলা শুরু হবে বলে পুলিশ জানিয়েছে। ওই কিশোরী বর্তমানে রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। |