বাস উল্টে মৃত্যু হল তিন যাত্রীর। জখম হলেন ৩০ জন। বুধবার সন্ধ্যায় পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কে কাঁকসার পিয়ারিগঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি বোলপুর থেকে বেনাচিতি যাচ্ছিল। পিয়ারিগঞ্জের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শব্দ শুনে আশপাশের এলাকার বাসিন্দারা ছুটে যান। তাঁরাই বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। বাসের তলায় চাপা পড়ে গিয়েছিলেন তিন যাত্রী। তাঁদের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এলাকাবাসী ও এ দিনের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কটি জায়গায় জায়গায় দীর্ঘদিন ধরেই বেহাল। সম্প্রতি টানা বর্ষণের জেরে রাস্তা আরও খারাপ হয়ে পড়েছে। অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই সড়কে বারবার দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান অনেকে। পানাগড়ের বাসিন্দা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান, রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বে সংস্কার করা জরুরি। রাস্তার গর্তে চাকা আটকে যাওয়ার ফলেই এ দিন বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
আহত যাত্রীদের মধ্যে দশ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি কুড়ি জনকে কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। |