টুকরো খবর |
প্রধানমন্ত্রী গায়েব, গুজব না সত্যি, ধন্দ
সংবাদ সংস্থা • ত্রিপোলি |
পাঁচতারা হোটেলটির সামনে থেকে উধাও হয়ে গেলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জেইদান। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, জেইদানকে অপহরণ করেছে এক দল বন্দুকবাজ। ঘণ্টাখানেক পর আবার অক্ষত অবস্থায় ফিরেও এলেন তিনি। বৃহস্পতিবারের এই ঘটনার জেরে রীতিমতো ধন্দে পুলিশ। প্রধানমন্ত্রী অপহৃত, এই খবর প্রকাশ্যে আসতেই, প্রশাসনের তরফে ফেসবুকে পোস্ট করা হয় অপহরণ নিয়ে গুজব রটানো হচ্ছে। তবে কিছু ক্ষণের মধ্যেই আসে স্টেটাস আপডেট। জানানো হয়, অপহরণকারীদের চাপেই জেইদানের গায়েব হওয়ার ঘটনা ধামাচাপা দেয় প্রশাসন। বিক্ষোভকারীদের কেন্দ্রীয় সংগঠনটির দাবি, অপহরণের ঘটনা মিথ্যে। আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগে প্রসিকিউটর জেনারেলের নির্দেশ মতোই গ্রেফতার করা হয়েছিল জেইদানকে। তবে দেশের বিচার মন্ত্রক অবশ্য জানায়, জেইদানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেনি প্রশাসন। এই ঘটনা অপহরণেরই।
|
রাজি রিপাবলিকানরা
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
স্নায়ুযুদ্ধে প্রথম পলক ফেলার ইঙ্গিত দিল রিপাবলিকানরাই। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ওই দলের নেতা জন বোহনার বৃহস্পতিবার জানান, ধার শোধ করতে না পারার সমস্যা থেকে মার্কিন মুলুককে বাঁচাতে অল্প সময়ের জন্য ঋণের ঊর্ধ্বসীমা বাড়ানোর প্রস্তাব দিচ্ছেন তাঁরা। তবে, তার জন্য সরকার সচল করা ও বাজেট ছাঁটাই নিয়ে নিয়ে আলোচনার টেবিলে বসতে হবে প্রেসিডেন্ট ওবামাকে। ওই খবরে প্রত্যাশিত ভাবেই খুশি মার্কিন শেয়ার বাজার। কিছুটা স্বস্তির শ্বাস বিশেষজ্ঞদেরও। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, রিপাবলিকানদের ওই প্রস্তাবে ওবামা খুশি হলেও, তাতে তিনি সই করবেন কি না, তা নিশ্চিত নয়।
|
পশ্চিম লন্ডনের হান্সলো-তে। প্রবাসী-র পুজো। —নিজস্ব চিত্র। |
|
ওয়াটার পার্কে মহিলাদের প্রবেশ নিষেধ
সংবাদ সংস্থা • কাবুল |
গোলাবারুদের দেশে চারপাশটা এখনও থমথম করছে। বন্দুকধারী পুলিশ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যেই একটু আনন্দ দিতে মধ্য কাবুলে খুলল একটি ওয়াটার পার্ক। সেটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলার। কিন্তু সেখানেও ১০ বছরের বেশি মেয়েদের ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৪ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে সে দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে চিন্তিত অনেকেই। ব্যতিক্রম কাবুল ওয়াটার পার্কের মালিকরা। শেয়ারহোল্ডার মাহমুদ নাজাফির জানিয়েছেন, “২০১৪ সালে কী হবে তা জেনেই পার্ক তৈরি করেছি। ২০১৪ সাল নিয়ে আমরা চিন্তিত নই।” গত কয়েক বছরে কাবুলে তৈরি একটি মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব হয়েছে। বিনোদনের খোঁজে তাঁদের অনেকেই ৫০০ আফগানি দিয়ে ওয়াটার পার্কে আসবেন বলে আশা করছেন পার্কের উদ্যোক্তারা।
|
ইউরোপের সম্মান মালালাকে
সংবাদ সংস্থা • স্ট্রসবুর্গ |
শুক্রবারই ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার। মনোনয়ন পেয়েছে পাক কিশোরী মালালা ইউসুফজাই। পাকিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার আন্দোলনের হোতা হয়ে উঠেছিল ছোট মেয়েটি। সেই ‘অপরাধেই’ তালিবানের হাতে গুলিবিদ্ধ হতে হয় তাকে। মালালার নোবেল-জয়ের জন্য প্রার্থনা করছেন অগুণতি মানুষ। এর মধ্যেই বৃহস্পতিবার ‘সাখারভ মানবাধিকার সম্মান’ বিজয়ীর নাম ঘোষণা করল ইউরোপিয়ান পার্লামেন্ট। জয়ী মালালা ইউসুফজাই। প্রশাসনের তরফে বলা হয়েছে, “আমরা চাই দুনিয়া জানুক, মালালার মতো তরুণ প্রজন্মের জন্য উন্নততর ভবিষ্যত গড়তে আমরা ওদের পাশে আছি।”
|
ছেলের সঙ্গে দেখা
সংবাদ সংস্থা • মস্কো |
ছেলের সঙ্গে দেখা করতে মস্কো এলেন এডওয়ার্ড স্নোডেনের বাবা। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মার্কিন গোয়েন্দাদের নজরদারির কথা ফাঁস করেছিলেন স্নোডেন। ওবামা প্রশাসন স্নোডেনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও সরকারি সম্পত্তি নয়ছয়ের অভিযোগ আনে। সেই থেকেই তিনি দেশছাড়া। প্রথমে আশ্রয় নেন হংকং-এ। তার পর অগস্ট মাস থেকে ঠিকানা বদলে মস্কোয়।
|
সেজেগুজে। শিকালি যাত্রা উৎসবে কাঠমান্ডুর
এক মন্দির চত্বরে। বৃহস্পতিবার এএফপির ছবি। |
|
গ্রেফতার মুশারফ
সংবাদ সংস্থা • ইসলামাবাদ |
২০০৭ সালে লাল মসজিদে সেনা অভিযান চালানোর দায়ে বৃহস্পতিবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযানে ধর্মীয় নেতা আবদুল রশিদ এবং তাঁর মায়ের হত্যার ব্যাপারে গত মাসেই একটি মুশারফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল পুলিশ। বুধবার অন্য একটি মামলায় মুশারফ জামিন পেয়েছিলেন। কিন্তু এ দিন রশিদ হত্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে মুশারফের দল সূত্রে জানানো হয়েছে।
|
মালালাকে সম্মান
সংবাদ সংস্থা • স্ট্রাসবুর্গ |
শুক্রবারই ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার। মনোনয়ন পেয়েছে পাক কিশোরী মালালা ইউসুফজাই। এর মধ্যেই ‘সাখারভ মানবাধিকার সম্মান’ বিজয়ীর নাম ঘোষণা করল ইউরোপীয় পার্লামেন্ট। মালালা ইউসুফজাই। প্রশাসনের তরফে বলা হয়েছে, “মালালার মতো তরুণ প্রজন্মের জন্য উন্নততর ভবিষ্যৎ গড়তে আমরা ওদের পাশেই।” |
|