টুকরো খবর
বাসন্তীর নিখোঁজ ছাত্রের খোঁজ মিলল এন্টালিতে
বাসন্তী থেকে পালিয়ে যাওয়া কিশোরকে মাসখানেক পরে কলকাতার এন্টালি থানা এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কলকাতার এন্টালির একটি বাড়ি থেকে পুলিশ ছেলেটিকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বাসন্তী হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বছর বারোর শুভজিত্‌ মণ্ডলের বাড়ি পশ্চিম বাসন্তী গ্রামে। ১২ সেপ্টেম্বর বিকেলে স্কুল থেকে ফিরে খেলতে যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। ১৮ সেপ্টেম্বর শুভজিতের মা বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরি করেন। এর কয়েকদিন পর কলকাতা থেকে তাঁর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে মা জানতে পারেন ছেলে কলকাতায় রয়েছে। পরে পুলিশ ওই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও পারেনি। এরপর মোবাইলের সূত্রে পুলিশ জানতে পারে, কলকাতার এন্টালি থানা এলাকা থেকে ফোন করা হয়েছিল। এরপর কলকাতা পুলিশের সহযোগিতায় এন্টালির একটি বাড়ি থেকে শুভজিত্‌কে উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। পুলিশকে শুভজিত্‌ জানিয়েছে, বাড়িতে দাদা মারধর ও বকাবকি করার জন্যই সে পালিয়েছিল।

বিজয়ায় বিশেষ ব্যবস্থা টাকিতে
দুর্ঘটনা রুখতে এবং অনুপ্রবেশ ঠেকাতে এ বার বিজয়া দশমীর দিন টাকির ইছামতীতে প্রতিমা বিসর্জনের সময়ে বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে বিএসএফ, পুলিশ এবং টাকি পুরসভা। বৃহস্পতিবার টাকিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিএসএফের একটি ‘ফ্ল্যাগ মিটিং’-এ পরে ঠিক হয়েছে, দশমীর দিন ইছামতীতে দু’দেশের জল-সীমান্তে নজরদারি চলবে। কোনও যাত্রী-নৌকাকে ওই সীমানা অতিক্রম করতে দেওয়া হবে না। দু’দেশের নৌকাতেই বাধ্যতামূলক ভাবে লাগাতে হবে জাতীয় পতাকা। টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই দিন প্রতি দফায় ১০টি করে প্রতিমার নৌকা এবং ৩০টি করে যাত্রী-নৌকাকে নদীতে ভাসার অনুমতি দেওয়া হবে। দর্শনার্থীদের সচিত্র পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

মিলনই থিম শারদোৎসবের ব্যারাকপুরে
শুধু পুজো নয়, সবার সঙ্গে সবাইকে মেলানোই মূল থিম গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। শতবর্ষ ছুঁয়ে ফেলা দু’টি পুজো, শিবতলা বারোয়ারি ও মণিরামপুর সিদ্ধেশ্বরীতলা বারোয়ারি চার দিন ধরে অসংখ্য সেবামূলক কাজের উদ্যোগ নিয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে রয়্যাল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর পুজো ১৩ বছরে পড়ল। তাঁদের থিম দেবীর দশ রূপ। সমাজের অন্ত্যজ শিশুদের পুজো দেখানোর ব্যবস্থা করেছিলেন উদ্যোক্তারা। ব্যারাকপুরের অন্যতম বড় পুজো রায়বাগান বিবেকানন্দ সঙ্ঘ ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করেছে মণ্ডপ। বাচস্পতিপাড়া সর্বজনীনের পুজোয় অসমের বাঁশের কারুকাজ। মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসীবৃন্দের মণ্ডপ উত্তরপ্রদেশের অম্বিকাদেবীর মন্দিরের আদলে। টিটাগড় মাঠপাড়া, দেবপুকুর বা ব্যারাকপুর নন্দন পার্কের পুজোর উদ্যোক্তা মহিলারা। ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকেও এ বার প্রবীণদের পুজো দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজয়ায় বিশেষ ব্যবস্থা টাকিতে
দুর্ঘটনা রুখতে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজয়া দশমীর দিন টাকির ইছামতীতে প্রতিমা বিসর্জনের সময়ে বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে বিএসএফ, পুলিশ এবং টাকি পুরসভা। বৃহস্পতিবার টাকিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিএসএফের একটি ‘ফ্ল্যাগ মিটিং’-এ পরে ঠিক হয়, দশমীর দিন ইছামতীতে দু’দেশের জল-সীমান্তে নজরদারি চলবে। দু’দেশের নৌকাতেই লাগাতে হবে জাতীয় পতাকা। টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় জানান, ওই দিন প্রতি দফায় ১০টি করে প্রতিমার নৌকা এবং ৩০টি করে যাত্রী-নৌকাকে নদীতে ভাসার অনুমতি দেওয়া হবে। দর্শনার্থীদের সচিত্র পরিচয়পত্র আনতে হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.