রাস্তার গর্তে পড়ে বিকল হল ট্রাক। আর তার জেরে বুধবার চতু্র্থীর দিন কার্যত দিনভর যানজট লেগেই রইল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে। বড়জোড়ার তারাসিং সেতুর কাছে ট্রাকটি আটকে যায়। সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তায় অনেকখানি সারি দিয়ে প্রচুর গাড়ি আটকে যায়। সন্ধ্যা সাতটার পরে ট্রাকটিকে কোনওরকমে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়। এর ফলে যানজট কিছুটা কমে। রাস্তা যানজট মুক্ত করতে পুলিশের কেন এত সময় লাগল তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “ট্রাকটি মালবাহী হওয়ায় দুপুরে ক্রেন এনেও বেশি দূরে সরানো যায়নি। মেরামতের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। তাই যানজট কমাতে ট্রাকটি রাস্তার একপাশে ঠেলে দেওয়া হয়।” |
ট্রাক সারানো চলছে। —নিজস্ব চিত্র। |
এ দিন সকাল প্রায় ছ’টায় দুর্গাপুরগামী একটি ট্রাক বড়জোড়া পার হওয়ার পরে রাস্তার গর্তে পড়ে। গাড়িটি বিকল হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে যায়। কোনওরকমে ছোট গাড়ি ট্রাকটির পাশ দিয়ে যাতায়াত করলেও বড় গাড়ি আটকে যায়। বাঁকুড়া থেকে দুর্গাপুর যাচ্ছিলেন বাঁকুড়ার বাসিন্দা জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর ক্ষোভ, “যানজটে বেশ কয়েক ঘণ্টা আটকে থাকি। বিকেলে ফেরার পথেও একই দুর্ভোগে পড়তে হয়।” পূর্ত দফতরের এক আধিকারিক বলেন, “রাস্তার গর্ত ভরাট করার পরেও বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে। বৃষ্টি কমলে সংস্কার করা হবে।” |