সরলেন হিতেন
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
এমজেএন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে বনমন্ত্রী হিতেন বর্মনকে সরিয়ে দিল রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, নাটাবাড়ির বিধায়ক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর বিষয়টি নিয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। দফতরের ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে নতুন সরকার আসার পর হিতেনবাবুকে ওই পদে বসানো হয়। কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভাশিস সাহা বলেন, “জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান হিসাবে রবীন্দ্রনাথ ঘোষকে দায়িত্ব দেওয়ার নির্দেশ জারি হয়েছে।” রবীন্দ্রনাথবাবু বলেন, “গুরুত্ব সহকারে ওই দায়িত্ব পালন করব।” সরকারের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদায়ী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বনমন্ত্রী হিতেন বর্মন। তিনি বলেন, “বিষয়টি জানতাম না। চেয়ারম্যান জেলা সদরের বাসিন্দা না হলে ওই কাজে সমস্যা হয়। রবীন্দ্রনাথবাবু ওই কাজ ভালই করবেন বলে আমার আশা।”
|
এসি থেকে আগুন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এসি থেকে বুধবার ভোরে আগুন লাগে পিজি-র কার্ডিওলজি বিভাগে। কর্মীরাই আগুন নেভান। রোগীদের অস্থায়ী ভাবে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানান, মাঝেমধ্যেই এসি মেশিন থেকে কেন আগুন ছড়াচ্ছে, তা খতিয়ে দেখতে কমিটি গড়া হবে।
|
যুব কংগ্রেসের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রবিবার প্যাথলজির সব বিভাগ চালু রাখা-সহ নানা দাবিতে বুধবার মেদিনীপুর মেডিক্যালের সুপার যুগল করের দফতরে স্মারকলিপি জমা দিয়েছে যুব কংগ্রেসের মেদিনীপুর বিধানসভা কমিটি। |