বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা ও প্রাক্তন মন্ত্রী আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হল। বুধবার রায় ঘোষণা করেছে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল। আলীমের বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে ৯টিই প্রমাণিত হয়েছে। ওবায়দুল হাসান বলেন, তার অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের কথা বিবেচনা করেই মৃত্যু না হওয়া পর্যন্ত আলীমের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হল।
|
সদ্য মার্কিন সেনার আচমকা হানায় লিবিয়া থেকে গ্রেফতার হয়েছে আল কায়দার নেতা আল-লিবি। এই পরিস্থিতিতে বুধবার মার্কিন রাষ্ট্রদূত ডেবোরা জোনসকে ডেকে পাঠানো হল লিবিয়া সরকারের তরফে। তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক সেরে লিবিয়ার আইনমন্ত্রী জানালেন, জোনসের সঙ্গে ভাল আলোচনা হয়েছে। |