|
|
|
|
বকেয়ার দাবিতে কর্মী বিক্ষোভ পেট্রোকেমে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হলদিয়া পেট্রোকেমিক্যালসে রাজ্য সরকারের শেয়ার কেনার দরপত্র নিয়ে আজ, বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তার আগে বুধবার পেট্রোকেমের ম্যানেজমেন্ট কর্মীদের বিক্ষোভের জেরে হলদিয়ায় কারখানার কাজ ব্যাহত হল। বকেয়া টাকা এবং পদোন্নতির দাবিতে কর্মীরা এ দিন বিক্ষোভ দেখান। পেট্রোকেমের চেয়ারম্যান তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানিয়েছেন, পদোন্নতির বিষয়টি দেখা হলেও টাকা দেওয়ার কোনও প্রশ্ন নেই।
বুধবার রাতে পার্থবাবু বলেন, “কোন মুখে ওরা টাকা চায়? বাজার থেকে ধার করে ম্যানেজমেন্ট স্টাফদের টাকা মেটাতে হবে নাকি? কোম্পানিকে বিশাল ক্ষতির মুখে তো ওঁরাই ফেলে দিয়েছেন।” একই সঙ্গে তাঁর বক্তব্য, “ওই কর্মীদের প্রমোশনের ফাইল আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ও সব বাড়তি টাকার দাবি মানা হবে না।”
পেট্রোকেম সূত্রে খবর, সংস্থার ম্যানেজমেন্ট কর্মীদের বেতন থেকে একাংশ কেটে রেখে বছরে একবার তা ‘অ্যানুয়াল পে’ হিসেবে দেওয়া হয়। কিন্তু এই অর্থ গত বছর থেকে দেওয়া হচ্ছে না। এ নিয়ে গত শুক্রবার দু’পক্ষের আলোচনা হয়। তার পর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) সুমন্ত্র চৌধুরী এ নিয়ে সংস্থার চেয়ারম্যান তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। পেট্রোকেম সূত্রে জানা গিয়েছে, এরপর এমডি একটি প্রস্তাব তৈরি করে পার্থবাবুকে দেন। কর্মীদের বক্তব্য, এমডি জানিয়েছিলেন, ৭ অক্টোবর বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু তা হয়নি। সকাল ১০টা থেকে প্রায় দেড়শো কর্মী পরিচালন অফিসের ভিতর বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেলা দু’টো নাগাদ সুমন্ত্রবাবু কলকাতায় সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মীদের সঙ্গে কথা বলে জানান, শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পাওনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বিকেলের মধ্যে জানিয়ে দেবেন। সন্ধেয় সুমন্ত্রবাবু টেলিফোনে জানান, পুজোর আগে বকেয়া দেওয়া যাচ্ছে না। এরপর ক্ষুব্ধ ম্যানেজমেন্ট কর্মীরা রাত পর্যন্ত অফিসে থেকে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন। গভীর রাত পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। বিক্ষুব্ধ কর্মীরা অবশ্য সংবাদমাধ্যমের কাছে এ প্রসঙ্গে মুখ খুলতে চাননি। |
|
|
|
|
|