রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় বারের জন্য বীরভূমে তাঁর গ্রামের বাড়িতে আজ আসছেন প্রণব মুখোপাধ্যায়। মহাষষ্ঠীর বিকেল ৩টে নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে মিরাটিতে গ্রামের বাড়ি যাবেন প্রণববাবু। ফিরবেন রবিবার।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিকেল ৩.৫৫ মিনিটে কীর্ণাহারে পৌঁছবেন রাষ্ট্রপতি প্রণববাবু। বিকেল ৪টে ৫ মিনিটে মিরাটির বাড়িতে যাবেন। ৫টায় স্থানীয় শিবচন্দ্র হাইস্কুলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। বাড়ি ফিরবেন ৫.৫৫ মিনিটে। কাল, শুক্রবার দুপুর ৩টে থেকে ৪টে পর্যন্ত বিশ্বভারতীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল সাড়ে ৪টে নাগাদ কীর্ণাহার ফিরবেন। কপ্টারেই যাতায়াত। শনিবার বিকেলে যপেশ্বর মন্দিরে যাবেন। বীরভূম জেলা এসপি বলেন, “রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাঁচশোর বেশি পুলিশকর্মী নিয়ে আসা হয়েছে। আইজি (পশ্চিমাঞ্চল) সিদ্ধিনাথ গুপ্ত নিজে রয়েছেন। জেলায় ১০টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।” এলাকায় গিয়ে দেখা গেল, গত বারের মতো এ বারও বাড়ি থেকে ঘাট পর্যন্ত কোথাও বাঁশের খুঁটি বা তারজালি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। কাঁদরের জলেও বসানো হয়েছে বাঁশের খুঁটি। বাড়ির পাঁচিলের উপরে ও কাঁদরের দু’পাড় কাপড় দিয়ে ঘেরা হয়েছে।
রাষ্ট্রপতির দিদি অন্নপূর্ণা মুখোপাধ্যায় বলেন, “হেলিকপ্টার থেকে নেমেই পল্টুর (প্রণবাবুর ডাক নাম) বাড়িতে আসার কথা। ওর সঙ্গে দেখা করার জন্য পরিবারের সবাই এসেছে। ভাই যে নাড়ু খেতে ভালবাসে সেটা তৈরি করে রেখেছি।” |