জঙ্গিপুর হাসপাতালে কর্মী স্বল্পতায় বিঘ্নিত চিকিৎসা পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
কর্মীভাবে পুজোর মুখে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা মুখ থুবড়ে পড়ার উপক্রম। কোনও ওয়ার্ড মাস্টার ছাড়াই চলছে হাসপাতাল। চার জনের ওয়ার্ড সকলেই অবসর নিয়েছেন। সাড়ে তিনশো শয্যার ওই হাসপাতালে ৮৫ জন চতুর্থ শ্রেণির কর্মীর পরিবর্তে রয়েছেন মাত্র ৪৫ জন। ৫৫ জন সাফাইকর্মীর জায়গায় রয়েছেন মাত্র ন’জন। একে তো কর্মীরা সংখ্যায় অপ্রতুল, তার উপর পুজো অনেকেই ছুটির আবেদন করায় ফাঁপড়ে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সুপার শাশ্বত মণ্ডল বলেন, “সহকারি সুপারের পদটি শূন্য। তার উপর কোনও ওয়ার্ড মাস্টার নেই। পুজোতে চতুর্থ শ্রেণির কর্মী থেকে শুরু করে চিকিৎসক সকলেই দু’এক দিন ছুটি চাইছেন। কিন্তু কর্মী স্বল্পতার দরুন ছুটি মঞ্জুর করা যাচ্ছে না। এত কম কর্মী নিয়ে হাসপাতাল চালাতে অসুবিধা হচ্ছে। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের অবস্থাও তথৈবচ। এই সময় এমনিতেই রক্তদান শিবির কম হয়। রক্ত সংগ্রহের ব্যাগও বাড়ন্ত। দিনে কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও রাতে হাসপাতাল চালানো দুষ্কর হয়ে পড়ছে। আমাকেও বর্হিবিভাগে রোগী দেখতে হচ্ছে।”
|
ডেঙ্গি সচেতনতায় চলছে প্রচার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ডেঙ্গি সচেতনতা প্রচারে নেমেছে জেলা স্বাস্থ্য দফতর। বিলি হচ্ছে লিফলেট। সাঁটানো হচ্ছে পোস্টার। গত অগস্ট থেকে এ পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে সব মিলিয়ে ৩২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কারও মৃত্যু হয়নি। কয়েকজন এখনও চিকিৎসাধীন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরার বক্তব্য, “পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।” বুধবার মেদিনীপুর এবং খড়্গপুর পুরসভায় ডেঙ্গি নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মেদিনীপুরের শিবিরে ছিলেন মহকুমাশাসক অমিতাভ দত্ত। খড়্গপুরের শিবিরে উপস্থিত ছিলেন মহকুমাশাসক আর বিমলা, পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। জেলা স্বাস্থ্য দফতরের তরফে ছিলেন উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান। কী ভাবে এই রোগ ছড়ায়, প্রতিরোধে কী কী করা প্রয়োজন, শিবিরে তা সবিস্তারে জানানো হয়। রোগ এড়াতে কিছু সতকর্তা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। যেমন, ফেলে রাখা পুরনো টায়ার, ফুলের টব, অব্যবহৃত পাত্রে জল জমতে না দেওয়া। কুলার এবং বাড়ির অন্য জলাধার যেমন চৌবাচ্চার জল সপ্তাহে এক দিন বদলানো, জলের ট্যাঙ্ক এবং অন্য বাসন ঢেকে রাখা, মশারি ব্যবহার ইত্যাদি।
|
স্বাস্থ্যকেন্দ্রের উন্নীতকরণ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কেশিয়াড়ির খাজরায় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে উন্নীত হল স্বাস্থ্যকেন্দ্র। বৃহস্পতিবার বিকেলে একটি অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুশান্ত শিট, পঞ্চায়েত সমিতির সভাপতি সোমা দণ্ডপাট, সহ-সভাপতি অশোক রাউথ, ব্লক তৃণমূল সভাপতি জগদীশ বেরা প্রমুখ। এত দিন এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুধুমাত্র বহির্বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হত। এ বার প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল এই উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনে ১০টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। দু’জন চিকিৎসক ও ৬ জন নার্স রয়েছেন।
|
গর্ভেই অস্ত্রোপচার
সংবাদ সংস্থা • লস অ্যাঞ্জেলস |
মায়ের গর্ভেই ২৫ সপ্তাহের ভ্রূণের অস্ত্রোপচার সারলেন মার্কিন চিকিৎসকরা। চুলের মতো সূক্ষ্ম তার, একটা ছোট্ট সূচ এবং খুদে আকারের বেলুন লেগেছে হার্ট সার্জারি সারতে। সম্প্রতি ভ্রূণটির হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছিল। রক্ত সঞ্চালন হচ্ছিল না ঠিকমতো। চিকিৎসকরা সিদ্ধান্ত নেন বাঁচাতে হলে মায়ের গর্ভেই বিরল অস্ত্রোপচারটি সেরে ফেলতে হবে। সেই মতো তাঁরা প্রথমে আঙুরের ওপর হাত পাকান। ২৫ সেপ্টেম্বর তাঁরা অস্ত্রোপচার করেন। মা ও তাঁর গর্ভের সন্তান ভাল আছে। |