মহাষষ্ঠীর সন্ধ্যাতেই যেন পথে নামলেন উত্তরের ছয় জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ। বালুরঘাট থেকে মালদহ, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি থেকে কোচবিহার, সর্বত্রই প্রায় একই দৃশ্য। রাত পর্যন্ত ভিড় দেখা গিয়েছে অনেক জায়গাতেই। বিশেষত, শিলিগুড়িতে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের দেখা গিয়েছে। শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি, রথখোলা স্পোর্টিং, রবীন্দ্র সঙ্ঘ, সারদা সেবক সঙ্ঘ, অরুণোদয় সঙ্ঘ, স্বস্তিকা যুবক সঙ্ঘ, শক্তিগড় পাঠাগার, বিদ্যাসাগর ক্লাব, তরুণ তীর্থ, সূর্যনগর সর্বজনীন, নবাঙ্কুর সঙ্ঘ, জেটিএস, সুব্রত সঙ্ঘ, অগ্রণী, উজ্জ্বল সঙ্ঘ, রেনেসাঁ-সহ প্রায় শতাধিক পুজো মণ্ডপে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের দেখা যায়। |
দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তেও দর্শনার্থীরা ভিড় করেছেন অনেক জায়গায়। বারো মাসে তের পার্বণের থিমে হিলি সীমান্তের বিপ্লবী সঙ্ঘের পুজোয়। বালুরঘাট ও গঙ্গারামপুরের বিগ বাজেটের পুজো মণ্ডপেও এ দিন সন্ধ্যা থেকে ভিড় উপচে পড়ে। মালদহ শহরের প্রবালপল্লির শিবাজী ক্লাবের বই , পেন , পেনসিল, দোয়াতের দিয়ে তৈরি মণ্ডপ থেকে শুরু করে সব্বর্জয়ী ক্লাবের পুজো মণ্ডপ ছিল ভিড়ে ঠাসা। মণ্ডপে মণ্ডপে ঘুরতে ঘুরতে রাতে এক নম্বর কলোনির অনীক সঙ্ঘের মাঠে অনেকে জিরিয়ে নিয়েছেন।
চাঁচল মহকুমার বিবেকানন্দ স্মৃতি সংসদ, চাঁচল মৈত্রী সংসদ, হাসপাতালপাড়ার নবীন সঙ্ঘের পুজো নজর কেড়েছে। দক্ষিণপাড়া মহিলা সমিতির পুজো ঘিরেও ভিড়। সেখানে বাঁশ, মাদুর, থার্মোকল, শালপাতা দিয়ে তৈরি হয়েছে মন্ডপ। হরিশ্চন্দ্রপুরের দক্ষিনী যুগদর্শীর পুজোয় কালীঘাটের মন্দিরের আদলে ৩৬ ফুট চওড়া ও ৫০ ফুট লম্বা মণ্ডপে আলোয় ফুটিয়ে তোলা হয়েছে নানা দৃশ্য। সামসি এলাকার দুটি বড় বাড়েটের পুজোও দর্শকদের আকৃষ্ট করেছে। জুভেন্টাস ক্লাবের পুজোর মণ্ডপ তৈরি হয়েছে নেপালের একটি বৌদ্ধ মন্দিরের আদলে। মণ্ডপের সামনে বাল্য বিবাহ রোধ ও সবুজায়ন নিয়ে সচেতনতার প্রচারের উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। এ ছাড়া সামসি রেলওয়ে স্টেশন কমিটির পুজোর মণ্ডপ হয়েছে মধ্যপ্রদেশের সাঁচি বৌদ্ধ শান্তি স্তুপের আদলে। জলপাইগুড়িতে দিশারি, তরুণ দল, পাণ্ডাপাড়া সর্বজনীনের মণ্ডপে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। রায়গঞ্জের নিশীথ সরণি, মোহনবাটি, মহাত্মা গাঁধী রোড ও নেতাজি সুভাষ রোডে যানজটের সৃষ্টি হয়। রায়গঞ্জের তুলসিতলা এলাকার শাস্ত্রী সঙ্ঘ ক্লাবের পুজো মণ্ডপে ঢল নামে মানুষের।
কোচবিহারের পুজো মণ্ডপগুলিতে বৃহস্পতিবার কোচবিহারের আশুতোষ ক্লাব ও ব্যায়ামাগার ও শিববাড়ি কল্যাণ সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো মন্ডপেও দর্শনার্থীদের ঢল নামে। দিনহাটার শহীদ কর্নার পুজো কমিটি ও সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজো মন্ডপেও ভিড়। এসিডিসি পুরাতন পোষ্ট অফিস পাড়া দক্ষিণ খাগরাবাড়ির বিভিন্ন পুজো মন্ডপেও ছিল একই ছবি।
তুফানগঞ্জে নিউটাউন বারোয়ারির দুর্গের আদলে তৈরি মন্ডপ কসমিক ক্লাবের দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্ডপ ন্যাশনাল ক্লাবের লোটাস টেম্পল দেখতেও নজর কাড়া ভিড় ছিল। নব বিচিত্রা সংস্থা হরিরধাম সর্বজনীনের মণ্ডপেও দর্শনার্থীদের লাইন পড়ে যায়। মাথাভাঙা মেখলিগঞ্জের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতেও ছিল এক ছবি। |