ন্যাশনাল স্পট এক্সচেঞ্জে (এনএসইএল) ৫,৬০০ কোটি টাকা নয়ছয়ের কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জয় বহুখুণ্ডি-কে গ্রেফতার করল মুম্বই পুলিশ। গতকাল তারা আটক করেছিল আর এক অ্যাসিস্ট্যান্ট ভিপি অমিত মুখোপাধ্যায়কে। বহুখুণ্ডি ‘নো ইওর কাস্টমার’ বিভাগের প্রধান থাকায় লগ্নিকারী, ঋণদাতা সংস্থাকে তাঁর যাচাই করার কথা। কিন্তু জেরায় অমিতের দাবি, বহুখুণ্ডি তা করেননি। তাই দোষ বর্তেছে তাঁর উপর। বিশ্বায়নের পথে টাকা ওয়াশিংটন, ১০ অক্টোবর: এই প্রথম আন্তর্জাতিক বাজারে টাকায় ঋণপত্র (বন্ড) ছাড়ছে বিশ্বব্যাঙ্কের শাখা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি)। যাকে টাকার বিশ্বায়নের পথে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন সকলেই। ওই বন্ড ছাড়া হবে মোট ১০০ কোটি ডলারের। তার থেকে যে অর্থ ঝুলিতে আসবে, তা এ দেশের পরিকাঠামো-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।
|
ভারতে স্মার্ট ফোনের বাজার ধরতে কম দামি হ্যান্ডসেট বিক্রি করবে তাইওয়ানের সংস্থা এইচটিসি। তাদের ফোনের দাম এখন ১৩-৫১ হাজার টাকা। এ দেশে ওই বাজারের প্রায় ৫% বর্তমানে তাদের দখলে। ভারতে সংস্থার কর্তা ফয়জল সিদ্দিকির দাবি, দখল ১৫% করতে তাঁরা বাণিজ্য ও বিপণন কৌশল সাজাচ্ছেন।
|
বৃহস্পতিবার ৫৪ পয়সা বাড়ল টাকা। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়াল ৬১.৩৯ টাকা। যা গত দু’মাসের মধ্যে সব থেকে বেশি। সংশ্লিষ্ট সূত্রে খবর, রফতানিকারীদের ডলার বিক্রি ছিল এর অন্যতম কারণ।
|
আর এস বনশল কর্পোরেশন ব্যাঙ্কের নতুন সিএমডি হয়েছেন। |