টুকরো খবর |
ঘরে চিতাবাঘের হানা, জখম ২
সংবাদ সংস্থা • গুয়াহাটি |
মধ্যরাতে দরজা ভেঙে ব্যাঘ্রসদৃশ প্রাণী ঢুকে এল ঘরে। থাবায় জখম হলেন বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে যোরহাট জেলার মরিয়ানিতে। পুলিশ জানায়, গত কাল রাত আড়াইটে নাগাদ গিবন অভয়ারণ্যের লাগোয়া মধুপুর-মেলেং গ্রামে একটি বাঘের মতো প্রাণী চন্দ্রেশ্বর দাসের বাড়িতে ঢুকে পড়ে। বেড়া ও দরজা ভেঙে প্রাণীটি সোজা চন্দ্রেশ্বরের শোয়ার ঘরে পৌঁছয়। বাঘের দাপাদাপিতে ঘুম ভেঙে পরিবারের সদস্যরা চেঁচামেচি জুড়লে সে চন্দ্রেশ্বর ও তাঁর ছেলে মানিক দাসকে গুরুতরভাবে জখম করে পালায়। পরিবারের দাবি, ঘরে ঢোকা প্রাণীটি বাঘ। তবে বনকর্তাদের সন্দেহ, সেটি চিতাবাঘ। কারণ গিবন অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগার নেই। ঘটনার জেরে আজ দীর্ঘক্ষণ গ্রামে বিক্ষোভ হয়। দুই বনকর্মীকেও গ্রামবাসীরা আটক করে রাখে।
|
|
|
মহাষষ্ঠীর দিনে ঠিকানা বদলাল মনু ও বৃষ্টির। বৃহস্পতিবার কোচবিহারের রসিকবিল মিনি
চিড়িয়াখানার উদ্ধারকেন্দ্র
থেকে এই দুই পুরুষ ও স্ত্রী চিতাবাঘকে নিয়ে যাওয়া হল পাহাড়ে। এখন
থেকে ওদের ঠিকানা দার্জিলিঙের পদ্মজা
নাইডু জুলজিক্যাল পার্ক। কোচবিহারের ডিএফও কৌশিক
সরকার বলেন, “কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন
রসিকবিলে চারটির বেশি
চিতাবাঘ রাখা
যাবে না। তাই দু’টিকে দার্জিলিং পাঠানো হল।” ছবি: হিমাংশুরঞ্জন দেব। |
|
|
অবাক চোখে: ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় চার মাসের ওরাংওটাং। ছবি: এএফপি। |
|