টুকরো খবর |
জেলা পরিষদের প্রথম সাধারণ সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পূর্ণাঙ্গ বোর্ড গঠনের পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রথম সাধারণ সভা হল বুধবার। উপস্থিত ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, সভাধিপতি উত্তরা সিংহ, সহ-সভাধিপতি সমায় মাণ্ডি প্রমুখ। চলতি মাসের গোড়ায় কর্মাধ্যক্ষ নির্বাচন হয়। তার আগে স্থায়ী সমিতিগুলোর নির্বাচন হয়েছিল। কর্মাধ্যক্ষ নির্বাচন হয়ে যাওয়ার পরই জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড গঠন সম্পূর্ণ হয়। সাধারণ সভায় বিরোধী সদস্যরাও ছিলেন। চলতি মাসের মধ্যে স্থায়ী সমিতিগুলোর সভা হবে। তারপরই পুরোদমে উন্নয়নমূলক কাজকর্ম শুরু হবে বলে জানা গিয়েছে।
|
ছাত্রদের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের উদ্যোগে ছাত্রদের নিয়ে এক ফুটবল প্রতিযোগিতা হল বুধবার। বিভিন্ন শ্রেণীর বাছাই করা ছাত্রদের নিয়ে লটারির মাধ্যমে গঠিত হয় আটটি দল। এক-একটি দলের এক-এক রকম নামকরণও করা হয় বিভিন্ন স্মরণীয় ঘটনা এবং স্মরণীয় ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানিয়ে। যেমন, ‘গীতাঞ্জলি গৌরব’, ‘রাইসিনা হিলস’, ‘লিয়েন্ডার পেজ’ প্রভৃতি। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক নিখিলরঞ্জন মান্না।
|
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনির মৌপাল দেশপ্রাণ হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল বুধবার। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি সত্যপ্রিয় বিশ্বাস, প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝুমুর গান, আদিবাসী নৃত্য, গীতি আলেখ্য প্রভৃতি পরিবেশিত হয়। |
|