সীমান্তে নেশার হানাদারি, চায়ের কাপে কাফ সিরাপ
বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। ভোর থাকতেই আর পাঁচটা চায়ের দোকানের মতোই উনানে আঁচ দিয়েছিলেন বছর ষাটের পরিতোষ অধিকারী (নাম পরিবর্তিত)। কিছুক্ষণ পর ফিল্মি কায়দায় বাইকটাকে দাঁড় করিয়ে দুই যুবক সটান ঢুকে গেলেন দোকানের ভিতর। ‘ কাকা, দুটো ফেন্সি চা...।’ মুখের কথা শেষ না হতেই কাঠের বেঞ্চের উপর কাপ ভর্তি ‘ফেন্সি চা’ রেখে গেলেন চা বিক্রেতা। কেউ কিছু বুঝে ওঠার আগেই চায়ের কাপে তুফান তুলে বাইক নিয়ে সাঁ করে বেরিয়ে গেলেন তাঁরা।
কী এই ‘ফেন্সি চা’? সীমান্তের ওই চা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, নামের শেষে চা শব্দটা থাকলেও আদৌ এটা চা নয়। সংক্ষেপে ‘ডিল’ বা সঙ্কেতে ‘ফেন্সি’ যে নামেই ডাকা হোক না কেন আসলে এটা এক ধরণের কাশির ওষুধ। ডোমকলের জলঙ্গি, রানিনগর সীমান্তের চায়ের দোকানগুলোতে চায়ের সঙ্গে মিশিয়ে দেদার বিক্রি হচ্ছে ওই কাশির ওষুধ, ফেনসিডিল। চা বিক্রেতারা জানাচ্ছেন প্রতি বোতলে ফেনসিডিল থাকে ১০০ মিলিলিটার। বোতলের অর্ধেকই ঢেলে দেওয়া হয় চায়ের মধ্যে। কেউ পুরোটা খেতে চাইলে দুটো বা তিনটে আলাদা চায়ের গ্লাসে মিশিয়ে দেওয়া হয়। তাই চায়ের দোকান হলেও নামমাত্র চায়ের সঙ্গে মুহূর্তের মধ্যে উড়ে যায় কাপের পর কাপ ফেনসিডিল।
এ ভাবেই চায়ের দোকানে বিকোয় ফেনসিডিল। ছবি: বিশ্বজিত্‌ রাউত।
নদিয়া মুর্শিদাবাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হওয়া দ্রব্যের তালিকায় উপরের সারিতে নাম রয়েছে ওই কাশির ওষুধের। ডিল নামটা মূলত চোরাপাচারকারীদেরই দেওয়া। কিন্তু সম্প্রতি ওপারে পাচারের সঙ্গে সঙ্গে সীমান্তের এপারের স্থানীয় বাজারগুলোতেও বেড়ে গিয়েছে কাশির সিরাপের রমরমা। স্থানীয় কলেজ পড়ুয়াদের একাংশের কাছে নেশার দ্রব্য হিসাবে ওই সিরাপ এখন রীতিমতো ‘হট কেক’। ‘ফেন্সি চা’ নামটাও ওই পড়ুয়াদেরই দেওয়া। তবে আসক্তদের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে কলেজ কর্তপক্ষ ও অভিভাবকরা।
ডোমকল মহকুমায় কলেজ পড়ুয়াদের একাংশের নেশা করা কোনও নতুন বিষয় নয়। নেশার জন্য নিত্য নতুন উপকরণও বের করে তারা। অত্যন্ত পরিচিত কোম্পানির আঠা দিয়ে নেশা করাটা দিনকয়েক আগেও ছিল কেতা। কলেজ লাগোয়া দোকানগুলোয় রাতারাতি বিক্রি বেড়ে গিয়েছিল ওই আঠার। সম্প্রতি ওই আঠালো নেশায় আসক্ত হয়ে এক কলেজ পড়ুয়ার মৃত্যুর পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং কলেজ কতৃপক্ষ। স্থানীয় বাজারে ওই আঠা বিক্রির উপর নজরদারি বাড়ানো হয়। আর আঠার উপর শ্যেনদৃষ্টি পড়তেই সীমান্তের বাজারে বিক্রি বেড়েছে ফেনসিডিলের। কিন্তু ফেনসিডিলের সঙ্গে চায়ের সম্পর্ক কী? কাশির সিরাপে আসক্তরা জানাচ্ছেন, গরম কোনও পানীয়র সঙ্গে এই সিরাপ মিশিয়ে খেলে নেশা বেশি হয়। আর সবথেকে বড় সুবিধা, খাওয়ার পর মুখে কোনও গন্ধ থাকে না।
সীমান্ত লাগোয়া পলিটেকনিক কলেজের এক পড়ুয়া অমিত করের (নাম পরিবর্তিত) কথায়, “কলেজ লাগোয়া চায়ের দোকানে একদিন চা খেতে গিয়েই জানতে পারি ফেনসিডিলের কথা। সেখানেই শুনেছিলাম মাদক হিসাবে ওই সিরাপের কদর রয়েছে বাংলাদেশে। একদিন চায়ের সঙ্গে পরখ করেছিলাম। এখন এক দিন না খেলে মনে হয়, সকালটাই মাটি।”
সীমান্তের এক চা বিক্রেতা বলছেন, “প্রতি সিরাপের শিশিতে আমাদের লাভ থাকে ১০০ থেকে ১১০ টাকা। আগে তো আমি এসব রাখতাম না। কিন্তু যা চাহিদা তাতে না রেখে উপায় নেই। আমার মতো অনেকেই এখন লাভের জন্য দোকানে কাশির সিরাপ রাখছে।”
নরসিংহপুর এলাকার পলিটেকনিক কলেজের এক কর্তার কথায়, “ আঠার উপরে কড়া নজরদারি থাকায় অন্য নেশার প্রতি টান বাড়লেও বাড়তে পারে। আমাদের কলেজের পড়ুয়ারা যাতে ওই খপ্পরে না পড়ে সে বিষয়ে আমরাও বেশ কিছু পদক্ষেপ করছি।”
ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “ফেনসিডিল শব্দটা আমাদের পরিচিত হলেও এই ফেন্সি শব্দটা কিন্তু নতুন। পাচারকারীদের পাশাপাশি নতুন চক্রও তৈরি হয়েছে বলে আমাদের অনুমান। চায়ের দোকানগুলো তো বটেই নজর রাখা হচ্ছে সীমান্তের বাজারগুলোর উপরেও।” মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অজয় চক্রবর্তী বলেন, “এটা এক ধরণের কাশির ওষুধ ঠিকই। তবে ওষুধ খেতে গেলে একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খেতে হয়। কিন্তু নেশার উদ্দেশে মাত্রাতিরিক্ত পরিমাণে নিয়মিত যদি কেউ এই সিরাপ খেতে থাকেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। যকৃতের ক্ষতি তো হবেই। বাড়তে থাকবে মানসিক অবসাদও।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.